ETV Bharat / city

Suvendu Slams CID: সিআইডি এখন মমতা-অভিষেকের দারোয়ান, দেবযানী কাণ্ডে কটাক্ষ শুভেন্দুর - অভিষেক বন্দ্যোপাধ্যায়

দেবযানী মুখোপাধ্যায়ের (Debjani Mukherjee) মায়ের চিঠিকে ইস্যু করে সিআইডি-কে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তাঁর টুইট, সিআইডি এখন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দারোয়ান হয়ে গিয়েছে ৷

Suvendu Adhikari Claims CID has now become paid janitor of Mamata Banerjee and Abhishek Banerjee
Suvendu Slams CID: সিআইডি এখন মমতা-অভিষেকের দারোয়ান, দেবযানী কাণ্ডে কটাক্ষ শুভেন্দুর
author img

By

Published : Sep 8, 2022, 4:55 PM IST

কলকাতা, 8 সেপ্টেম্বর : সারদা চিটফান্ড কাণ্ডে (Saradha Chit Fund Scam) অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের (Debjani Mukherjee) মা শর্বরী মুখোপাধ্যায়ের বিস্ফোরক চিঠি ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই তোলপাড় রাজ্য রাজনীতি ৷ এই ইস্যুকে হাতিয়ার করে সরাসরি রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডিকে (CID) নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তাঁর অভিযোগ, সিআইডি এখন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দারোয়ান হয়ে গিয়েছে ৷ এদিন টুইট করে এই অভিযোগ করেন নন্দীগ্রামের বিধায়ক ৷

বিজেপির এই নেতা লিখেছেন, সিআইডির একটি গৌরবময় ইতিহাস রয়েছে ৷ অথচ এখন সেই সংস্থা একজন বিচারাধীন বন্দির উপর চাপ সৃষ্টি করছে পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মিথ্য়া অভিযোগ করানোর জন্য ৷ আর সেই কারণেই তিনি সিআইডিকে মমতা-অভিষেকের দারোয়ান বলে কটাক্ষ করেছেন ৷ তবে তিনি মমতা ও অভিষেকের নাম লেখেননি ৷ বরং পিসি-ভাইপো বলে উল্লেখ করেছেন ৷

Suvendu Adhikari Claims CID has now become paid janitor of Mamata Banerjee and Abhishek Banerjee
শুভেন্দু অধিকারীর টুইট

এখানে উল্লেখ করা প্রয়োজন, সম্প্রতি একটি অভিযোগের তদন্তে দমদম সংশোধনাগারে গিয়ে দেবযানী মুখোপাধ্যায়কে জেরা করেন সিআইডির গোয়েন্দারা ৷ তার পরই তাঁর সঙ্গে দেখা করেন তাঁর মা শর্বরী মুখোপাধ্যায়৷ সেখানেই দেবযানী তাঁর মাকে জানান, সিআইডির তরফে বিজেপির শুভেন্দু অধিকারী ও সিপিএমের সুজন চক্রবর্তীর (CPIM Leader Sujan Chakraborty) বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতে চাপ দেওয়া হচ্ছে ৷ অভিযোগ না করলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ করা হচ্ছে ৷

শর্বরী মুখোপাধ্যায় এই নিয়ে চিঠি লিখেছেন সিবিআই (CBI) ও জাতীয় মানবাধিকার কমিশনকে (NHRC) ৷ বৃহস্পতিবার সকালে এই খবর সামনে আসতেই তোলপাড় রাজ্য রাজনীতি ৷ কারণ, শুভেন্দু অধিকারী তৃণমূল (Trinamool Congress) ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার আগে সারদা কর্তা সুদীপ্ত সেনের একটি চিঠি প্রকাশ্যে আসে ৷ সেই চিঠিতে শুভেন্দু-সহ একাধিক নেতার বিরুদ্ধে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ করা হয় ৷ সুদীপ্ত সেন সেই চিঠিটি সিবিআই-সহ আরও অনেক সংস্থাকে পাঠিয়েছিলেন ৷

এই নিয়ে গত দু’বছরে শুভেন্দুকে কটাক্ষ করেছে তৃণমূল ৷ কিন্তু দেবযানীর মায়ের অভিযোগ পুরো বিষয়টির মোড় ঘুরিয়ে দিচ্ছে ৷ প্রশ্ন উঠছে, তাহলে কি সুদীপ্ত সেনকেও চাপ দিয়ে ওই চিঠি লেখানো হয়নি তো ? এদিন টুইটের মাধ্যমে কার্যত সেই প্রশ্নই তুললেন শুভেন্দু অধিকারী ৷

আরও পড়ুন : 'শুভেন্দু-সুজনের নামে অভিযোগের চাপ সিআইডির', সিবিআইকে চিঠি দেবযানীর মায়ের

কলকাতা, 8 সেপ্টেম্বর : সারদা চিটফান্ড কাণ্ডে (Saradha Chit Fund Scam) অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের (Debjani Mukherjee) মা শর্বরী মুখোপাধ্যায়ের বিস্ফোরক চিঠি ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই তোলপাড় রাজ্য রাজনীতি ৷ এই ইস্যুকে হাতিয়ার করে সরাসরি রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডিকে (CID) নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তাঁর অভিযোগ, সিআইডি এখন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দারোয়ান হয়ে গিয়েছে ৷ এদিন টুইট করে এই অভিযোগ করেন নন্দীগ্রামের বিধায়ক ৷

বিজেপির এই নেতা লিখেছেন, সিআইডির একটি গৌরবময় ইতিহাস রয়েছে ৷ অথচ এখন সেই সংস্থা একজন বিচারাধীন বন্দির উপর চাপ সৃষ্টি করছে পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মিথ্য়া অভিযোগ করানোর জন্য ৷ আর সেই কারণেই তিনি সিআইডিকে মমতা-অভিষেকের দারোয়ান বলে কটাক্ষ করেছেন ৷ তবে তিনি মমতা ও অভিষেকের নাম লেখেননি ৷ বরং পিসি-ভাইপো বলে উল্লেখ করেছেন ৷

Suvendu Adhikari Claims CID has now become paid janitor of Mamata Banerjee and Abhishek Banerjee
শুভেন্দু অধিকারীর টুইট

এখানে উল্লেখ করা প্রয়োজন, সম্প্রতি একটি অভিযোগের তদন্তে দমদম সংশোধনাগারে গিয়ে দেবযানী মুখোপাধ্যায়কে জেরা করেন সিআইডির গোয়েন্দারা ৷ তার পরই তাঁর সঙ্গে দেখা করেন তাঁর মা শর্বরী মুখোপাধ্যায়৷ সেখানেই দেবযানী তাঁর মাকে জানান, সিআইডির তরফে বিজেপির শুভেন্দু অধিকারী ও সিপিএমের সুজন চক্রবর্তীর (CPIM Leader Sujan Chakraborty) বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতে চাপ দেওয়া হচ্ছে ৷ অভিযোগ না করলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ করা হচ্ছে ৷

শর্বরী মুখোপাধ্যায় এই নিয়ে চিঠি লিখেছেন সিবিআই (CBI) ও জাতীয় মানবাধিকার কমিশনকে (NHRC) ৷ বৃহস্পতিবার সকালে এই খবর সামনে আসতেই তোলপাড় রাজ্য রাজনীতি ৷ কারণ, শুভেন্দু অধিকারী তৃণমূল (Trinamool Congress) ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার আগে সারদা কর্তা সুদীপ্ত সেনের একটি চিঠি প্রকাশ্যে আসে ৷ সেই চিঠিতে শুভেন্দু-সহ একাধিক নেতার বিরুদ্ধে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ করা হয় ৷ সুদীপ্ত সেন সেই চিঠিটি সিবিআই-সহ আরও অনেক সংস্থাকে পাঠিয়েছিলেন ৷

এই নিয়ে গত দু’বছরে শুভেন্দুকে কটাক্ষ করেছে তৃণমূল ৷ কিন্তু দেবযানীর মায়ের অভিযোগ পুরো বিষয়টির মোড় ঘুরিয়ে দিচ্ছে ৷ প্রশ্ন উঠছে, তাহলে কি সুদীপ্ত সেনকেও চাপ দিয়ে ওই চিঠি লেখানো হয়নি তো ? এদিন টুইটের মাধ্যমে কার্যত সেই প্রশ্নই তুললেন শুভেন্দু অধিকারী ৷

আরও পড়ুন : 'শুভেন্দু-সুজনের নামে অভিযোগের চাপ সিআইডির', সিবিআইকে চিঠি দেবযানীর মায়ের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.