ETV Bharat / city

Suvendu Attacks Mamata : সরকারি হাসপাতাল এখন মৃত্যুফাঁদ, শুভেন্দুর নিশানায় মমতা - বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

বর্ধমান মেডিক্যালে অগ্নিকাণ্ডের জেরে কোভিড আক্রান্ত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে (Covid Patient Died in Burdwan Medical Fire) ৷ এই নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal Leader of Opposition Suvendu Adhikari) ৷ তাঁর অভিযোগ, সরকারি হাসপাতালগুলি এখন মৃত্যুফাঁদ হয়ে গিয়েছে ৷

suvendu adhikari attacks mamata banerjee on burdwan medical fire
Suvendu Attacks Mamata : সরকারি হাসপাতাল এখন মৃত্যুফাঁদ, শুভেন্দুর নিশানায় মমতা
author img

By

Published : Jan 29, 2022, 5:12 PM IST

কলকাতা, 29 জানুয়ারি : ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) বিরুদ্ধে সমালোচনায় সরব হলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal Leader of Opposition Suvendu Adhikari) ৷ তবে মুখ্যমন্ত্রী হিসেবে নয়, শনিবার টুইটারে তিনি নিশানা করেছেন ‘স্বাস্থ্যমন্ত্রী’ মমতাকে ৷ শুভেন্দুর অভিযোগ, রোগী নিরাপত্তা নিয়ে বাংলার স্বাস্থ্যমন্ত্রী উদাসীন (Suvendu Adhikari Attacks Mamata Banerjee on Burdwan Medical Fire) ৷

প্রসঙ্গত, শনিবার ভোরে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আগুন লাগে (Fire at Burdwan Medical) ৷ সেই আগুনে সন্ধ্যা মণ্ডল নামে এক বৃদ্ধার মৃত্যু হয় ৷ সেই বিষয়টিকে সামনে রেখে এই অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী ৷

নন্দীগ্রামের বিধায়কের দাবি, সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড হলে তা সামলানোর ক্ষমতা যে রাজ্য সরকারের নেই, তা বর্ধমানের ঘটনায় প্রমাণিত হল ৷ সরকারি হাসপাতালগুলি এখন রোগীদের কাছে দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে ৷ বর্ধমানের ওই বৃদ্ধার মৃত্যুর তদন্তও দাবি করেছেন তিনি ৷ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলেও সরব হয়েছেন ওই বিজেপি বিধায়ক ৷

এদিকে বর্ধমান থেকে জানা গিয়েছে, ইতিমধ্যেই হাসপাতালের তরফে একটা কমিটি গঠন করা হয়েছে । এই কমিটি ঘটনার তদন্ত করবে ৷ কারও কোনও গাফিলতি ধরা পড়লে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।

  • Sandhya Mondal, became the latest victim at Covid Ward of Burdwan Medical College.
    I demand a proper enquiry to fix responsibility & initiate proceeding against those found guilty. Also a compensation of Rs. 50 lakhs be handed over to the next of kin.

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) January 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে মৃতের মেয়ে রানু মণ্ডল বলেন, "আমি বাইরে ছিলাম । আমরা চিৎকার করছিলাম । আমাদের ঢুকতে দেয়নি । ভিতরে ডাক্তার, নার্স, আয়ারা ছিলেন ৷ তাঁরাও কেউ দেখলেন না । আমার মায়ের বেড পুড়ে যায় । পাশের বেডও অল্প পুড়ে গিয়েছে ৷ বাড়ির লোককে ফোন করে আমিই জানাই । আমরা ক্ষতিপূরণ চাইছি ।" স্থানীয় আনারুল মণ্ডল বলেন, "যিনি মারা গিয়েছেন তিনি পেনশন পেতেন । তাঁর পেনশনে ওই পরিবার চলত । এঁরা গরিব মানুষ । হাসপাতালের গাফিলতিতে এই ঘটনায় । তাই হাসপাতালের উচিত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করার ।"

শুভেন্দু অধিকারীও মৃতার পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার দাবিতে সরব হয়েছেন ৷ টুইটে রাজ্য সরকারের কাছে তিনি সন্ধ্যা মণ্ডলের পরিবারকে 50 লক্ষ টাকা দেওয়ার দাবি করেছেন ৷

আরও পড়ুন : Burdwan Medical Fire : বর্ধমান মেডিক্যালের কোভিড ওয়ার্ডে আগুন, মৃত্যু রোগিণীর

কলকাতা, 29 জানুয়ারি : ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) বিরুদ্ধে সমালোচনায় সরব হলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal Leader of Opposition Suvendu Adhikari) ৷ তবে মুখ্যমন্ত্রী হিসেবে নয়, শনিবার টুইটারে তিনি নিশানা করেছেন ‘স্বাস্থ্যমন্ত্রী’ মমতাকে ৷ শুভেন্দুর অভিযোগ, রোগী নিরাপত্তা নিয়ে বাংলার স্বাস্থ্যমন্ত্রী উদাসীন (Suvendu Adhikari Attacks Mamata Banerjee on Burdwan Medical Fire) ৷

প্রসঙ্গত, শনিবার ভোরে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আগুন লাগে (Fire at Burdwan Medical) ৷ সেই আগুনে সন্ধ্যা মণ্ডল নামে এক বৃদ্ধার মৃত্যু হয় ৷ সেই বিষয়টিকে সামনে রেখে এই অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী ৷

নন্দীগ্রামের বিধায়কের দাবি, সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড হলে তা সামলানোর ক্ষমতা যে রাজ্য সরকারের নেই, তা বর্ধমানের ঘটনায় প্রমাণিত হল ৷ সরকারি হাসপাতালগুলি এখন রোগীদের কাছে দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে ৷ বর্ধমানের ওই বৃদ্ধার মৃত্যুর তদন্তও দাবি করেছেন তিনি ৷ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলেও সরব হয়েছেন ওই বিজেপি বিধায়ক ৷

এদিকে বর্ধমান থেকে জানা গিয়েছে, ইতিমধ্যেই হাসপাতালের তরফে একটা কমিটি গঠন করা হয়েছে । এই কমিটি ঘটনার তদন্ত করবে ৷ কারও কোনও গাফিলতি ধরা পড়লে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।

  • Sandhya Mondal, became the latest victim at Covid Ward of Burdwan Medical College.
    I demand a proper enquiry to fix responsibility & initiate proceeding against those found guilty. Also a compensation of Rs. 50 lakhs be handed over to the next of kin.

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) January 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে মৃতের মেয়ে রানু মণ্ডল বলেন, "আমি বাইরে ছিলাম । আমরা চিৎকার করছিলাম । আমাদের ঢুকতে দেয়নি । ভিতরে ডাক্তার, নার্স, আয়ারা ছিলেন ৷ তাঁরাও কেউ দেখলেন না । আমার মায়ের বেড পুড়ে যায় । পাশের বেডও অল্প পুড়ে গিয়েছে ৷ বাড়ির লোককে ফোন করে আমিই জানাই । আমরা ক্ষতিপূরণ চাইছি ।" স্থানীয় আনারুল মণ্ডল বলেন, "যিনি মারা গিয়েছেন তিনি পেনশন পেতেন । তাঁর পেনশনে ওই পরিবার চলত । এঁরা গরিব মানুষ । হাসপাতালের গাফিলতিতে এই ঘটনায় । তাই হাসপাতালের উচিত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করার ।"

শুভেন্দু অধিকারীও মৃতার পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার দাবিতে সরব হয়েছেন ৷ টুইটে রাজ্য সরকারের কাছে তিনি সন্ধ্যা মণ্ডলের পরিবারকে 50 লক্ষ টাকা দেওয়ার দাবি করেছেন ৷

আরও পড়ুন : Burdwan Medical Fire : বর্ধমান মেডিক্যালের কোভিড ওয়ার্ডে আগুন, মৃত্যু রোগিণীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.