কলকাতা, 5 ফেব্রুয়ারি: কলকাতা হাইকোর্টের জন্য নতুন 8 জন বিচারপতির নাম প্রস্তাব করল সুপ্রিম কোর্ট কলেজিয়াম। নিয়ম অনুযায়ী, এরপর রাষ্ট্রপতি সম্মতি দিলেই কলকাতা হাইকোর্টের বিচারপতির সংখ্যা বাড়তে চলেছে খুব শিগগিরই। 72 আসনবিশিষ্ট কলকাতা হাইকোর্টে কর্মরত বিচারপতির সংখ্যা মাত্র 32।
সুপ্রিম কোর্টের তরফে এক বিজ্ঞপ্তিতে রবীন্দ্রনাথ সামন্ত, সৌগত মজুমদার, অনন্যা বন্দ্যোপাধ্যায়, রাই চট্টোপাধ্যায়, বিভাস পট্টনায়ক, শুভেন্দু সামন্ত এবং আনন্দকুমার মুখোপাধ্যায় ও কেসাং দোমা ভুটিয়াকে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে নাম প্রস্তাব করেছে কলেজিয়াম।
গত কয়েকদিন আগেই কর্মরত অবস্থায় মারা যান কলকাতা হাইকোর্টের বিচারপতি আশিসকুমার চক্রবর্তী। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে গিয়ে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার আগে লকডাউন চলাকালীন বিচারপতি প্রতীকপ্রকাশ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়। কোভিড পরিস্থিতিতে হাইকোর্টের বিচারব্যবস্থা এমনিতেই আগের তুলনায় ঢিমেতালে চলছে। এই পরিস্থিতিতে দুই বিচারপতির মৃত্যু হওয়ায় বিচারপ্রক্রিয়ায় বেশ কিছুটা প্রভাব পড়েছিল। আগামীদিনে যদি এই 8 জনের নামেই রাষ্ট্রপতি স্বীকৃতি দেন, তাহলে কলকাতা হাইকোর্টের বিচার প্রক্রিয়ায় যে গতি আসবে তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: লালার আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে
এদিকে, বার কাউন্সিলের বৈঠকে আজ কলকাতা হাইকোর্ট বার কাউন্সিলের তরফে হাইকোর্ট প্রশাসনকে জানানো হয়েছে যে, আগামী 7 দিনের মধ্যে হাইকোর্টের সমস্ত গেট খুলে দিতে হবে আইনজীবী ও তাদের জন্য। পাশাপাশি হাইকোর্টের কাজকর্ম যাতে আরও স্বাভাবিক হয় সেই ব্যবস্থা করতে হবে হাইকোর্ট প্রশাসনকে। যাতে বেশি লোকজন একসঙ্গে আদালত চত্বরে ঢুকে পড়তে না-পারে, সে জন্য কলকাতা হাইকোর্টের বেশ কয়েকটি গেট কোভিড পরিস্থিতির পর থেকেই বন্ধ রেখেছে হাইকোর্ট প্রশাসন।