কলকাতা, 8 মার্চ : নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে শাসকদলে নাম লিখিয়েছেন জয়প্রকাশ মজুমদার ৷ তারপরেই জয়প্রকাশকে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘উনি আগেও দল পরিবর্তন করেছেন । এখনও করলেন ৷ আশা করি ভবিষ্যতেও করবেন । জয়প্রকাশ মজুমদার পার্টি থেকে সাময়িক বরখাস্ত ছিলেন । তাই উনি কোন রাজনৈতিক দলে যাবেন সেটা একান্তই তাঁর ব্যক্তিগত বিষয় (Jay Prakash Majumdar joins TMC)।’’
গেরুয়া শিবিরের অভ্যন্তরীণ কাজকর্ম নিয়ে মুখ খুলে দলের বিরাগভাজন হয়েছিলেন জয়প্রকাশ মজুমদার, রীতেশ তেওয়ারিরা । শাস্তির কোপে পড়েছিলেন ৷ সূত্রের খবর, বিজেপির তরফে রীতেশ তেওয়ারিকে নিয়ে কিছুটা নরম অবস্থান নেওয়া হলেও জয়প্রকাশ মজুমদার নিয়ে কড়া অবস্থান নিয়েছে বিজেপি । তারপরেই ফের দলবদলুদের তালিকায় নাম লেখালেন তিনি ৷
আরও পড়ুন : Jayprakash Joins TMC : বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ জয়প্রকাশের
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘‘যে সমস্ত বিক্ষুব্ধরা আগামিকাল বৈঠক করেছেন তাঁরা ধাপে ধাপে তৃণমূলে চলে আসবেন ৷’’ এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, ‘‘আমি জানি না । সেই বৈঠকে কুণাল ঘোষ কোনওভাবে যুক্ত ছিলেন কিনা । তিনি যদি এই বৈঠকে উপস্থিত না থাকেন, তাহলে উনি এত কথা জানলেন কীভাবে । আমরা ছবিতে দেখিনি কুণাল ঘোষ ছিলেন কিনা । দেখুন এটা পার্টির কোনও বৈঠক নয় । তবে পাটির শৃঙ্খলারক্ষা কমিটির কাছে সবাই সমান । এমনকী আমিও তার উর্ধ্বে নই ।’’