ETV Bharat / city

Sukanta Majumdar: 'আজ বাঙালি হিসাবে আমি লজ্জিত...' পার্থর গ্রেফতারিতে বললেন সুকান্ত

"আজ বাঙালি হিসাবে আমি লজ্জিত..." শনিবার এসএসসি দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) গ্রেফতার হওয়ায় এমনই মন্তব্য করলেন বিজেপি-এর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷

Sukanta Majumdar reaction on Partha Chatterjee arrest in SSC Recruitment Scam
Sukanta Majumdar: 'আজ বাঙালি হিসাবে আমি লজ্জিত ৷...' পার্থর গ্রেফতারিতে বললেন সুকান্ত
author img

By

Published : Jul 23, 2022, 7:23 PM IST

কলকাতা, 23 জুলাই: এসএসসি দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) গ্রেফতার হতেই এ নিয়ে নানা মন্তব্য শোনা গিয়েছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতাদের মুখে ৷ অধিকাংশই মনে করেন, এই গ্রেফতারিতে অবাক হওয়ার মতো কিছু নেই ! গত কয়েক দিন ঘটনাক্রম যেভাবে এগিয়েছে, তাতে পার্থর গ্রেফতারি ছিল শুধুমাত্রই সময়ের অপেক্ষা ৷ তবে, সমালোচনার মধ্যেই ধৃত প্রবীণ রাজনীতিকের প্রতি সহানুভূতিও শোনা গিয়েছে ৷ শিশির অধিকারী যেমন সাফ জানিয়ে দিয়েছেন, 'অন্যের খারাপ দিনে মজা দেখবেন, এমন মানুষ তিনি নন ৷' এদিনের ঘটনার প্রেক্ষিতে বাংলার রাজনীতি নিয়ে আক্ষেপের সুর শোনা গেল বিজেপি-এর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) গলাতেও ৷

এদিন সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে সুকান্ত বলেন, রাজনৈতিক মতাদর্শের অমিল সত্ত্বেও বাংলার রাজনীতিকদের বাকিরা এত দিন সম্মান ও শ্রদ্ধার চোখে দেখে এসেছেন ৷ কিন্তু, তৃণমূল সরকারের আমলে সেই সম্মান ভূলুণ্ঠিত হয়েছে ! এর জন্য মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ও তাঁর দল তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছেন সুকান্ত ৷ এসএসসি দুর্নীতি নিয়ে তাঁর অভিমত, একা পার্থ চট্টোপাধ্য়ায়ের পক্ষে এত বড় কাণ্ড ঘটানো কখনই সম্ভব নয় ৷ এর পিছনে দলনেত্রী-সহ অন্য নেতা, মন্ত্রীদেরও মদত ও যোগসাজশ রয়েছে বলেই মনে করেন সুকান্ত ৷ তাঁর কথায়, "আজ বাঙালি হিসাবে আমি লজ্জিত ৷... মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বাংলার গর্ব নন, বাংলার লজ্জা ! তাঁর দল বাংলার রাজনীতিকে নর্দমায় পরিণত করেছে !"

আরও পড়ুন: Partha Chatterjee Arrest: পার্থর গ্রেফতারিতে অবাক নন বিরোধীরা, উঠল মুখ্যমন্ত্রীর শাস্তির দাবি

সুকান্ত জানিয়েছেন, তাঁরা চান, দুর্নীতি সমূলে উৎখাত হোক ৷ তাই আরও গতিশীল তদন্তের পক্ষে সওয়াল করেছেন এই বিজেপি নেতা ৷ তাঁর আশা, আগামী দিনে দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন মামলায় আরও অনেক চাঞ্চল্যকর তথ্য উঠে আসবে ৷ এই প্রসঙ্গেই উঠে আসে রাজ্যের বর্তমান শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) কথা ৷

সুকান্ত বলেন, ব্রাত্য বসুর আমলেও (এর আগের দফায় শিক্ষা মন্ত্রী থাকাকালীন) বেআইনি নিয়োগ হয়েছে ৷ ইতিমধ্যেই তা নিয়ে মামলা রুজু করা হয়েছে ৷ সুকান্তর দাবি, এই মামলা যাতে কলকাতা হাইকোর্ট কোনও মতেই গ্রহণ না করে, তার জন্য নাকি সবরকম চেষ্টা করেছে রাজ্য সরকার ৷ কিন্তু, শেষ পর্যন্ত হাইকোর্ট মামলা গ্রহণ করেছে ৷ সেই মামলার তদন্ত হলে বর্তমান শিক্ষা মন্ত্রীকেও পাকড়াও করা হতে পারে বলে মনে করেন সুকান্ত ৷

কলকাতা, 23 জুলাই: এসএসসি দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) গ্রেফতার হতেই এ নিয়ে নানা মন্তব্য শোনা গিয়েছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতাদের মুখে ৷ অধিকাংশই মনে করেন, এই গ্রেফতারিতে অবাক হওয়ার মতো কিছু নেই ! গত কয়েক দিন ঘটনাক্রম যেভাবে এগিয়েছে, তাতে পার্থর গ্রেফতারি ছিল শুধুমাত্রই সময়ের অপেক্ষা ৷ তবে, সমালোচনার মধ্যেই ধৃত প্রবীণ রাজনীতিকের প্রতি সহানুভূতিও শোনা গিয়েছে ৷ শিশির অধিকারী যেমন সাফ জানিয়ে দিয়েছেন, 'অন্যের খারাপ দিনে মজা দেখবেন, এমন মানুষ তিনি নন ৷' এদিনের ঘটনার প্রেক্ষিতে বাংলার রাজনীতি নিয়ে আক্ষেপের সুর শোনা গেল বিজেপি-এর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) গলাতেও ৷

এদিন সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে সুকান্ত বলেন, রাজনৈতিক মতাদর্শের অমিল সত্ত্বেও বাংলার রাজনীতিকদের বাকিরা এত দিন সম্মান ও শ্রদ্ধার চোখে দেখে এসেছেন ৷ কিন্তু, তৃণমূল সরকারের আমলে সেই সম্মান ভূলুণ্ঠিত হয়েছে ! এর জন্য মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ও তাঁর দল তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছেন সুকান্ত ৷ এসএসসি দুর্নীতি নিয়ে তাঁর অভিমত, একা পার্থ চট্টোপাধ্য়ায়ের পক্ষে এত বড় কাণ্ড ঘটানো কখনই সম্ভব নয় ৷ এর পিছনে দলনেত্রী-সহ অন্য নেতা, মন্ত্রীদেরও মদত ও যোগসাজশ রয়েছে বলেই মনে করেন সুকান্ত ৷ তাঁর কথায়, "আজ বাঙালি হিসাবে আমি লজ্জিত ৷... মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বাংলার গর্ব নন, বাংলার লজ্জা ! তাঁর দল বাংলার রাজনীতিকে নর্দমায় পরিণত করেছে !"

আরও পড়ুন: Partha Chatterjee Arrest: পার্থর গ্রেফতারিতে অবাক নন বিরোধীরা, উঠল মুখ্যমন্ত্রীর শাস্তির দাবি

সুকান্ত জানিয়েছেন, তাঁরা চান, দুর্নীতি সমূলে উৎখাত হোক ৷ তাই আরও গতিশীল তদন্তের পক্ষে সওয়াল করেছেন এই বিজেপি নেতা ৷ তাঁর আশা, আগামী দিনে দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন মামলায় আরও অনেক চাঞ্চল্যকর তথ্য উঠে আসবে ৷ এই প্রসঙ্গেই উঠে আসে রাজ্যের বর্তমান শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) কথা ৷

সুকান্ত বলেন, ব্রাত্য বসুর আমলেও (এর আগের দফায় শিক্ষা মন্ত্রী থাকাকালীন) বেআইনি নিয়োগ হয়েছে ৷ ইতিমধ্যেই তা নিয়ে মামলা রুজু করা হয়েছে ৷ সুকান্তর দাবি, এই মামলা যাতে কলকাতা হাইকোর্ট কোনও মতেই গ্রহণ না করে, তার জন্য নাকি সবরকম চেষ্টা করেছে রাজ্য সরকার ৷ কিন্তু, শেষ পর্যন্ত হাইকোর্ট মামলা গ্রহণ করেছে ৷ সেই মামলার তদন্ত হলে বর্তমান শিক্ষা মন্ত্রীকেও পাকড়াও করা হতে পারে বলে মনে করেন সুকান্ত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.