কলকাতা, 30 জুলাই: শিক্ষক দুর্নীতির (SSC Recruitment Scam) প্রতিবাদে পথে নেমে আটক হতে হল বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) ৷ শনিবার 'চোর ধরো, জেল ভরো' কর্মসূচিতে সামিল হন বিজেপি-র সদস্যরা ৷ এই কর্মসূচির আওতাতেই দক্ষিণ কলকাতার হাজরায় একটি জমায়েত করা হয় ৷ বিজেপি কর্মীদের সেখান থেকে হটাতে রাস্তায় নামে পুলিশ ৷ ঘটনাস্থল থেকে অন্তত 40 জন বিজেপি কর্মীকে আটক করা হয় ৷ এরপর সেখানে পৌঁছন সুকান্ত ৷ কিন্তু, তিনি গাড়ি থেকে নামতে না নামতেই তাঁকে আটক করে ধরে নিয়ে যায় পুলিশ ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন হাজরা মোড় থেকে সুকান্তকে সরাসরি লালবাজারে নিয়ে যাওয়া হয় ৷ আটক হওয়া অন্য বিজেপি কর্মীদেরও সেখানেই নিয়ে যায় পুলিশ ৷ এরপরই লালবাজারের সামনে কার্যত ধুন্ধুমার বেঁধে যায় ৷ কলকাতা পুলিশের সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করে দেন বিজেপি কর্মীরা ৷ তাঁদের সেখান থেকে তুলতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে ৷ কোনওরকমে টেনে, হিঁচড়ে বিক্ষোভকারীদের রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয় ৷ বিক্ষোভকারীদের মধ্যে বিজেপি-র প্রচুর মহিলা কর্মী ছিলেন ৷ তাঁদের সরাতে কালঘাম ছুটে যায় মহিলা পুলিশের ৷ পরে এই বিক্ষোভকারীদেরও আটক করা হয় ৷
আরও পড়ুন: Arpita Mukherjee House: অর্পিতার 'ইচ্ছে' বাড়ি নিয়ে তদন্ত শুরু কেএমডিএ'র
লালবাজারের একটি সূত্রের দাবি, পুলিশের সদর কার্যালয়ে নিয়ে যাওয়ার পরও নিরস্ত করা যায়নি সুকান্তকে ৷ লালবাজারের ভিতরেই তিনি রাজ্য সরকার ও পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন ৷ প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির প্রতিবাদে কিছুটা দেরিতে হলেও পথে নেমে প্রতিবাদ শুরু করেছে বিজেপি ৷ রাজ্যজুড়ে 'চোর ধরো, জেল ভরো' কর্মসূচি শুরু করেছে তারা ৷ এই কর্মসূচির আওতায় প্রায় রোজই কোথাও না কোথাও মিছিল, বিক্ষোভ করছেন দলের নেতা ও কর্মীরা ৷
শেষ পাওয়া খবর অনুযায়ী, সুকান্ত মজুমদারকে লালবাজার থেকে ছেড়ে দেয় পুলিশ ৷ এরপর তাঁকে মালা পরিয়ে কুর্নিশ জানান দলীয় সহকর্মীরা ৷