ETV Bharat / city

Sujit Adhikari death: সুজিতের মৃত্যুতে হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ দায়ের পরিবারের - সুজিত অধিকারী

নিউরো সায়ান্সের আট তলার কার্নিশ থেকে ঝাঁপ দেওয়া রোগী সুজিত অধিকারীর (Sujit Adhikari death) মৃত্যুতে হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল তাঁর পরিবার (Case against Mallick bazar hospital)৷

Sujit Adhikari death: Family files case against Mallick bazar hospital
সুজিতের মৃত্যুতে হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ দায়ের পিসির
author img

By

Published : Jun 26, 2022, 2:29 PM IST

কলকাতা, 26 জুন: মল্লিক বাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের আট তলার কার্নিশ থেকে ঝাঁপ দেওয়া রোগী সুজিত অধিকারীর মৃত্যুর (Sujit Adhikari death) ঘটনায় বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করল তাঁর পরিবার । নিউরো সায়ান্সের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করেছেন সুজিতের পিসি (Case against Mallick bazar hospital)।

সেই অভিযোগের ভিত্তিতেই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির জেরে মৃত্যুর অভিযোগ এনে 304(এ) ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷ কীভাবে একজন রোগী হাসপাতালের সকলের চোখ এড়িয়ে জানলা ভেঙে কার্নিশে পৌঁছে গেলেন সেই প্রশ্ন তুলেছে পরিবার ।

আরও পড়ুন: Mullick Bazar Incident: শেষ রক্ষা হল না, মারা গেলেন সুজিত; দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সংগঠনের

এই ঘটনার তদন্তে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় ফরেন্সিক টিম । তাদের অনুমান, সুজিত অধিকারী প্রায় 90 ফিট উপর থেকে নিচে পড়ে গিয়েছেন । কাল সন্ধ্যায় নিউরো সায়ান্স হাসপাতালে মৃত্যু হয় 33 বছরের সুজিত অধিকারীর । তারপর তাঁর দেহ ময়নাতদন্ত করতে নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে ।

সুজিত অধিকারীর পিসির পাশে রয়েছে মেডিক্যাল সার্ভিস সেন্টার । বিপর্যয় মোকাবিলা দল কেন একজনকে আটতলা থেকে উদ্ধার করতে ব্যর্থ হল সেই প্রশ্ন তুলে সরব হয়েছে তারা ।

সাড়ে ছয় ঘণ্টা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর অবশেষে হার মানেন সুজিত অধিকারী ৷ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মৃত্যু হয় তাঁর ৷ চিকিৎসকরা জানিয়েছেন, উঁচু থেকে পড়ায় তাঁর মাথায় গুরুতর চোট লেগেছিল ৷ তারপর থেকে আর জ্ঞান ফেরেনি সুজিতের ৷ ভেন্টিলেশনে রেখে চিকিৎসকরা চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি ৷

কলকাতা, 26 জুন: মল্লিক বাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের আট তলার কার্নিশ থেকে ঝাঁপ দেওয়া রোগী সুজিত অধিকারীর মৃত্যুর (Sujit Adhikari death) ঘটনায় বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করল তাঁর পরিবার । নিউরো সায়ান্সের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করেছেন সুজিতের পিসি (Case against Mallick bazar hospital)।

সেই অভিযোগের ভিত্তিতেই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির জেরে মৃত্যুর অভিযোগ এনে 304(এ) ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷ কীভাবে একজন রোগী হাসপাতালের সকলের চোখ এড়িয়ে জানলা ভেঙে কার্নিশে পৌঁছে গেলেন সেই প্রশ্ন তুলেছে পরিবার ।

আরও পড়ুন: Mullick Bazar Incident: শেষ রক্ষা হল না, মারা গেলেন সুজিত; দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সংগঠনের

এই ঘটনার তদন্তে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় ফরেন্সিক টিম । তাদের অনুমান, সুজিত অধিকারী প্রায় 90 ফিট উপর থেকে নিচে পড়ে গিয়েছেন । কাল সন্ধ্যায় নিউরো সায়ান্স হাসপাতালে মৃত্যু হয় 33 বছরের সুজিত অধিকারীর । তারপর তাঁর দেহ ময়নাতদন্ত করতে নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে ।

সুজিত অধিকারীর পিসির পাশে রয়েছে মেডিক্যাল সার্ভিস সেন্টার । বিপর্যয় মোকাবিলা দল কেন একজনকে আটতলা থেকে উদ্ধার করতে ব্যর্থ হল সেই প্রশ্ন তুলে সরব হয়েছে তারা ।

সাড়ে ছয় ঘণ্টা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর অবশেষে হার মানেন সুজিত অধিকারী ৷ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মৃত্যু হয় তাঁর ৷ চিকিৎসকরা জানিয়েছেন, উঁচু থেকে পড়ায় তাঁর মাথায় গুরুতর চোট লেগেছিল ৷ তারপর থেকে আর জ্ঞান ফেরেনি সুজিতের ৷ ভেন্টিলেশনে রেখে চিকিৎসকরা চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.