ETV Bharat / city

Sujan Chakraborty অভিষেক মুখে সাধু কথা বলে অসাধু কাজ করেন, তোপ সুজনের

ডায়মন্ড হারবার মডেল (Diamond Harbour Model) প্রসঙ্গ তুলে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে (Abhishek Banerjee) নিশানা করলেন সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) ৷ তাঁর অভিযোগ, অভিষেক মুখে সাধু কথা বলেন ৷ কিন্তু, অসাধু কাজ করেন ৷

Sujan Chakraborty targets Abhishek Banerjee on Diamond Harbour Model
Sujan Chakraborty অভিষেক মুখে সাধু কথা বলে অসাধু কাজ করেন, তোপ সুজনের
author img

By

Published : Aug 24, 2022, 8:23 PM IST

কলকাতা, 24 অগস্ট: দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন (West Bengal Panchayat Election 2022) ৷ এদিকে, একের পর এক দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন দলের নেতা, মন্ত্রীরা ৷ এই অবস্থায় ভাবমূর্তি পুনরুদ্ধারে মরিয়া রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ সূত্রের খবর, সমস্ত স্তরের নেতা ও কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দলের জাতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ৷ তাঁর নির্দেশ, দলের সঙ্গে যুক্ত কোনও ব্যক্তি যেন কোনওরকম অশান্তিতে জড়িয়ে না পড়েন ৷ সাংবাদিক সম্মেলনে বিষয়টি উত্থাপিত হতেই অভিষেককে চাঁচাচোলা ভাষায় আক্রমণ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) ৷

বুধবার এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে অভিষেক সম্পর্কে সুজন বলেন, "তিনি মুখে সাধু কথা বলছেন ৷ আর কাজ করছেন অসাধু ৷ এসবই তাঁর পিসির কাছ থেকে শেখা ৷ কাজে যা করবেন, বলবেন ঠিক তার উলটো ৷" এই ইস্যুতে 'ডায়মন্ড হারবার মডেল' (Diamond Harbour Model)-এর প্রসঙ্গ ওঠে ৷ সুজনের অভিযোগ, আগের ভোটে সমগ্র ডায়মন্ড হারবার তৃণমূলের গুন্ডাদের দখলে ছিল ৷ জেলায় মাত্র কয়েকজন বাম প্রার্থী দাঁড়াতে পেরেছিলেন ৷ বিজেপি প্রার্থী যে কয়েকজন ভোটে দাঁড়িয়েছিলেন, তাঁরাও পরে মনোনয়ন প্রত্যাহার করে নিতে বাধ্য হন ৷

আরও পড়ুন: দুবাইয়ে জন্ম নিচ্ছে, 6 মাস পর নতুন তৃণমূলের অন্নপ্রাশন কলকাতায়, কটাক্ষ সুজনের

শাসকদল সম্পর্কে সুজনের বার্তা স্পষ্ট, যাঁরা একদিন নিজেরাই অশান্তি করেছেন, আজ চাপের মুখে তাঁরাই অশান্তিতে না জড়ানোর কথা বলছেন ! এতে বিস্ময় প্রকাশ করেছেন সিপিএম-এর এই প্রবীণ নেতা ৷

সুজনের নিশানায় অভিষেক ৷

প্রসঙ্গত, গরুপাচার কাণ্ডে (West Bengal Cattle Smuggling Case) সিবিআই বিশেষ আদালতের বিচারককে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে বলে অভিযোগ ৷ অনুব্রত মণ্ডলকে জামিন না দিলে বিচারকে পরিবারের সদস্যদের মামলায় ফাঁসানো হবে বলেও ওই চিঠিতে হুমকি দেওয়া হয়েছে ৷ যদিও অনুব্রত নিজেই আবার এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়েছেন !

এই ইস্যুতে সুজনের বক্তব্য হল, "ভাবতে পারছেন ? বিচারককেও গাঁজা কেসে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে ! 2011 সালের পর থেকে যে পরিমাণ গাঁজা কেস দেওয়া হয়েছে, সেই পরিমাণ গাঁজার হিসাব দিতে পারবে তো ? এই ধরনের মানসিকতা একমাত্র তৃণমূলেরই আছে ৷ অনুব্রত মণ্ডলের মতো নেতারা পুলিশকে নির্দেশ দিচ্ছেন, কার বিরুদ্ধে কী কেস দিতে হবে ! এইভাবেই তো তৃণমূল চলেছে ৷" একইসঙ্গে, সিবিআই-এর বিরুদ্ধেও পক্ষপাতের অভিযোগ তুলেছেন সুজন ৷ কাঠগড়ায় তুলেছেন কেন্দ্রের শাসকদল বিজেপি-কেও ৷

কলকাতা, 24 অগস্ট: দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন (West Bengal Panchayat Election 2022) ৷ এদিকে, একের পর এক দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন দলের নেতা, মন্ত্রীরা ৷ এই অবস্থায় ভাবমূর্তি পুনরুদ্ধারে মরিয়া রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ সূত্রের খবর, সমস্ত স্তরের নেতা ও কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দলের জাতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ৷ তাঁর নির্দেশ, দলের সঙ্গে যুক্ত কোনও ব্যক্তি যেন কোনওরকম অশান্তিতে জড়িয়ে না পড়েন ৷ সাংবাদিক সম্মেলনে বিষয়টি উত্থাপিত হতেই অভিষেককে চাঁচাচোলা ভাষায় আক্রমণ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) ৷

বুধবার এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে অভিষেক সম্পর্কে সুজন বলেন, "তিনি মুখে সাধু কথা বলছেন ৷ আর কাজ করছেন অসাধু ৷ এসবই তাঁর পিসির কাছ থেকে শেখা ৷ কাজে যা করবেন, বলবেন ঠিক তার উলটো ৷" এই ইস্যুতে 'ডায়মন্ড হারবার মডেল' (Diamond Harbour Model)-এর প্রসঙ্গ ওঠে ৷ সুজনের অভিযোগ, আগের ভোটে সমগ্র ডায়মন্ড হারবার তৃণমূলের গুন্ডাদের দখলে ছিল ৷ জেলায় মাত্র কয়েকজন বাম প্রার্থী দাঁড়াতে পেরেছিলেন ৷ বিজেপি প্রার্থী যে কয়েকজন ভোটে দাঁড়িয়েছিলেন, তাঁরাও পরে মনোনয়ন প্রত্যাহার করে নিতে বাধ্য হন ৷

আরও পড়ুন: দুবাইয়ে জন্ম নিচ্ছে, 6 মাস পর নতুন তৃণমূলের অন্নপ্রাশন কলকাতায়, কটাক্ষ সুজনের

শাসকদল সম্পর্কে সুজনের বার্তা স্পষ্ট, যাঁরা একদিন নিজেরাই অশান্তি করেছেন, আজ চাপের মুখে তাঁরাই অশান্তিতে না জড়ানোর কথা বলছেন ! এতে বিস্ময় প্রকাশ করেছেন সিপিএম-এর এই প্রবীণ নেতা ৷

সুজনের নিশানায় অভিষেক ৷

প্রসঙ্গত, গরুপাচার কাণ্ডে (West Bengal Cattle Smuggling Case) সিবিআই বিশেষ আদালতের বিচারককে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে বলে অভিযোগ ৷ অনুব্রত মণ্ডলকে জামিন না দিলে বিচারকে পরিবারের সদস্যদের মামলায় ফাঁসানো হবে বলেও ওই চিঠিতে হুমকি দেওয়া হয়েছে ৷ যদিও অনুব্রত নিজেই আবার এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়েছেন !

এই ইস্যুতে সুজনের বক্তব্য হল, "ভাবতে পারছেন ? বিচারককেও গাঁজা কেসে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে ! 2011 সালের পর থেকে যে পরিমাণ গাঁজা কেস দেওয়া হয়েছে, সেই পরিমাণ গাঁজার হিসাব দিতে পারবে তো ? এই ধরনের মানসিকতা একমাত্র তৃণমূলেরই আছে ৷ অনুব্রত মণ্ডলের মতো নেতারা পুলিশকে নির্দেশ দিচ্ছেন, কার বিরুদ্ধে কী কেস দিতে হবে ! এইভাবেই তো তৃণমূল চলেছে ৷" একইসঙ্গে, সিবিআই-এর বিরুদ্ধেও পক্ষপাতের অভিযোগ তুলেছেন সুজন ৷ কাঠগড়ায় তুলেছেন কেন্দ্রের শাসকদল বিজেপি-কেও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.