ETV Bharat / city

Sujan Chakraborty অভিষেক মুখে সাধু কথা বলে অসাধু কাজ করেন, তোপ সুজনের - গরুপাচার

ডায়মন্ড হারবার মডেল (Diamond Harbour Model) প্রসঙ্গ তুলে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে (Abhishek Banerjee) নিশানা করলেন সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) ৷ তাঁর অভিযোগ, অভিষেক মুখে সাধু কথা বলেন ৷ কিন্তু, অসাধু কাজ করেন ৷

Sujan Chakraborty targets Abhishek Banerjee on Diamond Harbour Model
Sujan Chakraborty অভিষেক মুখে সাধু কথা বলে অসাধু কাজ করেন, তোপ সুজনের
author img

By

Published : Aug 24, 2022, 8:23 PM IST

কলকাতা, 24 অগস্ট: দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন (West Bengal Panchayat Election 2022) ৷ এদিকে, একের পর এক দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন দলের নেতা, মন্ত্রীরা ৷ এই অবস্থায় ভাবমূর্তি পুনরুদ্ধারে মরিয়া রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ সূত্রের খবর, সমস্ত স্তরের নেতা ও কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দলের জাতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ৷ তাঁর নির্দেশ, দলের সঙ্গে যুক্ত কোনও ব্যক্তি যেন কোনওরকম অশান্তিতে জড়িয়ে না পড়েন ৷ সাংবাদিক সম্মেলনে বিষয়টি উত্থাপিত হতেই অভিষেককে চাঁচাচোলা ভাষায় আক্রমণ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) ৷

বুধবার এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে অভিষেক সম্পর্কে সুজন বলেন, "তিনি মুখে সাধু কথা বলছেন ৷ আর কাজ করছেন অসাধু ৷ এসবই তাঁর পিসির কাছ থেকে শেখা ৷ কাজে যা করবেন, বলবেন ঠিক তার উলটো ৷" এই ইস্যুতে 'ডায়মন্ড হারবার মডেল' (Diamond Harbour Model)-এর প্রসঙ্গ ওঠে ৷ সুজনের অভিযোগ, আগের ভোটে সমগ্র ডায়মন্ড হারবার তৃণমূলের গুন্ডাদের দখলে ছিল ৷ জেলায় মাত্র কয়েকজন বাম প্রার্থী দাঁড়াতে পেরেছিলেন ৷ বিজেপি প্রার্থী যে কয়েকজন ভোটে দাঁড়িয়েছিলেন, তাঁরাও পরে মনোনয়ন প্রত্যাহার করে নিতে বাধ্য হন ৷

আরও পড়ুন: দুবাইয়ে জন্ম নিচ্ছে, 6 মাস পর নতুন তৃণমূলের অন্নপ্রাশন কলকাতায়, কটাক্ষ সুজনের

শাসকদল সম্পর্কে সুজনের বার্তা স্পষ্ট, যাঁরা একদিন নিজেরাই অশান্তি করেছেন, আজ চাপের মুখে তাঁরাই অশান্তিতে না জড়ানোর কথা বলছেন ! এতে বিস্ময় প্রকাশ করেছেন সিপিএম-এর এই প্রবীণ নেতা ৷

সুজনের নিশানায় অভিষেক ৷

প্রসঙ্গত, গরুপাচার কাণ্ডে (West Bengal Cattle Smuggling Case) সিবিআই বিশেষ আদালতের বিচারককে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে বলে অভিযোগ ৷ অনুব্রত মণ্ডলকে জামিন না দিলে বিচারকে পরিবারের সদস্যদের মামলায় ফাঁসানো হবে বলেও ওই চিঠিতে হুমকি দেওয়া হয়েছে ৷ যদিও অনুব্রত নিজেই আবার এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়েছেন !

এই ইস্যুতে সুজনের বক্তব্য হল, "ভাবতে পারছেন ? বিচারককেও গাঁজা কেসে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে ! 2011 সালের পর থেকে যে পরিমাণ গাঁজা কেস দেওয়া হয়েছে, সেই পরিমাণ গাঁজার হিসাব দিতে পারবে তো ? এই ধরনের মানসিকতা একমাত্র তৃণমূলেরই আছে ৷ অনুব্রত মণ্ডলের মতো নেতারা পুলিশকে নির্দেশ দিচ্ছেন, কার বিরুদ্ধে কী কেস দিতে হবে ! এইভাবেই তো তৃণমূল চলেছে ৷" একইসঙ্গে, সিবিআই-এর বিরুদ্ধেও পক্ষপাতের অভিযোগ তুলেছেন সুজন ৷ কাঠগড়ায় তুলেছেন কেন্দ্রের শাসকদল বিজেপি-কেও ৷

কলকাতা, 24 অগস্ট: দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন (West Bengal Panchayat Election 2022) ৷ এদিকে, একের পর এক দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন দলের নেতা, মন্ত্রীরা ৷ এই অবস্থায় ভাবমূর্তি পুনরুদ্ধারে মরিয়া রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ সূত্রের খবর, সমস্ত স্তরের নেতা ও কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দলের জাতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ৷ তাঁর নির্দেশ, দলের সঙ্গে যুক্ত কোনও ব্যক্তি যেন কোনওরকম অশান্তিতে জড়িয়ে না পড়েন ৷ সাংবাদিক সম্মেলনে বিষয়টি উত্থাপিত হতেই অভিষেককে চাঁচাচোলা ভাষায় আক্রমণ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) ৷

বুধবার এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে অভিষেক সম্পর্কে সুজন বলেন, "তিনি মুখে সাধু কথা বলছেন ৷ আর কাজ করছেন অসাধু ৷ এসবই তাঁর পিসির কাছ থেকে শেখা ৷ কাজে যা করবেন, বলবেন ঠিক তার উলটো ৷" এই ইস্যুতে 'ডায়মন্ড হারবার মডেল' (Diamond Harbour Model)-এর প্রসঙ্গ ওঠে ৷ সুজনের অভিযোগ, আগের ভোটে সমগ্র ডায়মন্ড হারবার তৃণমূলের গুন্ডাদের দখলে ছিল ৷ জেলায় মাত্র কয়েকজন বাম প্রার্থী দাঁড়াতে পেরেছিলেন ৷ বিজেপি প্রার্থী যে কয়েকজন ভোটে দাঁড়িয়েছিলেন, তাঁরাও পরে মনোনয়ন প্রত্যাহার করে নিতে বাধ্য হন ৷

আরও পড়ুন: দুবাইয়ে জন্ম নিচ্ছে, 6 মাস পর নতুন তৃণমূলের অন্নপ্রাশন কলকাতায়, কটাক্ষ সুজনের

শাসকদল সম্পর্কে সুজনের বার্তা স্পষ্ট, যাঁরা একদিন নিজেরাই অশান্তি করেছেন, আজ চাপের মুখে তাঁরাই অশান্তিতে না জড়ানোর কথা বলছেন ! এতে বিস্ময় প্রকাশ করেছেন সিপিএম-এর এই প্রবীণ নেতা ৷

সুজনের নিশানায় অভিষেক ৷

প্রসঙ্গত, গরুপাচার কাণ্ডে (West Bengal Cattle Smuggling Case) সিবিআই বিশেষ আদালতের বিচারককে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে বলে অভিযোগ ৷ অনুব্রত মণ্ডলকে জামিন না দিলে বিচারকে পরিবারের সদস্যদের মামলায় ফাঁসানো হবে বলেও ওই চিঠিতে হুমকি দেওয়া হয়েছে ৷ যদিও অনুব্রত নিজেই আবার এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়েছেন !

এই ইস্যুতে সুজনের বক্তব্য হল, "ভাবতে পারছেন ? বিচারককেও গাঁজা কেসে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে ! 2011 সালের পর থেকে যে পরিমাণ গাঁজা কেস দেওয়া হয়েছে, সেই পরিমাণ গাঁজার হিসাব দিতে পারবে তো ? এই ধরনের মানসিকতা একমাত্র তৃণমূলেরই আছে ৷ অনুব্রত মণ্ডলের মতো নেতারা পুলিশকে নির্দেশ দিচ্ছেন, কার বিরুদ্ধে কী কেস দিতে হবে ! এইভাবেই তো তৃণমূল চলেছে ৷" একইসঙ্গে, সিবিআই-এর বিরুদ্ধেও পক্ষপাতের অভিযোগ তুলেছেন সুজন ৷ কাঠগড়ায় তুলেছেন কেন্দ্রের শাসকদল বিজেপি-কেও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.