ETV Bharat / city

Saradha Scam: সারদাকাণ্ডে সুদীপ্ত সেনকে তোপ সুজন-মান্নানের

author img

By

Published : Jun 30, 2022, 11:07 PM IST

সারদাকাণ্ডের অন্যতম অভিযুক্ত সুদীপ্ত সেনকে রাজ্য সরকারের মেন্টর বলে কটাক্ষ করলেন আব্দুল মান্নান ৷ একই ইস্যুতে সিপিএম নেতা সুজন চক্রবর্তীও তোপ দাগেন সুদীপ্ত সেনকে (Saradha Scam) ৷

Saradha Scam
সারদাকাণ্ডে সুদীপ্ত সেনকে তোপ সুজন-মান্নানের

কলকাতা, ৩০ জুন: বৃহস্পতিবার সারদা কর্ণধার সুদীপ্ত সেন অধীর চৌধুরীর নামে টাকা নেওয়ার অভিযোগ করেন ৷ তারপরেই আক্রমণ ধেয়ে আসে কংগ্রেসের পক্ষ থেকে ৷ "চিটফান্ড কাণ্ডে ধৃত সুদীপ্ত সরকারের মেন্টর রাজ্য সরকার । আদালতের নির্দেশের 4 বছর পরও কেন সিবিআই তদন্ত করছে ? তদন্ত করলেই সব বেরিয়ে আসবে ।" কংগ্রেস নেতা আব্দুল মান্নান এভাবেই রাজ্য সরকারকে আক্রমণ করলেন (Saradha Scam)।

মান্নানের দাবি, 1 কোটি 86 লক্ষ টাকা দিয়ে মুখ্যমন্ত্রীর ছবি কিনেছিল সুদীপ্ত সেন । সেই ছবি কোথায় ? সুদীপ্তকে এখন রাজ্য সরকার নিয়ন্ত্রণ করছে বলেও দাবি করেন মান্নান । একারণেই যে কারও নামে সুদীপ্ত সেন অভিযোগ করছে বলেও মান্নানের দাবি ।

সারদাকাণ্ডে সুদীপ্ত সেনকে তোপ সুজন-মান্নানের

এই ইস্যুতেই বামেরাও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব । পুলিশি ঘেরাটোপে সুদীপ্ত সেনকে দিয়ে নির্বাচনের আগে তৃণমূল বিরোধীদের বিরুদ্ধে বলানো হচ্ছে বলে অভিযোগ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর । এদিন সুজন চক্রবর্তী বলেন, ‘‘গ্রেফতার হওয়ার পর সুদীপ্ত সেন যা বলেছিল, আর আজকের দিনে যা বলছে তা সম্পূর্ণ বিপরীত । পুলিশি ঘেরাটোপে সুদীপ্ত সেন উলটো বলছেন ।’’ পঞ্চায়েত নির্বাচনের আগে তাকে দিয়ে রাজ্য সরকারই তৃণমূল বিরোধীদের নামে এই অভিযোগ করাচ্ছে বলেই দাবি সুজন চক্রবর্তীর ।

আরও পড়ুন: শুভেন্দুকে গ্রেফতারের দাবিতে সিজিও-র সামনে বিক্ষোভ তৃণমূল ছাত্র-যুবদের

উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর পর মুকুল রায়, অধীর চৌধুরীর নামেও টাকা নেওয়ার অভিযোগ করেন সুদীপ্ত সেন । কাঁথি পৌরসভা এলাকায় শ্রমিক হাটের জন্য শুভেন্দুকে 90 লক্ষ টাকা, আরেকবার 50 লক্ষ টাকা দিয়েছিলেন বলে সুদীপ্ত দাবি করেন । সেখানেই শুভেন্দু অধিকারীর পাশাপাশি, মুকুল রায় ও অধীর চৌধুরীর নাম উল্লেখ করে টাকা নেওয়ার অভিযোগ তোলেন সারদা কর্ণধার ।

কলকাতা, ৩০ জুন: বৃহস্পতিবার সারদা কর্ণধার সুদীপ্ত সেন অধীর চৌধুরীর নামে টাকা নেওয়ার অভিযোগ করেন ৷ তারপরেই আক্রমণ ধেয়ে আসে কংগ্রেসের পক্ষ থেকে ৷ "চিটফান্ড কাণ্ডে ধৃত সুদীপ্ত সরকারের মেন্টর রাজ্য সরকার । আদালতের নির্দেশের 4 বছর পরও কেন সিবিআই তদন্ত করছে ? তদন্ত করলেই সব বেরিয়ে আসবে ।" কংগ্রেস নেতা আব্দুল মান্নান এভাবেই রাজ্য সরকারকে আক্রমণ করলেন (Saradha Scam)।

মান্নানের দাবি, 1 কোটি 86 লক্ষ টাকা দিয়ে মুখ্যমন্ত্রীর ছবি কিনেছিল সুদীপ্ত সেন । সেই ছবি কোথায় ? সুদীপ্তকে এখন রাজ্য সরকার নিয়ন্ত্রণ করছে বলেও দাবি করেন মান্নান । একারণেই যে কারও নামে সুদীপ্ত সেন অভিযোগ করছে বলেও মান্নানের দাবি ।

সারদাকাণ্ডে সুদীপ্ত সেনকে তোপ সুজন-মান্নানের

এই ইস্যুতেই বামেরাও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব । পুলিশি ঘেরাটোপে সুদীপ্ত সেনকে দিয়ে নির্বাচনের আগে তৃণমূল বিরোধীদের বিরুদ্ধে বলানো হচ্ছে বলে অভিযোগ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর । এদিন সুজন চক্রবর্তী বলেন, ‘‘গ্রেফতার হওয়ার পর সুদীপ্ত সেন যা বলেছিল, আর আজকের দিনে যা বলছে তা সম্পূর্ণ বিপরীত । পুলিশি ঘেরাটোপে সুদীপ্ত সেন উলটো বলছেন ।’’ পঞ্চায়েত নির্বাচনের আগে তাকে দিয়ে রাজ্য সরকারই তৃণমূল বিরোধীদের নামে এই অভিযোগ করাচ্ছে বলেই দাবি সুজন চক্রবর্তীর ।

আরও পড়ুন: শুভেন্দুকে গ্রেফতারের দাবিতে সিজিও-র সামনে বিক্ষোভ তৃণমূল ছাত্র-যুবদের

উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর পর মুকুল রায়, অধীর চৌধুরীর নামেও টাকা নেওয়ার অভিযোগ করেন সুদীপ্ত সেন । কাঁথি পৌরসভা এলাকায় শ্রমিক হাটের জন্য শুভেন্দুকে 90 লক্ষ টাকা, আরেকবার 50 লক্ষ টাকা দিয়েছিলেন বলে সুদীপ্ত দাবি করেন । সেখানেই শুভেন্দু অধিকারীর পাশাপাশি, মুকুল রায় ও অধীর চৌধুরীর নাম উল্লেখ করে টাকা নেওয়ার অভিযোগ তোলেন সারদা কর্ণধার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.