ETV Bharat / city

Haridevpur Student Death: অভাবে বিমান সেবিকা হওয়ার স্বপ্নভঙ্গ, হরিদেবপুরে আত্মঘাতী দ্বাদশের ছাত্রী ! - Suicide by taking sleeping pills

হরিদেবপুরে ছাত্রীর মৃত্যুতে চাঞ্চল্য ৷ জানা গিয়েছে, বিমান সেবিকা হওয়ার স্বপ্ন দেখত সে ৷ কিন্তু, আর্থিক অনটনের কারণে স্বপ্নপূরণে ব্যর্থ হয় দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী (Student Body Recovered in Haridevpur Police Suspects Suicide due to Career Issue) ৷ তার জেরেই সে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে মৃত ছাত্রীর পরিবার ৷

Student Body Recovered in Haridevpur Police Suspects Suicide due to Career Issue
Student Body Recovered in Haridevpur Police Suspects Suicide due to Career Issue
author img

By

Published : Jul 17, 2022, 4:41 PM IST

কলকাতা, 17 জুলাই: হরিদেবপুরের নবপল্লি এলাকায় উদ্ধার হল বছর 17’র এক স্কুল ছাত্রীর দেহ ৷ মৃত ছাত্রীর নাম মামন দাস ৷ পরিবারের তরফে জানানো হয়েছে, মানসিকভাবে ভেঙে পড়েছিল মামন ৷ কারণ, তাঁর স্বপ্ন ছিল বিমান সেবিকা হওয়ার ৷ কিন্তু, আর্থিক অনটনের জেরে প্রশিক্ষণের টাকা জোগাড় করতে পারেনি পরিবারের লোকজন ৷ সেই কারণেই, গতকাল রাতে সে ঘুমের ওষুধ খেয়ে নেয় বলে দাবি পরিবারের (Student Body Recovered in Haridevpur Police Suspects Suicide due to Career Issue) ৷ পুলিশ মামন দাসের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে বাড়ির লোকজন ডাকাডাকি করলেও দরজা খোলেনি মামন ৷ এর পর ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয় ৷ দেখা যায় মুখ থেকে ফেনা বের হচ্ছে ৷ তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ৷ পুলিশ প্রাথমিক তদন্তে অনুমান করছে, ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে ওই ছাত্রী ৷

পরিবারের তরফে জানানো হয়েছে, মামনের স্বপ্ন ছিল বিমান সেবিকা হওয়ার ৷ পরিবারে আর্থিক অনটনের জেরে বিমান সেবিকার প্রশিক্ষণের খরচ বহন করা কার্যত অসম্ভব হয়ে পড়েছিল ৷ তাই প্রশিক্ষণ নেওয়া শুরু করলেও, মাঝপথে তা ছেড়ে দিতে হয়েছিল হরিদেবপুরের দ্বাদশ শ্রেণির ছাত্রীকে ৷ এরপরই মানসিক অবসাদে চলে গিয়েছিল সে ৷ আর সেই অবসাদের জেরেই মামন আত্মহত্যা করেছে বলে দাবি পরিবারের ৷

তবে, এটাই প্রথম নয় ৷ এর আগেও মামন দাস আত্মহত্যার চেষ্টা করেছিল বলে পুলিশকে জানিয়েছেন তার মা ৷ জানা গিয়েছে, 10 জুলাইয়ের সেই ঘটনায় মামন তার মাকে ভিডিয়ো কল করে ঘুমের ওষুধ খেয়েছিল ৷ এর পর চারদিন হাসপাতালে ভরতি ছিল সে ৷ 13 জুলাই তারিখ ছাড়া পেয়েছিল হাসপাতাল থেকে ৷ এর পর 16 জুলাই ফের ঘুমের ওষুধ খায় মামন দাস ৷ কিন্তু, এ বার আর তাঁকে বাঁচানো যায়নি, আক্ষেপ পরিবারের ৷

আরও পড়ুন:Model died by Suicide: শহরে ফের উঠতি মডেলের রহস্যমৃত্যু, বহুতলে উদ্ধার ঝুলন্ত দেহ

কিন্তু প্রশ্ন উঠছে, এক সপ্তাহ আগেই যখন মামন দাস আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, তখন কেন সতর্ক হল না পরিবার ? এমনকী দ্বিতীয়বার কীভাবে তার কাছে ঘুমের ওষুধ এল ? সেই প্রশ্নেরও জবাব খুঁজছেন তদন্তকারীরা ৷

কলকাতা, 17 জুলাই: হরিদেবপুরের নবপল্লি এলাকায় উদ্ধার হল বছর 17’র এক স্কুল ছাত্রীর দেহ ৷ মৃত ছাত্রীর নাম মামন দাস ৷ পরিবারের তরফে জানানো হয়েছে, মানসিকভাবে ভেঙে পড়েছিল মামন ৷ কারণ, তাঁর স্বপ্ন ছিল বিমান সেবিকা হওয়ার ৷ কিন্তু, আর্থিক অনটনের জেরে প্রশিক্ষণের টাকা জোগাড় করতে পারেনি পরিবারের লোকজন ৷ সেই কারণেই, গতকাল রাতে সে ঘুমের ওষুধ খেয়ে নেয় বলে দাবি পরিবারের (Student Body Recovered in Haridevpur Police Suspects Suicide due to Career Issue) ৷ পুলিশ মামন দাসের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে বাড়ির লোকজন ডাকাডাকি করলেও দরজা খোলেনি মামন ৷ এর পর ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয় ৷ দেখা যায় মুখ থেকে ফেনা বের হচ্ছে ৷ তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ৷ পুলিশ প্রাথমিক তদন্তে অনুমান করছে, ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে ওই ছাত্রী ৷

পরিবারের তরফে জানানো হয়েছে, মামনের স্বপ্ন ছিল বিমান সেবিকা হওয়ার ৷ পরিবারে আর্থিক অনটনের জেরে বিমান সেবিকার প্রশিক্ষণের খরচ বহন করা কার্যত অসম্ভব হয়ে পড়েছিল ৷ তাই প্রশিক্ষণ নেওয়া শুরু করলেও, মাঝপথে তা ছেড়ে দিতে হয়েছিল হরিদেবপুরের দ্বাদশ শ্রেণির ছাত্রীকে ৷ এরপরই মানসিক অবসাদে চলে গিয়েছিল সে ৷ আর সেই অবসাদের জেরেই মামন আত্মহত্যা করেছে বলে দাবি পরিবারের ৷

তবে, এটাই প্রথম নয় ৷ এর আগেও মামন দাস আত্মহত্যার চেষ্টা করেছিল বলে পুলিশকে জানিয়েছেন তার মা ৷ জানা গিয়েছে, 10 জুলাইয়ের সেই ঘটনায় মামন তার মাকে ভিডিয়ো কল করে ঘুমের ওষুধ খেয়েছিল ৷ এর পর চারদিন হাসপাতালে ভরতি ছিল সে ৷ 13 জুলাই তারিখ ছাড়া পেয়েছিল হাসপাতাল থেকে ৷ এর পর 16 জুলাই ফের ঘুমের ওষুধ খায় মামন দাস ৷ কিন্তু, এ বার আর তাঁকে বাঁচানো যায়নি, আক্ষেপ পরিবারের ৷

আরও পড়ুন:Model died by Suicide: শহরে ফের উঠতি মডেলের রহস্যমৃত্যু, বহুতলে উদ্ধার ঝুলন্ত দেহ

কিন্তু প্রশ্ন উঠছে, এক সপ্তাহ আগেই যখন মামন দাস আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, তখন কেন সতর্ক হল না পরিবার ? এমনকী দ্বিতীয়বার কীভাবে তার কাছে ঘুমের ওষুধ এল ? সেই প্রশ্নেরও জবাব খুঁজছেন তদন্তকারীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.