ETV Bharat / city

লকডাউনের নিয়ম ভেঙে আজ শহরে গ্রেপ্তার 570

author img

By

Published : Apr 25, 2020, 11:51 PM IST

শহরে লকডাউন ভাঙায় গ্রেপ্তার হলেন 570 জন। এদের মধ্যে মাস্ক না পরে রাস্তায় বেরোনোয় গ্রেপ্তার হয়েছেন 120 জন।

570 arrested for breaking lockdown Kolkata
কলকাতায়

কলকাতা, 25 এপ্রিল: লকডাউনের কলকাতায় শহরজুড়ে চলছে নাকা চেকিং। পথে বেরোনো গাড়ি ও বাইকের চালককে জবাবদিহি করতে হচ্ছে, কেন বেরিয়েছে। এইসঙ্গে মাস্ক পরা নিয়েও কড়া প্রশাসন। নিয়ম ভাঙলেই গ্রেপ্তার করা হচ্ছে। কলকাতায় লকডাউনের নিয়ম ভাঙায় আজ গ্রেপ্তার করা হয়েছে 570 জনকে। এদের মধ্যে মাস্ক না পরে রাস্তায় বেরোনোয় গ্রেপ্তার হয়েছে 120 জন। প্রকাশ্যে থুতু ফেলার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে 21 জনকে।

শহরে সংক্রমণ ক্রমশ বাড়ছে। এমত অবস্থায় রাজ্য সরকারের কড়া নির্দেশিকা, মাস্ক না পরে রাস্তায় বেরোলেই গ্রেপ্তার করা হবে। তার পরেও বেশ কিছু মানুষ মাস্ক না পরে বাড়ির বাইরে বেরোচ্ছেন। এক্ষেত্রে আর রেয়াত করা হচ্ছে না। ফলে গত চব্বিশ ঘণ্টায় মাস্ক না পরে রাস্তায় বেরোনোর কারণে গ্রেপ্তার করা হয়েছে 120 জনকে।

এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নাগরিকদের প্রকাশ্যে থুতু ফেলা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। একই কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। থুতু সংক্রমণ দ্রুতু ছড়ায় বলে জানাচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরাও। এরপরই থুতু ফেলা নিয়েও কড়া মনোভাব দেখাচ্ছে কলকাতা পুলিশ। শুরু হয়েছে গ্রেপ্তারি।

আজ প্রকাশ্যে থুতু ফেলার অপরাধে 21 জনকে গ্রেপ্তার করল পুলিশ।

কলকাতা, 25 এপ্রিল: লকডাউনের কলকাতায় শহরজুড়ে চলছে নাকা চেকিং। পথে বেরোনো গাড়ি ও বাইকের চালককে জবাবদিহি করতে হচ্ছে, কেন বেরিয়েছে। এইসঙ্গে মাস্ক পরা নিয়েও কড়া প্রশাসন। নিয়ম ভাঙলেই গ্রেপ্তার করা হচ্ছে। কলকাতায় লকডাউনের নিয়ম ভাঙায় আজ গ্রেপ্তার করা হয়েছে 570 জনকে। এদের মধ্যে মাস্ক না পরে রাস্তায় বেরোনোয় গ্রেপ্তার হয়েছে 120 জন। প্রকাশ্যে থুতু ফেলার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে 21 জনকে।

শহরে সংক্রমণ ক্রমশ বাড়ছে। এমত অবস্থায় রাজ্য সরকারের কড়া নির্দেশিকা, মাস্ক না পরে রাস্তায় বেরোলেই গ্রেপ্তার করা হবে। তার পরেও বেশ কিছু মানুষ মাস্ক না পরে বাড়ির বাইরে বেরোচ্ছেন। এক্ষেত্রে আর রেয়াত করা হচ্ছে না। ফলে গত চব্বিশ ঘণ্টায় মাস্ক না পরে রাস্তায় বেরোনোর কারণে গ্রেপ্তার করা হয়েছে 120 জনকে।

এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নাগরিকদের প্রকাশ্যে থুতু ফেলা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। একই কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। থুতু সংক্রমণ দ্রুতু ছড়ায় বলে জানাচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরাও। এরপরই থুতু ফেলা নিয়েও কড়া মনোভাব দেখাচ্ছে কলকাতা পুলিশ। শুরু হয়েছে গ্রেপ্তারি।

আজ প্রকাশ্যে থুতু ফেলার অপরাধে 21 জনকে গ্রেপ্তার করল পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.