ETV Bharat / city

যদুবাবুর বাজারে যুগ্ম পুলিশ কমিশনার, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সক্রিয় পুলিশ - কলকাতা

কলকাতার বিভিন্ন বাজার চত্বরে চলছে প্রশাসনের কড়া নজরদারি । বাজারগুলিকে স্থানান্তরিত করা হয়েছে স্থানীয় পার্কে । তবু হুঁশ ফেরেনি বাসিন্দাদের ।

Strict surveillance by the police for maintaining social distance
যদুবাবুর বাজারে যুগ্ম পুলিশ কমিশনার
author img

By

Published : Apr 20, 2020, 4:08 PM IST

কলকাতা, 20 এপ্রিল : বাজারে ভিড় নিয়ে মুখ্যমন্ত্রীর অসন্তোষ । সেই সূত্র ধরেই পথে নেমেছে কলকাতা পুলিশ । কলকাতার সবকটি বাজারের গেটে বসানো হয়েছে পুলিশি পাহারা । একসঙ্গে বহু মানুষকে বাজারে ঢুকতে দেওয়া হচ্ছে না অনেক জায়গাতেই । আবার সবজি থেকে মাছ-মাংসের দোকানের সামনে কেটে দেওয়া হয়েছে লক্ষ্মণরেখা । আজ সকালে ভবানীপুরের যদুবাবুর বাজারের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে গেলেন যুগ্ম-কমিশনার অপরাধ মুরলিধর শর্মা এবং ডেপুটি কমিশনার সাউথ মিরাজ খালিদ ।

সামাজিক দূরত্ব রক্ষার ক্ষেত্রে শহরবাসীর মধ্যে যে, এখনও সঠিক সচেতনতা তৈরি হয়নি তা নজরে এসেছে পুলিশকর্তাদের । পুলিশ কর্তারা কর্তব্যরত কর্মীদের বেশ কিছু স্থানীয়দের সচেতনতায় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন বলে খবর ।

ঘিঞ্জি বাজারগুলিকে পার্কে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া আগেই শুরু হয়েছিল । বাগমারি বাজারকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় পার্কে । কারণ সামাজিক দূরত্বের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে সেখানে গা ঘেঁষাঘেষি করে চলছিল জিনিসপত্র কেনা । পুলিশের পক্ষ থেকে বার বার মাইকিংয়ের পরেও সাধারণ মানুষজনকে শোধরানো যায়নি । তার জেরে স্থান পরিবর্তন করা হয় ওই বাজারের । এবার সেই তালিকায় যোগ হেয়েছে শোভাবাজারের নাম । পাশাপাশি নাদিয়াল বাজারকেও সরিয়ে দেওয়া হয়েছে স্থানীয় অপর একটি পার্কে । বন্দর এলাকায় একাধিক বাজারের ক্ষেত্রে এই প্রক্রিয়া শুরু করা হচ্ছে বলে লালবাজার এবং পৌরনিগম সূত্রের খবর ।

পুলিশের পাশাপাশি বাজার নিয়ন্ত্রণ নিয়ে সক্রিয় হয়েছে কলকাতা পৌরনিগম । কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সামাজিক দূরত্ব না মানা হলে বাজার বন্ধ করে দেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন । পুলিশের পক্ষ থেকে আরও বেশি নজরদারি চালানো হচ্ছে বাজার চত্বরগুলিতে ।

কলকাতা, 20 এপ্রিল : বাজারে ভিড় নিয়ে মুখ্যমন্ত্রীর অসন্তোষ । সেই সূত্র ধরেই পথে নেমেছে কলকাতা পুলিশ । কলকাতার সবকটি বাজারের গেটে বসানো হয়েছে পুলিশি পাহারা । একসঙ্গে বহু মানুষকে বাজারে ঢুকতে দেওয়া হচ্ছে না অনেক জায়গাতেই । আবার সবজি থেকে মাছ-মাংসের দোকানের সামনে কেটে দেওয়া হয়েছে লক্ষ্মণরেখা । আজ সকালে ভবানীপুরের যদুবাবুর বাজারের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে গেলেন যুগ্ম-কমিশনার অপরাধ মুরলিধর শর্মা এবং ডেপুটি কমিশনার সাউথ মিরাজ খালিদ ।

সামাজিক দূরত্ব রক্ষার ক্ষেত্রে শহরবাসীর মধ্যে যে, এখনও সঠিক সচেতনতা তৈরি হয়নি তা নজরে এসেছে পুলিশকর্তাদের । পুলিশ কর্তারা কর্তব্যরত কর্মীদের বেশ কিছু স্থানীয়দের সচেতনতায় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন বলে খবর ।

ঘিঞ্জি বাজারগুলিকে পার্কে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া আগেই শুরু হয়েছিল । বাগমারি বাজারকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় পার্কে । কারণ সামাজিক দূরত্বের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে সেখানে গা ঘেঁষাঘেষি করে চলছিল জিনিসপত্র কেনা । পুলিশের পক্ষ থেকে বার বার মাইকিংয়ের পরেও সাধারণ মানুষজনকে শোধরানো যায়নি । তার জেরে স্থান পরিবর্তন করা হয় ওই বাজারের । এবার সেই তালিকায় যোগ হেয়েছে শোভাবাজারের নাম । পাশাপাশি নাদিয়াল বাজারকেও সরিয়ে দেওয়া হয়েছে স্থানীয় অপর একটি পার্কে । বন্দর এলাকায় একাধিক বাজারের ক্ষেত্রে এই প্রক্রিয়া শুরু করা হচ্ছে বলে লালবাজার এবং পৌরনিগম সূত্রের খবর ।

পুলিশের পাশাপাশি বাজার নিয়ন্ত্রণ নিয়ে সক্রিয় হয়েছে কলকাতা পৌরনিগম । কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সামাজিক দূরত্ব না মানা হলে বাজার বন্ধ করে দেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন । পুলিশের পক্ষ থেকে আরও বেশি নজরদারি চালানো হচ্ছে বাজার চত্বরগুলিতে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.