কলকাতা, 12 এপ্রিল : পথকুকুরদের নির্বীজকরণ এবং টিকাকরণ করতে উদ্যোগ নিল কলকাতা পৌরনিগম (Stray Dog Sterilisation by Health Department of KMC) ৷ তবে, তার আগে কলকাতার 144টি ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে বিশেষ সেমিনারের আয়োজন করা হচ্ছে ৷ যার মূল উদ্দেশ্য প্রতিটি ওয়ার্ডের নাগরিকদের এবং পশুপ্রেমীদের নির্বীজকরণের প্রয়োজনীয়তা সম্পর্কে বোঝানো ৷ যাতে নির্বীজকরণ প্রক্রিয়া চলাকালীন কোনও সমস্যা তৈরি না হয় ৷
পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে, আগামী মে মাসের প্রথম সপ্তাহ থেকে পথকুকুরদের নির্বীজকরণ ও টিকাকরণ করানো হবে ৷ যে কাজ করতে গেলে পশুপ্রেমী এবং পশুপ্রেমী সংস্থাগুলির তরফে বাধা আসতে পারে বলে মনে করছে পৌরনিগম ৷ তাই প্রতিটি ওয়ার্ডের নাগরিকদের বিষয়টির প্রয়োজনীয়তা বোঝাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে ৷ মে মাসেই কলকাতার প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর এবং বরো চেয়ারম্যানদের নিয়ে একটি সেমিনারের আয়োজন করেছে স্বাস্থ্য বিভাগ ৷ যে সেমিনারে মেয়র পারিষদরাও উপস্থিত থাকবেন ৷ সেখানে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে, কীভাবে নাগরিকদের পুরো বিষয়টি বোঝাতে হবে ? তা নিয়ে ৷ এর জন্য ওয়ার্ড পিছু 8 হজার টাকা করে বরাদ্দ করা হয়েছে ৷
প্রসঙ্গত, পৌরনিগমের তরফে জানানো হয়েছে, কয়েক বছর আগে স্বাস্থ্যবিভাগের তরফে পথকুকুরদের নির্বীজকরণ করানোর উদ্যোগ নেওয়া হয়েছিল ৷ সেই সময় যাদবপুর এলাকায় নির্বীজকরণের পর বেশ কয়েকটি কুকুর অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায় ৷ যার পরে কলকাতা পৌরনিগমের নির্বীজকরণ প্রক্রিয়ার বিরুদ্ধে আন্দোলন করে পশুপ্রেমী সংগঠনগুলি ৷ দেখা যায়, বেশ কিছু গলদ ছিল সেই সময় ৷ আর সেখানে অধিকাংশটাই অর্থের অভাবে ৷
আরও পড়ুন : জলাতঙ্ক রোধে মালদায় পথ কুকুরদের টিকাকরণ ও নির্বীজকরণ
কিন্তু, এবার কেন্দ্র ও রাজ্যের থেকে নির্বীজকরণের জন্য মোটা অঙ্কের টাকা বরাদ্দ করা হয়েছে ৷ তাই সবরকম প্রস্তুতি নিয়ে পৌরনিগম আসরে নামতে চাইছে ৷ পাশাপাশি, আগের ভুল যাতে আর না হয়,সেদিকেও নজর দেওয়া হবে ৷ পশুপ্রেমী ও অন্যান্য নাগরিকদের আশ্বস্ত করা হবে যে, এই নির্বীজকরণ প্রক্রিয়া সম্পূর্ণ নিয়ম মেনে এবং সুরক্ষার সঙ্গে করা হবে ৷ মে মাস থেকে শুরু হয়ে বছরের শেষের দিকে পথকুকুরদের নির্বীজকরণ এবং টিকাকরণ প্রক্রিয়া শুরু হবে ৷