ETV Bharat / city

Al Qaeda Terrorist ইমামের ছদ্মবেশে আল কায়দার সংগঠন বৃদ্ধিই লক্ষ্য ছিল ধৃত রাকিবের

সম্প্রতি উত্তর 24 পরগনার খড়িবাড়ি থেকে দু’জন আল কায়দা জঙ্গিকে (Al Qaeda Terrorist) গ্রেফতার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ (STF) ৷ আব্দুর রাকিব তাদের মধ্যেই একজন ৷ সে ইমামের (Imam) ছদ্মবেশে আল কায়দার সংগঠন বৃদ্ধির কাজ করত বলে এসটিএফ সূত্রে জানা গিয়েছে ৷

stf-sources-says-abdur-rakib-works-as-imam-to-strengthen-al-qaeda-terror-network-in-west-bengal
Al Qaeda Terrorist ইমামের ছদ্মবেশে আল কায়দার সংগঠন বৃদ্ধিই লক্ষ্য ছিল ধৃত রাকিবের
author img

By

Published : Aug 22, 2022, 4:08 PM IST

কলকাতা, 22 অগস্ট : জেরা যত এগোচ্ছে, ততই নতুন তথ্য উঠে আসছে আল কায়দা (Al Qaeda) জঙ্গি গ্রেফতারের ঘটনায় ৷ যে দু’জন ধরা পড়েছে, তাদের মধ্যে আব্দুর রাকিব বাংলার দু’টি মসজিদে ইমাম (Imam) হিসেবে কাজ করত ৷ জেরায় এমনই তথ্য উঠে এসেছে বলে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফের (STF) সূত্রে জানা গিয়েছে ৷

কিন্তু কেন সে এই কাজ করত ? এসটিএফ সূত্রে খবর, বাংলায় আল কায়দার জঙ্গি মডিউলকে (Terrorist Module) আরও শক্তিশালী করতেই সে এই দায়িত্ব নিয়েছিল ৷ তবে এর সঙ্গে সে আরও একাধিক কাজ করেছে ৷ কখনও গাড়ির ব্যবসা করেছে ৷ আবার কখনও শিক্ষকতা করেছে ৷ কিন্তু প্রতিক্ষেত্রেই তার উদ্দেশ্য ছিল জঙ্গি কার্যকলাপকে আরও শক্তিশালী করা ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, সম্প্রতি রাকিব ও কাজি এহসান নামে দু’জনকে গ্রেফতার করেছে এসটিএফ ৷ দু’জনেই আল কায়দা জঙ্গি বলে অভিযোগ ৷ আপাতত তারা এসটিএফের হেফাজতেই রয়েছে ৷ একদিকে তাঁদের জেরা পর্ব যেমন চলছে, তেমনই চলছে তাদের নিয়ে তল্লাশি অভিযান ৷

সূত্রের খবর, জেরায় প্রতিদিনই নানা তথ্য উঠে আসছে ৷ এখনও পর্যন্ত এসটিএফ জানতে পেরেছে যে প্রাথমিকভাবে এলাকা চিহ্নিত করার কাজ করত রাকিব ৷ তাছাড়া সংশ্লিষ্ট এলাকায় বেকার যুবক-যুবতীদেরও চিহ্নিত করার কাজও করত সে ৷ তার পর ওই যুবক-যুবতীদের মগজ ধোলাইয়ের কাজ করত ৷ তাদের মনে সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্বেষের বীজ বপন করতে সে ৷

এসটিএফ সূত্রে জানা গিয়েছে, জেরায় গোয়েন্দাদের ধৃত আব্দুর রাকিব জানিয়েছেন যে তিনি বাংলাদেশ থেকে একাধিক জঙ্গিকে এই বাংলায় ঢুকিয়েছেন । কিন্তু তারা এই রাজ্যের কোন কোন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বা আত্মগোপন করে রয়েছে, তার সঠিক তথ্য এখনও পাননি গোয়েন্দারা ।

ফলে এখন ওই জঙ্গিদের খোঁজার কাজ শুরু করেছেন গোয়েন্দারা ৷ তাছাড়া ইমাম হিসেবে আব্দুর রাকিব মূলত কার কার সঙ্গে যোগাযোগ রাখত, এই প্রশ্নেরও উত্তর খুঁজছেন এসটিএফের গোয়েন্দারা ৷

আরও পড়ুন : বাংলার যুবকদের জেহাদি ভাবধারায় প্রভাবিত করাই প্রধান কাজ ছিল ধৃত আল কায়দা জঙ্গি রাকিবের

কলকাতা, 22 অগস্ট : জেরা যত এগোচ্ছে, ততই নতুন তথ্য উঠে আসছে আল কায়দা (Al Qaeda) জঙ্গি গ্রেফতারের ঘটনায় ৷ যে দু’জন ধরা পড়েছে, তাদের মধ্যে আব্দুর রাকিব বাংলার দু’টি মসজিদে ইমাম (Imam) হিসেবে কাজ করত ৷ জেরায় এমনই তথ্য উঠে এসেছে বলে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফের (STF) সূত্রে জানা গিয়েছে ৷

কিন্তু কেন সে এই কাজ করত ? এসটিএফ সূত্রে খবর, বাংলায় আল কায়দার জঙ্গি মডিউলকে (Terrorist Module) আরও শক্তিশালী করতেই সে এই দায়িত্ব নিয়েছিল ৷ তবে এর সঙ্গে সে আরও একাধিক কাজ করেছে ৷ কখনও গাড়ির ব্যবসা করেছে ৷ আবার কখনও শিক্ষকতা করেছে ৷ কিন্তু প্রতিক্ষেত্রেই তার উদ্দেশ্য ছিল জঙ্গি কার্যকলাপকে আরও শক্তিশালী করা ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, সম্প্রতি রাকিব ও কাজি এহসান নামে দু’জনকে গ্রেফতার করেছে এসটিএফ ৷ দু’জনেই আল কায়দা জঙ্গি বলে অভিযোগ ৷ আপাতত তারা এসটিএফের হেফাজতেই রয়েছে ৷ একদিকে তাঁদের জেরা পর্ব যেমন চলছে, তেমনই চলছে তাদের নিয়ে তল্লাশি অভিযান ৷

সূত্রের খবর, জেরায় প্রতিদিনই নানা তথ্য উঠে আসছে ৷ এখনও পর্যন্ত এসটিএফ জানতে পেরেছে যে প্রাথমিকভাবে এলাকা চিহ্নিত করার কাজ করত রাকিব ৷ তাছাড়া সংশ্লিষ্ট এলাকায় বেকার যুবক-যুবতীদেরও চিহ্নিত করার কাজও করত সে ৷ তার পর ওই যুবক-যুবতীদের মগজ ধোলাইয়ের কাজ করত ৷ তাদের মনে সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্বেষের বীজ বপন করতে সে ৷

এসটিএফ সূত্রে জানা গিয়েছে, জেরায় গোয়েন্দাদের ধৃত আব্দুর রাকিব জানিয়েছেন যে তিনি বাংলাদেশ থেকে একাধিক জঙ্গিকে এই বাংলায় ঢুকিয়েছেন । কিন্তু তারা এই রাজ্যের কোন কোন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বা আত্মগোপন করে রয়েছে, তার সঠিক তথ্য এখনও পাননি গোয়েন্দারা ।

ফলে এখন ওই জঙ্গিদের খোঁজার কাজ শুরু করেছেন গোয়েন্দারা ৷ তাছাড়া ইমাম হিসেবে আব্দুর রাকিব মূলত কার কার সঙ্গে যোগাযোগ রাখত, এই প্রশ্নেরও উত্তর খুঁজছেন এসটিএফের গোয়েন্দারা ৷

আরও পড়ুন : বাংলার যুবকদের জেহাদি ভাবধারায় প্রভাবিত করাই প্রধান কাজ ছিল ধৃত আল কায়দা জঙ্গি রাকিবের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.