ETV Bharat / city

STF Arrests 2 Terrorists: আল কায়দা যোগের অভিযোগে এসটিএফের জালে ডায়মন্ড হারবারের দুই যুবক - ডায়মন্ড হারবার

জঙ্গিযোগের অভিযোগে গ্রেফতার ডায়মন্ড হারবারের (Diamond Harbour) দুই যুবক ৷ তাদের একজনকে মুম্বই থেকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ (STF) ৷ এই অভিযানে এসটিএফকে সাহায্য করেছে মুম্বই পুলিশের এটিএস (Mumbai ATS) ৷ আর একজনকে গ্রেফতার করা হয় ডায়মন্ড হারবার থেকে ৷

STF nabs two diamond harbour youth linked to Militancy from Mumbai
STF Arrests 2 Terrorists: জঙ্গিযোগের অভিযোগে মুম্বইয়ে এসটিএফের জালে ডায়মন্ড হারবারের দুই যুবক
author img

By

Published : Sep 3, 2022, 4:17 PM IST

Updated : Sep 3, 2022, 5:00 PM IST

কলকাতা, 3 সেপ্টেম্বর : আল কায়দার হয়ে জঙ্গি কার্যকলাপ (Terrorist Activates) এবং নাশকতা মূলক কাজের অভিযোগে ডায়মন্ড হারবারের (Diamond Harbour) দুই বাসিন্দাকে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (Special Task Force) গোয়েন্দারা । একজনকে গ্রেফতার করা হয়েছে ডায়মন্ড হারবার থেকে ৷ দ্বিতীয়জনকে গ্রেফতার করা হয়েছে মুম্বই থেকে ৷ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগকে এক্ষেত্রে সাহায্য করেছেন মুম্বই পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড বা এটিএসের (Mumbai ATS) গোয়েন্দারা । ধৃতদের নাম সাদ্দাম হোসেন এবং সমীর হোসেন । ভবানী ভবন সূত্রের খবর, তাদের আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হচ্ছে ৷

এসটিএফ (STF) সূত্রে খবর, ধৃত সমীর হোসেন এবং সাদ্দাম হোসেনের বিরুদ্ধে একাধিক জায়গায় আল কায়দার হয়ে জঙ্গি নাশকতামূলক কর্মকাণ্ড এবং জঙ্গি সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত থাকার অভিযোগ রয়েছে । দীর্ঘদিন ধরেই এই সমীর হোসেন এবং সাদ্দাম হোসেন ভারতের একাধিক রাজ্যে আত্মগোপন করে থাকছিল এবং ভিন্ন ভিন্ন পরিচয়ে তারা আত্মগোপন করেছিল ।

এসটিএফের সূত্র জানাচ্ছে যে ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ জানতে পারে সমীর এবং সাদ্দামের মধ্যে একজন মুম্বইয়ে রয়েছে । গোয়েন্দা বিভাগের তরফে সরাসরি যোগাযোগ করা হয় মুম্বই এটিএসের গোয়েন্দাদের সঙ্গে । এরপর যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এটিএস । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ টাকা ল্যাপটপ, ফোন, ফোনের সিম কার্ড-সহ একাধিক সামগ্রী । অন্য একজনকে ডায়মন্ড হারবার থেকে গ্রেফতার করা হয় ৷

ধৃত সমীর এবং সাদ্দাম একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে ওতোপ্রতোভাবে যুক্ত রয়েছে । রাজ্যের একাধিক জায়গায় বিভিন্ন থানায় সমীর এবং সাদ্দাম হোসেনের নামে লিখিত অভিযোগ রয়েছে বলে ভবানী ভবন সূত্রের খবর । ধৃতকে লাগাতার জেরা করা প্রয়োজন রয়েছে ।

আরও পড়ুন : ইমামের ছদ্মবেশে আল কায়দার সংগঠন বৃদ্ধিই লক্ষ্য ছিল ধৃত রাকিবের

কলকাতা, 3 সেপ্টেম্বর : আল কায়দার হয়ে জঙ্গি কার্যকলাপ (Terrorist Activates) এবং নাশকতা মূলক কাজের অভিযোগে ডায়মন্ড হারবারের (Diamond Harbour) দুই বাসিন্দাকে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (Special Task Force) গোয়েন্দারা । একজনকে গ্রেফতার করা হয়েছে ডায়মন্ড হারবার থেকে ৷ দ্বিতীয়জনকে গ্রেফতার করা হয়েছে মুম্বই থেকে ৷ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগকে এক্ষেত্রে সাহায্য করেছেন মুম্বই পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড বা এটিএসের (Mumbai ATS) গোয়েন্দারা । ধৃতদের নাম সাদ্দাম হোসেন এবং সমীর হোসেন । ভবানী ভবন সূত্রের খবর, তাদের আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হচ্ছে ৷

এসটিএফ (STF) সূত্রে খবর, ধৃত সমীর হোসেন এবং সাদ্দাম হোসেনের বিরুদ্ধে একাধিক জায়গায় আল কায়দার হয়ে জঙ্গি নাশকতামূলক কর্মকাণ্ড এবং জঙ্গি সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত থাকার অভিযোগ রয়েছে । দীর্ঘদিন ধরেই এই সমীর হোসেন এবং সাদ্দাম হোসেন ভারতের একাধিক রাজ্যে আত্মগোপন করে থাকছিল এবং ভিন্ন ভিন্ন পরিচয়ে তারা আত্মগোপন করেছিল ।

এসটিএফের সূত্র জানাচ্ছে যে ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ জানতে পারে সমীর এবং সাদ্দামের মধ্যে একজন মুম্বইয়ে রয়েছে । গোয়েন্দা বিভাগের তরফে সরাসরি যোগাযোগ করা হয় মুম্বই এটিএসের গোয়েন্দাদের সঙ্গে । এরপর যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এটিএস । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ টাকা ল্যাপটপ, ফোন, ফোনের সিম কার্ড-সহ একাধিক সামগ্রী । অন্য একজনকে ডায়মন্ড হারবার থেকে গ্রেফতার করা হয় ৷

ধৃত সমীর এবং সাদ্দাম একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে ওতোপ্রতোভাবে যুক্ত রয়েছে । রাজ্যের একাধিক জায়গায় বিভিন্ন থানায় সমীর এবং সাদ্দাম হোসেনের নামে লিখিত অভিযোগ রয়েছে বলে ভবানী ভবন সূত্রের খবর । ধৃতকে লাগাতার জেরা করা প্রয়োজন রয়েছে ।

আরও পড়ুন : ইমামের ছদ্মবেশে আল কায়দার সংগঠন বৃদ্ধিই লক্ষ্য ছিল ধৃত রাকিবের

Last Updated : Sep 3, 2022, 5:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.