ETV Bharat / city

Feeder Service for Kolkata Metro Railway: মেট্রো পরিষেবাকে আরও পোক্ত করতে 'ফিডার সার্ভিস' দেবে পরিবহণ দফতর - ফিরহাদ হাকিম

কলকাতায় মেট্রো রেলকে (Kolkata Metro Railway) কেন্দ্র করে গড়ে তোলা হবে নতুন 'ফিডার সার্ভিস' (Feeder Service) ৷ জানালেন রাজ্য পরিবহণ দফতরের (State Transport Department) মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷

State Transport Department will provide Feeder Service for Kolkata Metro Railway
Feeder Service for Kolkata Metro Railway: মেট্রো পরিষেবাকে আরও পোক্ত করতে 'ফিডার সার্ভিস' দেবে পরিবহণ দফতর
author img

By

Published : Jun 25, 2022, 8:55 PM IST

কলকাতা, 25 জুন: আগামিদিনে মেট্রো রেলই (Kolkata Metro Railway) হবে শহর কলকাতার 'লাইফ লাইন' ! মেট্রোয় চড়েই সবথেকে বেশি মানুষ পৌঁছে যাবেন তাঁদের রোজের গন্তব্যে ৷ তাই যাত্রীরা যাতে সহজেই যেকোনও মেট্রো স্টেশনে পৌঁছে যান এবং সেখান থেকে শহরের অন্যান্য অংশেও যেতে পারেন, তা নিশ্চিত করতে 'ফিডার সার্ভিস' (Feeder Service) চালু করবে রাজ্য পরিবহণ দফতর (State Transport Department) ৷ শনিবার একথা জানিয়েছেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷

'টক টু মেয়র'-এ ফোন করে সম্প্রতি এক ব্যক্তি ফিরহাদ হাকিমের কাছে একটি অভিযোগ জানান ৷ পশ্চিম পুটিয়ারির বাসিন্দা ওই ব্যক্তি জানান, তাঁর এলাকায় মেট্রো পরিষেবা থাকলেও মেট্রো স্টেশনগুলিতে যাতায়াত করা কঠিন ৷ কারণ, তার জন্য প্রয়োজনী অন্য কোনও যানচলাচলের ব্যবস্থা নেই ৷

কলকাতা মেট্রোকে কেন্দ্র করেই চলবে অটো, বাস ৷

আরও পড়ুন: Kolkata Municipal Corporation: নয়া ওয়েবসাইট তৈরির আগে শহরবাসীর পরামর্শ চাইল কলকাতা পৌরনিগম

এরই প্রেক্ষিতে ফিরহাদ জানান, আগামিদিনে মেট্রোকেন্দ্রিক একাধিক বাস ও অটোর রুট তৈরি করা হবে ৷ সেগুলি দৈর্ঘ্য়ে ছোট হতে পারে ৷ কিন্তু, সেই রুটে সহজেই মেট্রো স্টেশনগুলি থেকে যাতায়াত করা যাবে ৷

একইসঙ্গে পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, যে হারে কলকাতায় গাড়ির সংখ্য়া বাড়ছে, তাতে ভবিষ্যতে যানজট বাড়বে ৷ তা সামলাতে এখন থেকেই ব্যবস্থা নিতে চাইছে রাজ্য পরিবহণ দফতর ৷ সেক্ষেত্রে মেট্রো রুটে যাতায়াত বাড়লে সড়কের উপর চাপ অনেকটাই কমবে ৷ ফিরহাদ জানিয়েছেন, রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্য়ায় এমনই পরিকল্পনা করেছিলেন ৷ সেই ভাবনা সামনে রেখেই কাজ করছে রাজ্য পরিবহণ দফতর ৷ একইসঙ্গে, মেয়র জানিয়েছেন, দূষণ রুখতে ভবিষ্যতে সমস্ত পুরনো সরকারি বাস তুলে নেওয়া হবে ৷ বদলে চালু করা ইলেক্ট্রিক বাস ৷

কলকাতা, 25 জুন: আগামিদিনে মেট্রো রেলই (Kolkata Metro Railway) হবে শহর কলকাতার 'লাইফ লাইন' ! মেট্রোয় চড়েই সবথেকে বেশি মানুষ পৌঁছে যাবেন তাঁদের রোজের গন্তব্যে ৷ তাই যাত্রীরা যাতে সহজেই যেকোনও মেট্রো স্টেশনে পৌঁছে যান এবং সেখান থেকে শহরের অন্যান্য অংশেও যেতে পারেন, তা নিশ্চিত করতে 'ফিডার সার্ভিস' (Feeder Service) চালু করবে রাজ্য পরিবহণ দফতর (State Transport Department) ৷ শনিবার একথা জানিয়েছেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷

'টক টু মেয়র'-এ ফোন করে সম্প্রতি এক ব্যক্তি ফিরহাদ হাকিমের কাছে একটি অভিযোগ জানান ৷ পশ্চিম পুটিয়ারির বাসিন্দা ওই ব্যক্তি জানান, তাঁর এলাকায় মেট্রো পরিষেবা থাকলেও মেট্রো স্টেশনগুলিতে যাতায়াত করা কঠিন ৷ কারণ, তার জন্য প্রয়োজনী অন্য কোনও যানচলাচলের ব্যবস্থা নেই ৷

কলকাতা মেট্রোকে কেন্দ্র করেই চলবে অটো, বাস ৷

আরও পড়ুন: Kolkata Municipal Corporation: নয়া ওয়েবসাইট তৈরির আগে শহরবাসীর পরামর্শ চাইল কলকাতা পৌরনিগম

এরই প্রেক্ষিতে ফিরহাদ জানান, আগামিদিনে মেট্রোকেন্দ্রিক একাধিক বাস ও অটোর রুট তৈরি করা হবে ৷ সেগুলি দৈর্ঘ্য়ে ছোট হতে পারে ৷ কিন্তু, সেই রুটে সহজেই মেট্রো স্টেশনগুলি থেকে যাতায়াত করা যাবে ৷

একইসঙ্গে পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, যে হারে কলকাতায় গাড়ির সংখ্য়া বাড়ছে, তাতে ভবিষ্যতে যানজট বাড়বে ৷ তা সামলাতে এখন থেকেই ব্যবস্থা নিতে চাইছে রাজ্য পরিবহণ দফতর ৷ সেক্ষেত্রে মেট্রো রুটে যাতায়াত বাড়লে সড়কের উপর চাপ অনেকটাই কমবে ৷ ফিরহাদ জানিয়েছেন, রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্য়ায় এমনই পরিকল্পনা করেছিলেন ৷ সেই ভাবনা সামনে রেখেই কাজ করছে রাজ্য পরিবহণ দফতর ৷ একইসঙ্গে, মেয়র জানিয়েছেন, দূষণ রুখতে ভবিষ্যতে সমস্ত পুরনো সরকারি বাস তুলে নেওয়া হবে ৷ বদলে চালু করা ইলেক্ট্রিক বাস ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.