ETV Bharat / city

3 বেসরকারি হাসপাতালে MD কোর্স পড়ানোর অনুমতি নেই, হাইকোর্টে জানাল রাজ্য

মেডিকেল কাউন্সিল ও রাজ্যের অনুমতি ছাড়া ইমারজেন্সি মেডিসিনে কি করে পড়ানো হচ্ছে MD কোর্স? বিস্ময় প্রকাশ কলকাতা হাইকোর্ট । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ অবিলম্বে যাতে এটা বন্ধ হয় তার মৌখিক নির্দেশ দিয়েছে ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Aug 10, 2019, 12:54 PM IST

কলকাতা, 10 অগাস্ট : মেডিকেল কাউন্সিল ও রাজ্যের অনুমতি ছাড়া ইমারজেন্সি মেডিসিনে কি করে পড়ানো হচ্ছে MD কোর্স? বিস্ময় প্রকাশ কলকাতা হাইকোর্ট । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ অবিলম্বে যাতে এটা বন্ধ হয় তার মৌখিক নির্দেশ দিয়েছে । বাইপাসের ধারের দুটি এবং দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ইমারজেন্সি মেডিসিনে পড়ানো হচ্ছিল MD কোর্স ।

মামলাকারীর তরফে আইনজীবী দেবাশিস সাহা জানান, মেডিকা, পিয়ারলেস ও দুর্গাপুর মিশন হাসপাতালে বেআইনিভাবে কোনও স্বীকৃতি ছাড়া পড়ানো হচ্ছে ইমারজেন্সি মেডিসিনে MD কোর্স । এই অভিযোগে 2017 সালে হিউম্যান প্রোটেকশন অ্যান্ড অ্যাওয়ারনেস অরগানাইজেশন নামে একটি সংগঠন কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মেডিকেল কাউন্সিল, রাজ্য সরকার ও ওই তিন হাসপাতালের কাছে হলফনামা চেয়ে পাঠায় । গতকাল আদালতে হলফনামা জমা দেয় মেডিকেল কাউন্সিল, রাজ্য সরকার । পিয়ারলেস ছাড়া হলফনামা জমা দেয় বাকি দুটি হাসপাতাল । মেডিকেল কাউন্সিল ও রাজ্য সরকার জানায়, MD কোর্স পড়ানোর জন্য ওই তিন হাসপাতালের কোনও অনুমতি ছিল না ।

যদিও মামলার শুনানিতে তিন হাসপাতালের তরফে আইনজীবী বলেন, " ইমারজেন্সি মেডিসিন একটা সম্পূর্ণ নতুন বিষয় । তাই অত্যাধুনিক পদ্ধতিতে অন্য দেশ থেকে ডাক্তার এনে ছাত্র-ছাত্রীদের পড়ানো হচ্ছে। এতে চিকিৎসা পরিষেবার উন্নতি হবে ।"

যেহেতু পিয়ারলেস হাসপাতাল এখনও তাদের বক্তব্য জানায়নি, সেই জন্য গতকাল কোনও নির্দেশ দেয়নি হাইকোর্ট । আগামী 16 অগাস্ট পিয়ারলেসকে হলফনামা জমা দিয়ে তাদের বক্তব্য জানাতে বলেছে প্রধানবিচারপতির বেঞ্চ । ওই দিনই মামলার পরবর্তী শুনানি ।

কলকাতা, 10 অগাস্ট : মেডিকেল কাউন্সিল ও রাজ্যের অনুমতি ছাড়া ইমারজেন্সি মেডিসিনে কি করে পড়ানো হচ্ছে MD কোর্স? বিস্ময় প্রকাশ কলকাতা হাইকোর্ট । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ অবিলম্বে যাতে এটা বন্ধ হয় তার মৌখিক নির্দেশ দিয়েছে । বাইপাসের ধারের দুটি এবং দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ইমারজেন্সি মেডিসিনে পড়ানো হচ্ছিল MD কোর্স ।

মামলাকারীর তরফে আইনজীবী দেবাশিস সাহা জানান, মেডিকা, পিয়ারলেস ও দুর্গাপুর মিশন হাসপাতালে বেআইনিভাবে কোনও স্বীকৃতি ছাড়া পড়ানো হচ্ছে ইমারজেন্সি মেডিসিনে MD কোর্স । এই অভিযোগে 2017 সালে হিউম্যান প্রোটেকশন অ্যান্ড অ্যাওয়ারনেস অরগানাইজেশন নামে একটি সংগঠন কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মেডিকেল কাউন্সিল, রাজ্য সরকার ও ওই তিন হাসপাতালের কাছে হলফনামা চেয়ে পাঠায় । গতকাল আদালতে হলফনামা জমা দেয় মেডিকেল কাউন্সিল, রাজ্য সরকার । পিয়ারলেস ছাড়া হলফনামা জমা দেয় বাকি দুটি হাসপাতাল । মেডিকেল কাউন্সিল ও রাজ্য সরকার জানায়, MD কোর্স পড়ানোর জন্য ওই তিন হাসপাতালের কোনও অনুমতি ছিল না ।

যদিও মামলার শুনানিতে তিন হাসপাতালের তরফে আইনজীবী বলেন, " ইমারজেন্সি মেডিসিন একটা সম্পূর্ণ নতুন বিষয় । তাই অত্যাধুনিক পদ্ধতিতে অন্য দেশ থেকে ডাক্তার এনে ছাত্র-ছাত্রীদের পড়ানো হচ্ছে। এতে চিকিৎসা পরিষেবার উন্নতি হবে ।"

যেহেতু পিয়ারলেস হাসপাতাল এখনও তাদের বক্তব্য জানায়নি, সেই জন্য গতকাল কোনও নির্দেশ দেয়নি হাইকোর্ট । আগামী 16 অগাস্ট পিয়ারলেসকে হলফনামা জমা দিয়ে তাদের বক্তব্য জানাতে বলেছে প্রধানবিচারপতির বেঞ্চ । ওই দিনই মামলার পরবর্তী শুনানি ।

Intro:মেডিক্যাল কাউন্সিলের অনুমতি ছাড়াই পড়ানো হচ্ছিলো MD কোর্স Body:
মানস নস্কর---

মেডিক্যাল কাউন্সিলের অনুমতি ছাড়াই ইমারজেন্সি মেডিসিনে পড়ানো হচ্ছিলো MD কোর্স, বিস্ময় প্রকাশ হাইকোর্টের

কলকাতা ৯ অগাস্ট ঃ
মেডিক্যাল কাউন্সিল ও রাজ্যের কোনো অনুমতি ছাড়াই এমারজেন্সি মেডিসিনে কি করে পড়ানো হচ্ছে MD কোর্স। বিস্ময় প্রকাশ করলো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এবং অবিলম্বে যাতে এটা বন্ধ হয় তার মৌখিক নির্দেশ ও দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বাইপাসের ধারে দুটি এবং দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ইমারজেন্সি মেডিসিনে পড়ানো হচ্ছিলো MD কোর্স।

মামলাকারীর তরফে আইনজীবী দেবাশিস সাহা জানালেন, বাইপাসের মেডিকা, পিয়ারলেস ও দুর্গাপুর মিশন হাসপাতালে বেয়াইনি ভাবে কোনো স্বীকৃতি ছাড়াই পড়ানো হচ্ছে এমারজেন্সি মেডিসিনে এমডি কোর্স এই অভিযোগে গত ২০১৭ সালে Human protection &awareness organisation নামে একটি সংগঠন কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেছিলেন।
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মেডিক্যাল কাউন্সিল ও রাজ্যের কাছে হলফনামা চেয়েছিলো এই ব্যাপারে ঐ হাসপাতাল গুলোর কোনো অনুমতি ছিল কিনা।কিন্ত আজ মেডিক্যাল কাউন্সিল ও রাজ্য সরকার জানায় কোনো অনুমতি ছিল না।যদিও মামলার শুনানিতে ঐ হাসপাতালের তরফে আইনজীবী জানান, " ইমারজেন্সি মেডিসিন একটা সম্পূর্ণ নতুন বিষয়। তাই অত্যাধুনিক পদ্ধতিতে বিভিন্ম বিদেশী ডাক্তার দেরকে এনে ছাত্রছাত্রীদেরকে পড়ানো হচ্ছে।"


ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে দুটি হাসপাতাল তাদের বক্তব্য জানিয়েছে কিন্ত পিয়ারলেস হাসপাতাল এখনো তাদের বক্তব্য জানাই নি। সেই জন্য আগামী ১৬ অগাস্ট তাদেরকে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাতে বলেছে হাইকোর্ট। ঐ দিনই মামলার পরবর্তী শুনানি।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.