কলকাতা, 6 জুলাই: রাষ্ট্রপতি নির্বাচনের আবহে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ৷ নবান্নের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আদিবাসীদের 'নিজস্ব ধর্ম'কে এবার আইনি স্বীকৃতি দেওয়া হবে ৷ সেই লক্ষ্য পূরণ করতে বিধানসভায় এই সংক্রান্ত একটি বিল আনা হবে ৷ যা রাজ্য বিধানসভায় অনুমোদনের পর পাঠানো হবে কেন্দ্রের কাছে ৷ এই বিলের মাধ্যমেই আদিবাসীদের নিজস্ব ধর্মকে আইনি স্বীকৃতি দিতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার ৷ সম্প্রতি আদিবাসী সমাজ তাদের নিজস্ব ধর্মের স্বীকৃতির দাবিতে সরব হয়েছে ৷ তাদের বক্তব্য, আদিবাসীদের প্রকৃত ধর্ম হল, 'সারনা' (Sarna Religion) ৷ কিন্তু, দেশ স্বাধীন হওয়ার সাত দশক পরও এই ধর্মকে আইনত স্বীকৃতি দেওয়া হয়নি ৷
ভারতের বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর মধ্যে ধর্মাচরণের রীতিতে কিছু ফারাক আছে ৷ তবে মূলত তারা সকলেই প্রকৃতির পূজারী ৷ আদিবাসী সমাজের প্রতিনিধিরা বলছেন, আগে জনগণনার সময়ে তাঁরা নিজেদের ধর্ম উল্লেখ করার সুযোগ পেতেন ৷ কিন্তু, স্বাধীনতার পর থেকে শুধুমাত্র হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ ইত্যাদি প্রধান ধর্মগুলির মধ্যেই একটিকে বেছে নিতে বাধ্য হন তাঁরা ৷ আর সেই কারণেই নিজস্ব ধর্মের স্বীকৃতি চাইছেন আদিবাসীরা ৷ বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক ছিল ৷ সেই বৈঠকেই স্থির করা হয়, আদিবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে তাঁদের নিজস্ব ধর্মকে স্বীকৃতি দেওয়া হবে ৷ বিধানসভার পরবর্তী অধিবেশনে সারনা ধর্মের স্বীকৃতি সংক্রান্ত একটি প্রস্তাব আনা হবে ৷ তারপর কেন্দ্রের কাছে পাঠানো হবে এই প্রস্তাব ৷
আরও পড়ুন: Mamata Banerjee Security: মমতার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মন্ত্রীরা, সরছেন বিবেক সহায়
যদিও রাজ্য সরকারের এই পদক্ষেপের পিছনেও পরিকল্পিত রাজনীতি দেখছে বিরোধীরা ৷ প্রধান বিরোধী দল বিজেপি মনে করছে, যেহেতু রাষ্ট্রপতি নির্বাচনে তারা একজন আদিবাসী প্রার্থীকে দাঁড় করিয়েছে, তাতে ব্যাকফুটে চলে গিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ সেই ধাক্কা সামলাতেই রাজ্য সরকার সারনা ধর্মকে আইনি স্বীকৃতি দিতে চাইছে বলে মত গেরুয়া শিবিরের ৷
এদিকে, বুধবার মন্ত্রিসভায় প্রস্তাব পাশ হয়েছে যে চৌধুরী, বৈরাগ্য এবং বৈষ্ণব, এই তিনটি পদবীকে ওবিসিভুক্ত (অন্য়ান্য অনগ্রসর শ্রেণি) করা হবে ৷ শিক্ষা ও চাকরিতে সংরক্ষণের সুযোগ পাবেন এই পদবীধারীরা ৷ প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটের আগে বিজেপি সভাপতি জে পি নাড্ডা বলে গিয়েছিলেন, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে মাহিষ্য, তিলি ইত্যাদি অনগ্রসর হিন্দু জনগোষ্ঠীকে ওবিসি তালিকার আওতায় এনে সংরক্ষণের সুবিধা দেওয়া হবে ৷