ETV Bharat / city

পথে নামছে আরও 400টি বাস

author img

By

Published : Jun 12, 2020, 11:05 PM IST

পথে নামছে চারশোটি অতিরিক্ত সরকারি বাস । সামাজিক দূরত্ব বজায় রাখতে ও যাত্রী সুরক্ষা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত রাজ্যের ।

SBSTC
SBSTC

কলকাতা, 12 জুন : সামাজিক দূরত্ববিধি বজায় রাখতে পথে নামছে আরও 400টি অতিরিক্ত সরকারি বাস । 15 জুন থেকে বৃহত্তর কলকাতার বাসরুটগুলিতে চলবে এই বাসগুলি । রাজ্য সরকারের স্বরাষ্ট্রদপ্তরের তরফে এক টুইটে আজ এ-কথা জানানো হয়েছে । এগুলির মধ্যে রয়েছে রাজ্য পরিবহন দপ্তর কর্তৃক অনুমোদিত ও বেসরকারি সংস্থা দ্বারা চালিত 200টি বাতানুকূল বাস ।

বাকি 200টি বাস থাকছে SBSTC পরিচালিত সরকারি বাস । হাওড়া স্টেশন, এসপ্লানেড, বিবাদি বাগ, সেক্টর ফাইভ থেকে গড়িয়া, বেহালা, বারাসত, ব্যারাকপুর-সহ অন্য রুটগুলিতে যাতায়াত করবে এই বাসগুলি ।

দেশজুড়ে শুরু হয়েছে আনলক । আনলকের প্রথম ধাপেই খুলতে শুরু করেছে বেশিরভাগ সরকারি ও বেসরকারি দপ্তর । কলকাতাতেও একই ছবি । ফিরেছে কর্মতৎপরতা । শহরবাসী ছাড়াও কয়েক লাখ মানুষ প্রতিদিনই রুজির টানে শহরতলি থেকে কলকাতায় আসেন । আনলকে অফিস খুললেও রাস্তায় এখনও অপ্রতুল বেসরকারি বাস ও মিনিবাস । অনেকক্ষেত্রেই ভিড় বাসে শিকেয় উঠছে সামাজিক দূরত্ব । বাড়ছে সংক্রমণ ছড়িয়ে পড়ার ভয় । এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে আরও 400 টি অতিরিক্ত সরকারি বাস পথে নামাচ্ছে রাজ্য ।

কয়েকদিন আগে থেকে পুরানো ভাড়াতেই বেসরকারি বাস পথে নামছে । কিন্তু বেসরকারি বাস ও মিনিবাস চালক ও মালিকদের একটা বড় অংশের দাবি, পুরানো ভাড়া নিয়ে বাস চালানো দিন দিন অসম্ভব হয়ে উঠছে । ন্যূনতম ভাড়া না বাড়ালে সীমিত যাত্রীসংখ্যা নিয়ে বাস চালানো দিন দিন অসম্ভব হয়ে পড়ছে বাস মালিকদের পক্ষে । এই পরিস্থিতিতে গতকাল আবারও ভাড়া বাড়ানোর দাবি নিয়ে পরিবহন দপ্তরে চিঠি পাঠায় বেসরকারি বাস মালিক সংগঠনগুলি ।

পথে সীমিত সংখ্যক বাস থাকায় একদিকে যেমন বাড়ছে সংক্রমণ ছড়িয়ে পড়ার ভয়, তেমনই প্রতিদিন নাজেহাল হতে হচ্ছে অফিসযাত্রীদের । এই অবস্থায় আরও চারশোটি অতিরিক্ত বাসে যাত্রীদের সমস্যা অনেকটাই সমাধান হবে বলে মনে করছে রাজ্য প্রশাসন ।

কলকাতা, 12 জুন : সামাজিক দূরত্ববিধি বজায় রাখতে পথে নামছে আরও 400টি অতিরিক্ত সরকারি বাস । 15 জুন থেকে বৃহত্তর কলকাতার বাসরুটগুলিতে চলবে এই বাসগুলি । রাজ্য সরকারের স্বরাষ্ট্রদপ্তরের তরফে এক টুইটে আজ এ-কথা জানানো হয়েছে । এগুলির মধ্যে রয়েছে রাজ্য পরিবহন দপ্তর কর্তৃক অনুমোদিত ও বেসরকারি সংস্থা দ্বারা চালিত 200টি বাতানুকূল বাস ।

বাকি 200টি বাস থাকছে SBSTC পরিচালিত সরকারি বাস । হাওড়া স্টেশন, এসপ্লানেড, বিবাদি বাগ, সেক্টর ফাইভ থেকে গড়িয়া, বেহালা, বারাসত, ব্যারাকপুর-সহ অন্য রুটগুলিতে যাতায়াত করবে এই বাসগুলি ।

দেশজুড়ে শুরু হয়েছে আনলক । আনলকের প্রথম ধাপেই খুলতে শুরু করেছে বেশিরভাগ সরকারি ও বেসরকারি দপ্তর । কলকাতাতেও একই ছবি । ফিরেছে কর্মতৎপরতা । শহরবাসী ছাড়াও কয়েক লাখ মানুষ প্রতিদিনই রুজির টানে শহরতলি থেকে কলকাতায় আসেন । আনলকে অফিস খুললেও রাস্তায় এখনও অপ্রতুল বেসরকারি বাস ও মিনিবাস । অনেকক্ষেত্রেই ভিড় বাসে শিকেয় উঠছে সামাজিক দূরত্ব । বাড়ছে সংক্রমণ ছড়িয়ে পড়ার ভয় । এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে আরও 400 টি অতিরিক্ত সরকারি বাস পথে নামাচ্ছে রাজ্য ।

কয়েকদিন আগে থেকে পুরানো ভাড়াতেই বেসরকারি বাস পথে নামছে । কিন্তু বেসরকারি বাস ও মিনিবাস চালক ও মালিকদের একটা বড় অংশের দাবি, পুরানো ভাড়া নিয়ে বাস চালানো দিন দিন অসম্ভব হয়ে উঠছে । ন্যূনতম ভাড়া না বাড়ালে সীমিত যাত্রীসংখ্যা নিয়ে বাস চালানো দিন দিন অসম্ভব হয়ে পড়ছে বাস মালিকদের পক্ষে । এই পরিস্থিতিতে গতকাল আবারও ভাড়া বাড়ানোর দাবি নিয়ে পরিবহন দপ্তরে চিঠি পাঠায় বেসরকারি বাস মালিক সংগঠনগুলি ।

পথে সীমিত সংখ্যক বাস থাকায় একদিকে যেমন বাড়ছে সংক্রমণ ছড়িয়ে পড়ার ভয়, তেমনই প্রতিদিন নাজেহাল হতে হচ্ছে অফিসযাত্রীদের । এই অবস্থায় আরও চারশোটি অতিরিক্ত বাসে যাত্রীদের সমস্যা অনেকটাই সমাধান হবে বলে মনে করছে রাজ্য প্রশাসন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.