বিধাননগর, 13 জুলাই : রাজ্যের বিভিন্ন কলেজে কর্মরত অতিথি অধ্যাপকদের জন্য সুখবর শোনাল রাজ্য সরকার । শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, অতিথি অধ্যাপকদের স্থায়ীকরণ নিয়ে ভাবনাচিন্তা করছে সরকার । প্রতিটি কলেজে স্থায়ী শিক্ষকের যে অনুপাত আছে, সেটা দেখেই অতিথি অধ্যাপকদের স্থায়ী করা হবে ।
শিক্ষামন্ত্রী বলেন, "অতিথি অধ্যাপকরা প্রতিদিনই অধ্যাপনা করছেন । আমরা বিভিন্ন রিপোর্ট পেয়েছি । UGC-র গাইডলাইন অনুযায়ী যাঁদের যোগ্যতা আছে, তাঁদের বিষয়টি নিঃসন্দেহে সরকার ভাববে । কলেজ সার্ভিস কমিশন (CSC)কে সেভাবে গুরুত্ব দেওয়ার কথাও বলব । ইতিমধ্যেই কলেজ সার্ভিসের মাধ্যমে বেশ কিছু সংখ্যক অতিথি অধ্যাপককে আমরা স্থায়ীকরণের দিকে নিয়ে যাচ্ছি । চলতি মাসের মধ্যেই একটা সময় ঠিক করে এঁদের ডাকা হবে ।"
আরও পড়ুন : দু-এক জন খারাপ মানে, দলের সকলেই খারাপ নন : পার্থ
পাশাপাশি কলেজগুলোতে অতিথি অধ্যাপকদের নিয়োগের ক্ষেত্রে পরিচালন সমিতিকে নির্দেশিকা জারি করতে চলেছে শিক্ষা দপ্তর । শিক্ষামন্ত্রী বলেন, "কলেজগুলোর পরিচালন সমিতি এই অতিথি অধ্যাপকদের নিয়োগ করে । ইতিমধ্যেই অনেক কলেজই অতিথি অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞাপন দিয়েছে । এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি । সমস্ত কলেজের পরিচালন সমিতিকে বলছি গেস্ট লেকচারার নেওয়ার আগে শিক্ষাদপ্তরকে জানাতে হবে।"
আরও পড়ুন : রাজ্য সরকারের চাকরিতে আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য সংরক্ষণ