ETV Bharat / city

কলেজের অতিথি অধ্যাপকদের স্থায়ীকরণের পথে শিক্ষা দপ্তর

প্রতিটি কলেজে স্থায়ী শিক্ষকের যে অনুপাত আছে, সেটা দেখেই অতিথি অধ্যাপকদের স্থায়ীকরণ করা হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়
author img

By

Published : Jul 13, 2019, 9:58 AM IST

বিধাননগর, 13 জুলাই : রাজ্যের বিভিন্ন কলেজে কর্মরত অতিথি অধ্যাপকদের জন্য সুখবর শোনাল রাজ্য সরকার । শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, অতিথি অধ্যাপকদের স্থায়ীকরণ নিয়ে ভাবনাচিন্তা করছে সরকার । প্রতিটি কলেজে স্থায়ী শিক্ষকের যে অনুপাত আছে, সেটা দেখেই অতিথি অধ্যাপকদের স্থায়ী করা হবে ।

শিক্ষামন্ত্রী বলেন, "অতিথি অধ্যাপকরা প্রতিদিনই অধ্যাপনা করছেন । আমরা বিভিন্ন রিপোর্ট পেয়েছি । UGC-র গাইডলাইন অনুযায়ী যাঁদের যোগ্যতা আছে, তাঁদের বিষয়টি নিঃসন্দেহে সরকার ভাববে । কলেজ সার্ভিস কমিশন (CSC)কে সেভাবে গুরুত্ব দেওয়ার কথাও বলব । ইতিমধ্যেই কলেজ সার্ভিসের মাধ্যমে বেশ কিছু সংখ্যক অতিথি অধ্যাপককে আমরা স্থায়ীকরণের দিকে নিয়ে যাচ্ছি । চলতি মাসের মধ্যেই একটা সময় ঠিক করে এঁদের ডাকা হবে ।"

আরও পড়ুন : দু-এক জন খারাপ মানে, দলের সকলেই খারাপ নন : পার্থ

পাশাপাশি কলেজগুলোতে অতিথি অধ্যাপকদের নিয়োগের ক্ষেত্রে পরিচালন সমিতিকে নির্দেশিকা জারি করতে চলেছে শিক্ষা দপ্তর । শিক্ষামন্ত্রী বলেন, "কলেজগুলোর পরিচালন সমিতি এই অতিথি অধ্যাপকদের নিয়োগ করে । ইতিমধ্যেই অনেক কলেজই অতিথি অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞাপন দিয়েছে । এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি । সমস্ত কলেজের পরিচালন সমিতিকে বলছি গেস্ট লেকচারার নেওয়ার আগে শিক্ষাদপ্তরকে জানাতে হবে।"

আরও পড়ুন : রাজ্য সরকারের চাকরিতে আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য সংরক্ষণ

বিধাননগর, 13 জুলাই : রাজ্যের বিভিন্ন কলেজে কর্মরত অতিথি অধ্যাপকদের জন্য সুখবর শোনাল রাজ্য সরকার । শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, অতিথি অধ্যাপকদের স্থায়ীকরণ নিয়ে ভাবনাচিন্তা করছে সরকার । প্রতিটি কলেজে স্থায়ী শিক্ষকের যে অনুপাত আছে, সেটা দেখেই অতিথি অধ্যাপকদের স্থায়ী করা হবে ।

শিক্ষামন্ত্রী বলেন, "অতিথি অধ্যাপকরা প্রতিদিনই অধ্যাপনা করছেন । আমরা বিভিন্ন রিপোর্ট পেয়েছি । UGC-র গাইডলাইন অনুযায়ী যাঁদের যোগ্যতা আছে, তাঁদের বিষয়টি নিঃসন্দেহে সরকার ভাববে । কলেজ সার্ভিস কমিশন (CSC)কে সেভাবে গুরুত্ব দেওয়ার কথাও বলব । ইতিমধ্যেই কলেজ সার্ভিসের মাধ্যমে বেশ কিছু সংখ্যক অতিথি অধ্যাপককে আমরা স্থায়ীকরণের দিকে নিয়ে যাচ্ছি । চলতি মাসের মধ্যেই একটা সময় ঠিক করে এঁদের ডাকা হবে ।"

আরও পড়ুন : দু-এক জন খারাপ মানে, দলের সকলেই খারাপ নন : পার্থ

পাশাপাশি কলেজগুলোতে অতিথি অধ্যাপকদের নিয়োগের ক্ষেত্রে পরিচালন সমিতিকে নির্দেশিকা জারি করতে চলেছে শিক্ষা দপ্তর । শিক্ষামন্ত্রী বলেন, "কলেজগুলোর পরিচালন সমিতি এই অতিথি অধ্যাপকদের নিয়োগ করে । ইতিমধ্যেই অনেক কলেজই অতিথি অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞাপন দিয়েছে । এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি । সমস্ত কলেজের পরিচালন সমিতিকে বলছি গেস্ট লেকচারার নেওয়ার আগে শিক্ষাদপ্তরকে জানাতে হবে।"

আরও পড়ুন : রাজ্য সরকারের চাকরিতে আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য সংরক্ষণ

Intro:

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর, ১২ জুলাই: রাজ্যের বিভিন্ন কলেজে কর্মরত গেস্ট লেকচারারদের জন্য সুখবর শোনাল রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন গেস্ট লেকচারারদের স্থায়ীকরুন নিয়ে ভাবনা চিন্তা করছে সরকার। কি অনুপাতে কলেজে স্থায়ী শিক্ষক আছেন সেটা দেখে গেস্ট লেকচারারদের স্থায়ী করা হবে। যদিও নতুন করে গেস্ট লেকচারার নেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর ওকে জানিয়ে তা করতে হবে জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, গেস্ট লেকচারার রা প্রতিদিনই শিক্ষকতা করছেন। আমরা বিভিন্ন রিপোর্ট এনেছি। আমি তাদেরকে বলেছি যাদের ugc অনুযায়ী যোগ্যতা আছে তাদের বিষয়টি নিঃসন্দেহে সরকার ভাববে। এবং কলেজ সার্ভিস কমিশনকে সেভাবে গুরুত্ব দেওয়ার কথাও বলবে। ইতিমধ্যেই কলেজ সার্ভিসের মাধ্যমে তাদের তাদের বেশ কিছু সংখ্যককে আমরা স্থায়ীকরণের দিকে নিয়ে যাচ্ছি। জুলাই মাসের মধ্যেই একটা সময় ঠিক করে এদেরকে ডাকবো তাদের সমস্ত কিছু শুনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন সাপেক্ষে তাদের বিষয়টিও আমরা দেখব"।

Body:পরিচালনা সমিতিগুলিকে গেস্ট লেকচারার নিয়োগের আগে শিক্ষাদপ্তরকে যে হবে এই নির্দেশিকা আনছে শিক্ষাদপ্তর। এবিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, "বিভিন্ন কলেজের পরিচালন সমিতি তারা এদের নিযোগ করেছেন। এ ব্যাপারে আমাদের আজ সিদ্ধান্ত হয়েছে। আমরা অর্ডার আগামী কালকে থেকে বের করব। অনেকেই দেখলাম বিজ্ঞাপন দিয়েছেন। সমস্ত পরিচালন সমিতি কে বলছি গেস্ট লেকচারার নেওয়ার আগে শিক্ষাদপ্তর কে জানাতে হবে।তারপর সে সম্পর্কে তার ব্যবস্থা নেবে"।

Conclusion:সব্যসাচী দত্ত অনাস্থা রুখতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন । ফলে সব্যসাচীকে নিয়ে দলে অস্বস্তি বাড়ছে। শুক্রবার পুনরায় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে মুকুল রায়ের সঙ্গে দেখা করেন সব্যসাচী দত্ত। সব্যসাচী সম্পর্কে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, " এটা বিধাননগর পৌরসভার বিষয়। নানা ধরনের মন্তব্য সব্যসাচী দত্ত করছেন। কেন করছেন সেটা তো বলতে পারব না তবে দল হিসেবে নজর রাখছি। এখন কেন কোর্টে গেছে সেটাতা তো বলতে পারব না। বিষয়টা যদি কোর্ট গ্রহণ করে থাকে যতক্ষণ কোর্ট কিছু বলছে না ততক্ষণ পর্যন্ত কোন মন্তব্য করা সমীচীন হবে না। দলে কত লোক আসে কত লোক যায়। অস্বস্তি কি হবে। নানা ধরনের কথার মধ্যে দিয়ে দলের অস্বস্তি নয়, দলের ভাবমূর্তি নষ্ট করবার যদি কেউ চেষ্টা করে তাহলে তাকে শাস্তি পেতে হবে। এটা দল দৃশ্যত ভালো চোখে দেখছে না। লক্ষ্য রাখুন। দেখা যাক কি হয়।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.