কলকাতা, 29 অক্টোবর : রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের মন্তব্যকে সমর্থন করলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বলেন, রাজ্যের অবস্থা যে দিকে এগোচ্ছে তাতে আরও খারাপ অবস্থা হবে । ভারত সহ অন্য দেশের নাগরিকদের জানার দরকার আছে। পশ্চিমবঙ্গে যে সরকার চলছে তার নীতিই হল হিংসা।
আজ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে রাজ্য়ের আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক করেন রাজ্য়পাল জগদীপ ধনকড় ৷ সেখানেই তিনি বলেন, পশ্চিমবঙ্গের পুলিশ-প্রশাসন শাসক দলের হয়ে কাজ করছে ৷ যেখানে বিরোধী দলগুলির অধিকার খর্ব করা হচ্ছে ৷ এমনকী রাজ্য়ের আমলারাও রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন বলে অভিযোগ করেন তিনি ৷
রাজ্যপালের মন্তব্যকে সমর্থন করে তাঁর অভিযোগ, বিরোধীদের ধ্বংস করে রাজনীতি করতে চাইছে তৃণমূল । সরকারের যারা অফিসার পুলিশ হোক বা আমলা, তারাও এই ধরনের হিংসায় মদত জুগিয়ে চলেছে । তিনি আরও বলেন, দুর্গাপুজোর সময়ও BJP-র 3-4 জন কর্মীকে হত্যা করা হয়েছে। বাগনানের প্রসঙ্গ টেনে বলেন, সরকার এত অমানবিক হয়ে গিয়েছে যে মৃত ব্যক্তিকে কোরোনা রোগী হিসেবে দেখানো হচ্ছে । অথচ তাকে হত্যা করা হয়েছে ।