ETV Bharat / city

Bhabanipur Bye Election : মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে প্রচারে সুকান্ত, বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে বচসা - রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার

ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে প্রচারের শেষদিনে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সমর্থনে কালীঘাটে সুকান্ত মজুমদার ৷ আর শেষদিনের প্রচারেও পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন রাজ্য বিজেপির সভাপতি ৷ হাই সিকিউরিটি জোন হওয়ায় মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে প্রচারে বাধা দেওয়া হয় তাঁকে ৷ যা নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷

state-bjp-president-sukanta-majumder-at-kalighat-for-bhabanipur-by-election-campaign
মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে প্রচারে সুকান্ত মজুমদার, বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে বচসা
author img

By

Published : Sep 27, 2021, 2:11 PM IST

Updated : Sep 27, 2021, 3:12 PM IST

কলকাতা, 27 সেপ্টেম্বর : ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ আর সেই প্রচারেই এবার পুলিশের সঙ্গে ফের একবার বচসায় রাজ্য বিজেপি সভাপতি ৷ এ দিনের প্রচারে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে পটুয়াপাড়ায় পুলিশ সুকান্ত মজুমদারকে ঘিরে ধরে ৷ মুখ্যমন্ত্রীর বাড়ি নিকটে হওয়ায় তাঁকে এগোতে বাধা দেওয়া হয় ৷ যার পরেই পুলিশের সঙ্গে তর্কাতর্কি শুরু হয় সুকান্ত মজুমদারের ৷ তবে, তিনি পুলিশকে জানান, মুখ্যমন্ত্রীর বাড়ি অর্থাৎ, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যাবেন না তিনি ৷ এর পর পুলিশ তাঁকে ছেড়ে দেয় ৷

আজ ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের আগে প্রচারের শেষদিন ৷ তাই শেষদিনে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচারে নামলেন ৷ আর তাঁর প্রচারের শুরুতেই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পৌঁছাতে সুকান্ত মজুমদারকে বাধা দেয় পুলিশ ৷ জানিয়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে প্রচারে যাওয়া যাবে না ৷ এ নিয়ে পুলিশের সঙ্গে বিজেপির রাজ্য সভাপতির একপ্রকার তর্কাতর্কিও হয় ৷ পরবর্তী সময়ে সুকান্ত মজুমদার জানান, তিনি বা বিজেপির কোনও কর্মী হরিশ চ্যাটার্জি স্ট্রিটে প্রচারের জন্য যাবেন না ৷ তার পরেই পুলিশ সুকান্ত মজুমদার এবং তাঁর সঙ্গে থাকা অন্য বিজেপি কর্মীদের প্রচারের অনুমতি দেয় ৷

আরও পড়ুন : Abhishek Banerjee: মোদির থেকে বেশি জনপ্রিয় বলেই মমতাকে রোম যেতে দেয়নি কেন্দ্র : অভিষেক

প্রসঙ্গত, আজ ভবানীপুরে প্রচারের শেষদিন হওয়ায় বিজেপির সর্বভারতী সহ সভাপতি দিলীপ ঘোষ এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচার করবেন বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার ৷ পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার মঞ্চ থেকে বলেছিলেন, যত বেশি লোকে ভোট দেবে, ততই তাঁর জয় সুনিশ্চিত হবে ৷

আরও পড়ুন : Biplab Kumar Deb :"সরকারের হাতেই সব ক্ষমতা", আদালত অবমাননা নিয়ে বিপ্লবের মন্তব্যের সমালোচনায় তৃণমূল

এ নিয়ে সুকান্ত মজুমদার জানিয়েছেন, ‘‘মুখ্যমন্ত্রী এতদিন জেতার জন্য কান্নাকাটি করছিলেন ৷ কিন্তু, এখন বলছেন, 1 লক্ষ ভোটে জিতবেন ৷ নিশ্চয়ই তৃণমূল সেরকম কোনও ব্যবস্থা করেছে ৷ আমাদের কাছে খবর আছে তৃণমূলের কোনও এক মহিলা সাংসদ জেলা থেকে প্রচুর লোক এনেছেন ৷ যাঁরা ভোট দেবেন না, তাঁদের হয়ে ভোট দিতে ৷ তবে, আমাদের কাছে এর কোনও প্রমাণ নেই ৷ তাই আমরা নির্বাচন কমিশনকে জানাতে পারিনি ৷ দলের তরফে যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে ৷’’

আরও পড়ুন : Madan Mitra : আইকোর মামলায় সপুত্র মদনকে তলব সিবিআইয়ের

পাশাপাশি ভোট মিটলেই দিল্লি রওনা দেবেন সুকান্ত মজুমদার ৷ এ নিয়ে তিনি জানান, বিজেপির সাংগঠনিক কাজকর্ম নিয়ে বৈঠক রয়েছে শীর্ষ নেতৃত্বের সঙ্গে ৷ তাই তিনি দিল্লি যাচ্ছেন ৷ যদি কিছু জানানোর থাকে, তবে বিজেপির তরফে তা জানিয়ে দেওয়া হবে ৷ প্রসঙ্গত, রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পর সুকান্ত মজুমদারের এটাই প্রথম দিল্লি যাত্রা এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক ৷ যেখানে আগামী দিনে রাজ্যে বিজেপির এগিয়ে চলার কৌশল ঠিক হতে পারে বলে মনে করছে রাজনৈতিকমহল ৷

কলকাতা, 27 সেপ্টেম্বর : ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ আর সেই প্রচারেই এবার পুলিশের সঙ্গে ফের একবার বচসায় রাজ্য বিজেপি সভাপতি ৷ এ দিনের প্রচারে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে পটুয়াপাড়ায় পুলিশ সুকান্ত মজুমদারকে ঘিরে ধরে ৷ মুখ্যমন্ত্রীর বাড়ি নিকটে হওয়ায় তাঁকে এগোতে বাধা দেওয়া হয় ৷ যার পরেই পুলিশের সঙ্গে তর্কাতর্কি শুরু হয় সুকান্ত মজুমদারের ৷ তবে, তিনি পুলিশকে জানান, মুখ্যমন্ত্রীর বাড়ি অর্থাৎ, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যাবেন না তিনি ৷ এর পর পুলিশ তাঁকে ছেড়ে দেয় ৷

আজ ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের আগে প্রচারের শেষদিন ৷ তাই শেষদিনে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচারে নামলেন ৷ আর তাঁর প্রচারের শুরুতেই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পৌঁছাতে সুকান্ত মজুমদারকে বাধা দেয় পুলিশ ৷ জানিয়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে প্রচারে যাওয়া যাবে না ৷ এ নিয়ে পুলিশের সঙ্গে বিজেপির রাজ্য সভাপতির একপ্রকার তর্কাতর্কিও হয় ৷ পরবর্তী সময়ে সুকান্ত মজুমদার জানান, তিনি বা বিজেপির কোনও কর্মী হরিশ চ্যাটার্জি স্ট্রিটে প্রচারের জন্য যাবেন না ৷ তার পরেই পুলিশ সুকান্ত মজুমদার এবং তাঁর সঙ্গে থাকা অন্য বিজেপি কর্মীদের প্রচারের অনুমতি দেয় ৷

আরও পড়ুন : Abhishek Banerjee: মোদির থেকে বেশি জনপ্রিয় বলেই মমতাকে রোম যেতে দেয়নি কেন্দ্র : অভিষেক

প্রসঙ্গত, আজ ভবানীপুরে প্রচারের শেষদিন হওয়ায় বিজেপির সর্বভারতী সহ সভাপতি দিলীপ ঘোষ এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচার করবেন বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার ৷ পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার মঞ্চ থেকে বলেছিলেন, যত বেশি লোকে ভোট দেবে, ততই তাঁর জয় সুনিশ্চিত হবে ৷

আরও পড়ুন : Biplab Kumar Deb :"সরকারের হাতেই সব ক্ষমতা", আদালত অবমাননা নিয়ে বিপ্লবের মন্তব্যের সমালোচনায় তৃণমূল

এ নিয়ে সুকান্ত মজুমদার জানিয়েছেন, ‘‘মুখ্যমন্ত্রী এতদিন জেতার জন্য কান্নাকাটি করছিলেন ৷ কিন্তু, এখন বলছেন, 1 লক্ষ ভোটে জিতবেন ৷ নিশ্চয়ই তৃণমূল সেরকম কোনও ব্যবস্থা করেছে ৷ আমাদের কাছে খবর আছে তৃণমূলের কোনও এক মহিলা সাংসদ জেলা থেকে প্রচুর লোক এনেছেন ৷ যাঁরা ভোট দেবেন না, তাঁদের হয়ে ভোট দিতে ৷ তবে, আমাদের কাছে এর কোনও প্রমাণ নেই ৷ তাই আমরা নির্বাচন কমিশনকে জানাতে পারিনি ৷ দলের তরফে যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে ৷’’

আরও পড়ুন : Madan Mitra : আইকোর মামলায় সপুত্র মদনকে তলব সিবিআইয়ের

পাশাপাশি ভোট মিটলেই দিল্লি রওনা দেবেন সুকান্ত মজুমদার ৷ এ নিয়ে তিনি জানান, বিজেপির সাংগঠনিক কাজকর্ম নিয়ে বৈঠক রয়েছে শীর্ষ নেতৃত্বের সঙ্গে ৷ তাই তিনি দিল্লি যাচ্ছেন ৷ যদি কিছু জানানোর থাকে, তবে বিজেপির তরফে তা জানিয়ে দেওয়া হবে ৷ প্রসঙ্গত, রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পর সুকান্ত মজুমদারের এটাই প্রথম দিল্লি যাত্রা এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক ৷ যেখানে আগামী দিনে রাজ্যে বিজেপির এগিয়ে চলার কৌশল ঠিক হতে পারে বলে মনে করছে রাজনৈতিকমহল ৷

Last Updated : Sep 27, 2021, 3:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.