ETV Bharat / city

কর্মীর মায়ের কোরোনা, আলিপুর কোর্ট-কলকাতা হাইকোর্টের সব শুনানি স্থগিত - আলিপুর আদালতের কর্মীর মায়ের কোরোনা

আলিপুর আদাতের এক গাড়ি চালকের মা কোরোনা আক্রান্ত হওয়ায় মে মাসের 15 তারিখ অবধি বাতিল হয়ে গেল আলিপুর ও কলকাতা হাইকোর্টের যাবতীয় শুনানি।

All hearings have been adjourned
হাইকোর্ট
author img

By

Published : Apr 29, 2020, 10:59 PM IST

কলকাতা, 29 এপ্রিল: আলিপুর আদালতের এক গাড়ি চালকের মা কোরোনা আক্রান্ত হওয়ায় বাড়তি সতর্কতা হিসেবে আলিপুর ও কলকাতা হাইকোর্টের সমস্ত শুনানি স্থগিত করল কর্তৃপক্ষ। মে মাসের 15 তারিখ অবধি কলকাতা হাইকোর্টের যাবতীয় জরুরি মামলার শুনানিও স্থগিত রাখার সিদ্ধান্ত হল আজ। অলিপুর আদালতের ওই চালক লকডাউনের মধ্যে বেশ কয়েকদিন হাইকোর্টের কর্মী ও অধিকারিকদের গাড়ি চালিয়েছিলেন বলেই এমন সিদ্ধান্ত জানাল হাইকোর্ট।

হাইকোর্টের তরফে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বুধবার জানানো হয়েছে, যদিও সব মামলাই আপতত স্থগিত, তথাপি 1 মে তারিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলাগুলি প্রধান বিচারপতি ক্ষতিয়ে দেখবেন। যদি দরকার মনে করেন তবেই শুনানির নির্দেশ দেবেন। সেক্ষেত্রে শুনানির দুদিন আগে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে কোন কোন মামলাগুলির শুনানি হবে। নইলে, আপাতত 15 মে পর্যন্ত সমস্ত শুনানিই স্থগিত থাকছে।

অন্যদিকে, আলিপুর আদালতের তরফে জানানো হয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আলিপুর আদালতের সমস্ত মামলার শুনানি আপাতত বাতিল করা হচ্ছে। এদিকে, আলিপুর আদালতের ওই চালকের মা বর্তমানে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

কলকাতা, 29 এপ্রিল: আলিপুর আদালতের এক গাড়ি চালকের মা কোরোনা আক্রান্ত হওয়ায় বাড়তি সতর্কতা হিসেবে আলিপুর ও কলকাতা হাইকোর্টের সমস্ত শুনানি স্থগিত করল কর্তৃপক্ষ। মে মাসের 15 তারিখ অবধি কলকাতা হাইকোর্টের যাবতীয় জরুরি মামলার শুনানিও স্থগিত রাখার সিদ্ধান্ত হল আজ। অলিপুর আদালতের ওই চালক লকডাউনের মধ্যে বেশ কয়েকদিন হাইকোর্টের কর্মী ও অধিকারিকদের গাড়ি চালিয়েছিলেন বলেই এমন সিদ্ধান্ত জানাল হাইকোর্ট।

হাইকোর্টের তরফে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বুধবার জানানো হয়েছে, যদিও সব মামলাই আপতত স্থগিত, তথাপি 1 মে তারিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলাগুলি প্রধান বিচারপতি ক্ষতিয়ে দেখবেন। যদি দরকার মনে করেন তবেই শুনানির নির্দেশ দেবেন। সেক্ষেত্রে শুনানির দুদিন আগে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে কোন কোন মামলাগুলির শুনানি হবে। নইলে, আপাতত 15 মে পর্যন্ত সমস্ত শুনানিই স্থগিত থাকছে।

অন্যদিকে, আলিপুর আদালতের তরফে জানানো হয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আলিপুর আদালতের সমস্ত মামলার শুনানি আপাতত বাতিল করা হচ্ছে। এদিকে, আলিপুর আদালতের ওই চালকের মা বর্তমানে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.