ETV Bharat / city

নভেম্বরেই হতে চলেছে নবম-দশম ও একাদশ-দ্বাদশের পঞ্চম কাউন্সেলিং - কলকাতা

মালটিপল ব়্যাঙ্কিংয়ের কারণে চতুর্থ দফার কাউন্সেলিংয়ের পর এখনও রয়েছে শূন্যপদ ৷ SSC সূত্রে খবর , সেই পদগুলিতেই পঞ্চম তথা শেষ দফার কাউন্সেলিং হবে ।

bhaban
author img

By

Published : Oct 30, 2019, 9:34 PM IST

কলকাতা, 30 অক্টোবর : নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির সহকারি শিক্ষক নিয়োগের জন্য চতুর্থ দফার কাউন্সেলিং সেপ্টেম্বরে শেষ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC) । এরপর কাউন্সেলিং হবে কি না তা নিয়ে সন্ধিহান ছিল সংশ্লিষ্ট মহল । SSC সূত্রে খবর , নভেম্বরেই হতে চলেছে নবম-দশম ও একাদশ-দ্বাদশের পঞ্চম দফার কাউন্সেলিং । এটিই শেষ দফার কাউন্সেলিং ৷

20 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত নবম-দশমের চতুর্থ দফার কাউন্সেলিং করে SSC । চতুর্থ দফার কাউন্সেলিংয়ের পর মোট শূন্যপদ ছিল 2486 টি । 4 ও 5 সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির চতুর্থ দফার কাউন্সেলিং করে কমিশন । মোট 859 টি শূন্যপদে হয়েছিল এই কাউন্সেলিং । মালটিপল ব়্যাঙ্কিংয়ের কারণে চতুর্থ দফার কাউন্সেলিংয়ের পর এখনও রয়েছে শূন্যপদ ৷ SSC সূত্রে খবর , সেই পদগুলিতেই পঞ্চম তথা শেষ দফার কাউন্সেলিং হবে ।

কাউন্সেলিংয়ের বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের এক আধিকারিক বলেন, "এটাই শেষ দফার কাউন্সেলিং । এরপর আর কোনও কাউন্সেলিং হবে না । আগের শূন্যপদ যেগুলো বেঁচে ছিল সেগুলোতেই হবে । এবারে আর মালটিপল ব়্যাঙ্কিং রাখা হবে না । একটা করে দিয়ে দেওয়া হবে, যতগুলো দেওয়া যায় । না হলে এই প্রক্রিয়া কখনও শেষ হবে না ।" সূত্রের খবর, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে একাদশ-দ্বাদশের কাউন্সেলিং হবে । নভেম্বরের তৃতীয় সপ্তাহের মাঝামাঝি যে কোনও দু'দিনে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের কাউন্সেলিং হবে ।

কলকাতা, 30 অক্টোবর : নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির সহকারি শিক্ষক নিয়োগের জন্য চতুর্থ দফার কাউন্সেলিং সেপ্টেম্বরে শেষ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC) । এরপর কাউন্সেলিং হবে কি না তা নিয়ে সন্ধিহান ছিল সংশ্লিষ্ট মহল । SSC সূত্রে খবর , নভেম্বরেই হতে চলেছে নবম-দশম ও একাদশ-দ্বাদশের পঞ্চম দফার কাউন্সেলিং । এটিই শেষ দফার কাউন্সেলিং ৷

20 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত নবম-দশমের চতুর্থ দফার কাউন্সেলিং করে SSC । চতুর্থ দফার কাউন্সেলিংয়ের পর মোট শূন্যপদ ছিল 2486 টি । 4 ও 5 সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির চতুর্থ দফার কাউন্সেলিং করে কমিশন । মোট 859 টি শূন্যপদে হয়েছিল এই কাউন্সেলিং । মালটিপল ব়্যাঙ্কিংয়ের কারণে চতুর্থ দফার কাউন্সেলিংয়ের পর এখনও রয়েছে শূন্যপদ ৷ SSC সূত্রে খবর , সেই পদগুলিতেই পঞ্চম তথা শেষ দফার কাউন্সেলিং হবে ।

কাউন্সেলিংয়ের বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের এক আধিকারিক বলেন, "এটাই শেষ দফার কাউন্সেলিং । এরপর আর কোনও কাউন্সেলিং হবে না । আগের শূন্যপদ যেগুলো বেঁচে ছিল সেগুলোতেই হবে । এবারে আর মালটিপল ব়্যাঙ্কিং রাখা হবে না । একটা করে দিয়ে দেওয়া হবে, যতগুলো দেওয়া যায় । না হলে এই প্রক্রিয়া কখনও শেষ হবে না ।" সূত্রের খবর, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে একাদশ-দ্বাদশের কাউন্সেলিং হবে । নভেম্বরের তৃতীয় সপ্তাহের মাঝামাঝি যে কোনও দু'দিনে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের কাউন্সেলিং হবে ।

Intro:কলকাতা, ৩০ অক্টোবর: কিছুদিন আগেই নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির সহকারি শিক্ষক নিয়োগের জন্য চতুর্থ দফার কাউন্সেলিং শেষ করেছে স্কুল সার্ভিস কমিশন। তারপরে আর কাউন্সেলিং হবে কিনা তা নিয়ে সন্ধিহান ছিল সংশ্লিষ্ট মহল। স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা যাচ্ছে, নভেম্বরেই হতে চলেছে নবম-দশম ও একাদশ-দ্বাদশের পঞ্চম দফার কাউন্সেলিং। এটাই শেষ দফার কাউন্সেলিং বলে জানা যাচ্ছে।

Body:গত ২০ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নবম-দশমের চতুর্থ দফার কাউন্সেলিং করে স্কুল সার্ভিস কমিশন। চতুর্থ দফার কাউন্সেলিংয়ে মোট শূন্যপদ ছিল ২৪৮৬টি। নবম-দশমের আগেই ৪ ও ৫ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশের চতুর্থ দফার কাউন্সেলিং করে কমিশন। মোট ৮৫৯টি শূন্যপদে হয়েছিল এই কাউন্সেলিং। ম্যাল্টিপল ব়্যাঙ্কিংয়ের কারণে চতুর্থ দফার কাউন্সেলিংয়ের পর যে শূন্যপদগুলি এখনও পড়ে আছে তাতেই পঞ্চম তথা শেষ দফার কাউন্সেলিং হবে বলে জানা যাচ্ছে।

কাউন্সেলিংয়ের বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের এক আধিকারিক বলেন, "পঞ্চম ও এটাই শেষ দফার কাউন্সেলিং। এরপরে আর কোনও কাউন্সেলিং হবে না। আগের শূন্যপদ যেগুলো বেঁচে ছিল সেগুলোতেই হবে। এবারে আর ম্যাল্টিপল ব়্যাঙ্কিং রাখা হবে না। একটা করে দিয়ে দেওয়া হবে, যতগুলো দেওয়া যায়। নাহলে এই প্রক্রিয়া কখনও শেষ হবে না।" জানা যাচ্ছে, একাদশ-দ্বাদশের কাউন্সেলিং নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে একদিনে করা হবে। নবম-দশমের কাউন্সেলিং তৃতীয় সপ্তাহের মাঝামাঝি যে কোনও দুটি দিন নির্বাচন করে করা হবে।
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.