কলকাতা, 25 মার্চ : স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত কমিটির উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসেব চাইল হাইকোর্ট । আগামী ৩১ শে মার্চের মধ্যে কলকাতা হাইকোর্টে জমা করতে হবে তাঁর সম্পত্তির হিসাব। নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের । ২০১৬ সালের স্টেট লেভেল সিলেকশন টেস্টের গণিত বিষয়ে নবম এবং দশম শ্রেণীর নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় আজ এই নির্দেশ দিয়েছে আদালত (ssc recruitment corraption case update)।
২০১৬ সালের পরীক্ষার ভিত্তিতে স্কুল সার্ভিস কমিশন যে নিয়োগ করেছিল, সেই নিয়োগে একাধিক ভুয়ো সুপারিশপত্র দেওয়া হয়েছে। সেই সুপারিশের ভিত্তিতে ইতিমধ্যেই একাধিক ব্যক্তি স্কুল শিক্ষিক হিসাবে চাকরিতে নিযুক্ত হয়েছেন। কিন্তু এই সুপারিশপত্র কে বা কারা দিয়েছে, তা এখনও স্পষ্ট নয় । এই নিয়োগ প্রক্রিয়ায় টাকার লেনদেন হয়েছে কিনা সেটা খতিয়ে দেখতে ইতিমধ্যেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন ।
যদি ডিভিশন বেঞ্চ সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে । ডিভিশন বেঞ্চে মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে । স্কুল সার্ভিস কমিশন এই নিয়োগ বিষয়টি দেখার জন্য একটা পাঁচ সদস্যের কমিটি গঠন করেছিল । যে কমিটির অন্যতম সদস্য ছিলেন শান্তিপ্রসাদ সিনহা । শান্তিপ্রসাদ সিনহাকে একাধিকবার আদালতে ডেকে পাঠিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তিনি আদালতে বিভিন্ন সময় আলাদা আলাদা বক্তব্য পেশ করেছেন বলেও উল্লেখ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।
মামলাকারীদের তরফে আইনজীবী ফিরদৌস শামিম বলেন, "স্কুল সার্ভিস কমিশন একাধিকবার জানিয়েছে ভুয়ো সুপারিশপত্রের ভিত্তিতে নিয়োগ হয়েছে। কিন্তু কে বা কারা এই ভুয়ো সুপারিশপত্র দিল তা স্পষ্ট নয় । সেই কারণেই এর ভিতরে কোনও আর্থিক লেনদেন হয়েছে কিনা সেই খতিয়ে দেখা অবশ্যই দরকার । সেই কারণেই বিচারপতি স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে তাঁর সম্পত্তির হিসাব আদালতে জানাতে বলেছেন ।’’