কলকাতা, 10 মে: নিরলস সাহিত্য সাধনার জন্য 'বাংলা আকাদেমি'র তরফে পুরস্কার পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এ বার তাঁর লেখা কবিতা পাঠ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বামপন্থী অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha-Suvendu on Mamata's poem)। সেই ভিডিয়ো দেখে হাসিঠাট্টায় সামিল নেট নাগরিকরা ৷ মুখ্যমন্ত্রীর কবিতাকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ৷
টলিউডের জনপ্রিয় নায়িকা শ্রীলেখা মিত্র'র অভিনয়শৈলী নিয়ে প্রশ্ন তোলা বাতুলতার সমান । বড় এবং ছোটপর্দা দুই ক্ষেত্রেই নিজের অভিনয় সৌকর্যের স্বাক্ষর রেখেছেন তিনি । তাঁর প্রতিবাদী কণ্ঠ, স্পষ্টভাষণ নিয়ে লেখালেখি হয় প্রায়ই । উত্তাল হয় সোশ্যাল মিডিয়া । বামপন্থী এই অভিনেত্রী এ বার পাঠ করলেন মুখ্যমন্ত্রীর লেখা দুটি কবিতা (Sreelekha Mitra recites Mamata Banerjees poem)।
উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাব্যচর্চার প্রতি অনুরাগ কারও অজানা নয় ৷ তাঁর রচিত কবিতা বাংলাবাসী আগেও পড়েছে । বাংলা আকাদেমি থেকে এ বার তাঁকে পুরস্কার দেওয়া হল । 'বাংলা আকাদেমি'র নামাঙ্কিত ‘রিট্রিভার্সিপ’ পুরস্কার দেওয়া চালু হল চলতি বছর থেকে । বাংলার সাহিত্যিকদের সঙ্গে পরামর্শ করে মুখ্যমন্ত্রীকে তাঁর ‘কবিতা বিতান’ কাব্যগ্রন্থের জন্য এই পুরস্কার দেওয়া হয় ।
মুখ্যমন্ত্রী এই পুরস্কার পাওয়ার পরই তাঁর লেখা কবিতা পাঠ করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র । এ দিন অভিনেত্রী নিজের সামাজিক মাধ্যমে এসে পাঠ করেন মুখ্যমত্রীর লেখা 'এপাং ওপাং ঝপাং', 'হাম্বা' শীর্ষক দুটি কবিতা ।
আরও পড়ুন: Suvendu Criticises Mamata : আপাং-ঝপাং-বাপাং লিখে পুরস্কার পেয়েছেন মুখ্যমন্ত্রী ! কটাক্ষ শুভেন্দুর
কবিতা পাঠের পর শ্রীলেখা বলেন, "বাংলা আকাদেমি নিশ্চয়ই বুঝেছেন তাঁর এই লেখার মর্ম, তাই তাঁরা তাঁকে পুরষ্কৃত করেছেন । এত সুন্দর কবিতার আমি সঠিক মূল্যায়ণ করতে পারলাম কি না জানি না । আজ এই দুটোই থাক । পরে বাকিগুলো শোনাব ।"
বলাবাহুল্য, শাসক দলের বিপরীতপন্থী শ্রীলেখার এই কবিতা পাঠের কারণ রাজনৈতিক সচেতন জনতার অজানা নয় । যার প্রভাব ইতিমধ্যেই পড়েছে সামাজিক মাধ্যমে ৷ অনেকেই শ্রীলেখার এই ভিডিয়ো পোস্ট শেয়ার করেছেন ৷ কমেন্ট বক্সে চলেছে প্রবল হাসিঠাট্টা ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরস্কারপ্রাপ্তির পর এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari reacts on her Sahitya Akademi Award)৷ পরপর টুইট করে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন তিনি ৷ টুইটে শুভেন্দু লিখেছেন, "সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আজ আমাদের মধ্যে উপস্থিত থাকলে হয়তো লিখতেন: 'বাংলার সাহিত্য সমাজ, তুমি চেতনা হারাইয়াছ?' পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির পুরস্কার বাংলার বিশিষ্ট্য সাহিত্যিকদের সঙ্গে পরামর্শ করে মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়েছে তাঁর ‘কবিতা বিতান’ কাব্যগ্রন্থের জন্য ।"
-
সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আজ আমাদের মধ্যে উপস্থিত থাকলে হয়তো লিখতেন:
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
“বাংলার সাহিত্য সমাজ, তুমি চেতনা হারাইয়াছ?”
পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির পুরস্কার বাংলার বিশিষ্ঠ সাহিত্যিকদের সঙ্গে পরামর্শ করে মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়েছে তাঁর ‘কবিতা বিতান’ কাব্যগ্রন্থের জন্য।
">সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আজ আমাদের মধ্যে উপস্থিত থাকলে হয়তো লিখতেন:
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 10, 2022
“বাংলার সাহিত্য সমাজ, তুমি চেতনা হারাইয়াছ?”
পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির পুরস্কার বাংলার বিশিষ্ঠ সাহিত্যিকদের সঙ্গে পরামর্শ করে মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়েছে তাঁর ‘কবিতা বিতান’ কাব্যগ্রন্থের জন্য।সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আজ আমাদের মধ্যে উপস্থিত থাকলে হয়তো লিখতেন:
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 10, 2022
“বাংলার সাহিত্য সমাজ, তুমি চেতনা হারাইয়াছ?”
পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির পুরস্কার বাংলার বিশিষ্ঠ সাহিত্যিকদের সঙ্গে পরামর্শ করে মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়েছে তাঁর ‘কবিতা বিতান’ কাব্যগ্রন্থের জন্য।
শ্রীলেখা মিত্র মুখ্যমন্ত্রীর যে কবিতা দুটি পাঠ করেছেন, সেই দুটি কবিতাকেই আবার টুইটে তুলে ধরেছেন বিরোধী দলনেতা ৷ কটাক্ষের সুরে তার ক্যাপশনে লিখেছেন, "শিল্প কলা সংস্কৃতিতে মুনশিয়ানাই তো আমাদের পরিচয় বিশ্বের কাছে । সেই অহংবোধ কি না রবীন্দ্র জয়ন্তীর দিনে ধূলিসাৎ হলো । বাঙালির সত্ত্বা আজ লুণ্ঠিত ! ধিক্কার জানাই তাদের, যারা এই প্রক্রিয়ায় জড়িত । চাটুকারিতা কোন স্তরে পৌঁছলে এই ছড়া/কবিতার স্রষ্টাকে পুরস্কৃত করা হয় ৷"
-
শিল্প কলা সংস্কৃতিতে মুনশিয়ানাই তো আমাদের পরিচয় বিশ্বের কাছে। সেই অহংবোধ কিনা রবীন্দ্র জয়ন্তীর দিনে ধূলিসাৎ হলো। বাঙালির সত্ত্বা আজ লুণ্ঠিত !
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
ধিক্কার জানাই তাদের, যারা এই প্রক্রিয়ায় জড়িত।
চাটুকারিতা কোন স্তরে পৌঁছালে এই ছড়া/কবিতার স্রষ্টাকে পুরস্কৃত করা হয়: pic.twitter.com/HYsM2ctZ9r
">শিল্প কলা সংস্কৃতিতে মুনশিয়ানাই তো আমাদের পরিচয় বিশ্বের কাছে। সেই অহংবোধ কিনা রবীন্দ্র জয়ন্তীর দিনে ধূলিসাৎ হলো। বাঙালির সত্ত্বা আজ লুণ্ঠিত !
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 10, 2022
ধিক্কার জানাই তাদের, যারা এই প্রক্রিয়ায় জড়িত।
চাটুকারিতা কোন স্তরে পৌঁছালে এই ছড়া/কবিতার স্রষ্টাকে পুরস্কৃত করা হয়: pic.twitter.com/HYsM2ctZ9rশিল্প কলা সংস্কৃতিতে মুনশিয়ানাই তো আমাদের পরিচয় বিশ্বের কাছে। সেই অহংবোধ কিনা রবীন্দ্র জয়ন্তীর দিনে ধূলিসাৎ হলো। বাঙালির সত্ত্বা আজ লুণ্ঠিত !
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 10, 2022
ধিক্কার জানাই তাদের, যারা এই প্রক্রিয়ায় জড়িত।
চাটুকারিতা কোন স্তরে পৌঁছালে এই ছড়া/কবিতার স্রষ্টাকে পুরস্কৃত করা হয়: pic.twitter.com/HYsM2ctZ9r
প্রসঙ্গত, সোমবার কবিগুরুর স্মরণে ‘কবি প্রণাম’ অনুষ্ঠানের আয়োজন করে রাজ্যের 'তথ্য ও সংস্কৃতি' দফতর । শিক্ষামন্ত্রী তথা বাংলা আকাদেমির চেয়ারম্যান ব্রাত্য বসু বলেন, ‘‘সমাজের অন্যান্য ক্ষেত্রে কাজের পাশাপাশি যাঁরা নিরলস সাহিত্য সাধনা তথা সারস্বত সাধনা করে চলেছেন, তাঁদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলা আকাদেমি । প্রথম বছর বাংলার শ্রেষ্ঠ সাহিত্যিকের মতামত নিয়ে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তাঁর ‘কবিতা বিতান’ কাব্যগ্রন্থর কথা মাথায় রেখে সার্বিক ভাবে তাঁর সাহিত্য কীর্তির জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে ।’’
এই পুরস্কার মাননীয়া মুখ্যমন্ত্রী নিজের হাতে নেননি । তাঁর তরফে সেই পুরস্কার গ্রহণ করেন শিক্ষামন্ত্রী তথা বাংলা আকাদেমির চেয়ারম্যান ব্রাত্য বসু । ব্রাত্য বসুর হাতে এই পুরস্কার তুলে দেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন ।