ETV Bharat / city

Sreelekha-Suvendu on Mamata's poem: শ্রীলেখার কণ্ঠে মমতার কবিতা শুনে ইন্টারনেটে হাসির রোল, চাটুকারিতা বলছেন শুভেন্দু - শ্রীলেখার কণ্ঠে মমতার কবিতা

শ্রীলেখা মিত্রর (Sreelekha-Suvendu on Mamata's poem) কণ্ঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা শুনে হাসির রোল উঠল ইন্টারনেটে ৷ মুখ্যমন্ত্রীর সাহিত্য আকাদেমি পুরস্কারপ্রাপ্তিকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী ৷

sreelekha-mitra-recites-mamata-banerjees-poem-suvendu-adhikari-reacts-on-her-sahitya-akademi-award
শ্রীলেখার কণ্ঠে মমতার কবিতা শুনে ইন্টারনেটে হাসির রোল, চাটুকারিতা বলছেন শুভেন্দু
author img

By

Published : May 10, 2022, 4:44 PM IST

কলকাতা, 10 মে: নিরলস সাহিত্য সাধনার জন্য 'বাংলা আকাদেমি'র তরফে পুরস্কার পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এ বার তাঁর লেখা কবিতা পাঠ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বামপন্থী অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha-Suvendu on Mamata's poem)। সেই ভিডিয়ো দেখে হাসিঠাট্টায় সামিল নেট নাগরিকরা ৷ মুখ্যমন্ত্রীর কবিতাকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ৷

টলিউডের জনপ্রিয় নায়িকা শ্রীলেখা মিত্র'র অভিনয়শৈলী নিয়ে প্রশ্ন তোলা বাতুলতার সমান । বড় এবং ছোটপর্দা দুই ক্ষেত্রেই নিজের অভিনয় সৌকর্যের স্বাক্ষর রেখেছেন তিনি । তাঁর প্রতিবাদী কণ্ঠ, স্পষ্টভাষণ নিয়ে লেখালেখি হয় প্রায়ই । উত্তাল হয় সোশ্যাল মিডিয়া । বামপন্থী এই অভিনেত্রী এ বার পাঠ করলেন মুখ্যমন্ত্রীর লেখা দুটি কবিতা (Sreelekha Mitra recites Mamata Banerjees poem)।

উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাব্যচর্চার প্রতি অনুরাগ কারও অজানা নয় ৷ তাঁর রচিত কবিতা বাংলাবাসী আগেও পড়েছে । বাংলা আকাদেমি থেকে এ বার তাঁকে পুরস্কার দেওয়া হল । 'বাংলা আকাদেমি'র নামাঙ্কিত ‘রিট্রিভার্সিপ’ পুরস্কার দেওয়া চালু হল চলতি বছর থেকে । বাংলার সাহিত্যিকদের সঙ্গে পরামর্শ করে মুখ্যমন্ত্রীকে তাঁর ‘কবিতা বিতান’ কাব্যগ্রন্থের জন্য এই পুরস্কার দেওয়া হয় ।

মুখ্যমন্ত্রী এই পুরস্কার পাওয়ার পরই তাঁর লেখা কবিতা পাঠ করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র । এ দিন অভিনেত্রী নিজের সামাজিক মাধ্যমে এসে পাঠ করেন মুখ্যমত্রীর লেখা 'এপাং ওপাং ঝপাং', 'হাম্বা' শীর্ষক দুটি কবিতা ।

আরও পড়ুন: Suvendu Criticises Mamata : আপাং-ঝপাং-বাপাং লিখে পুরস্কার পেয়েছেন মুখ্যমন্ত্রী ! কটাক্ষ শুভেন্দুর

কবিতা পাঠের পর শ্রীলেখা বলেন, "বাংলা আকাদেমি নিশ্চয়ই বুঝেছেন তাঁর এই লেখার মর্ম, তাই তাঁরা তাঁকে পুরষ্কৃত করেছেন । এত সুন্দর কবিতার আমি সঠিক মূল্যায়ণ করতে পারলাম কি না জানি না । আজ এই দুটোই থাক । পরে বাকিগুলো শোনাব ।"

বলাবাহুল্য, শাসক দলের বিপরীতপন্থী শ্রীলেখার এই কবিতা পাঠের কারণ রাজনৈতিক সচেতন জনতার অজানা নয় । যার প্রভাব ইতিমধ্যেই পড়েছে সামাজিক মাধ্যমে ৷ অনেকেই শ্রীলেখার এই ভিডিয়ো পোস্ট শেয়ার করেছেন ৷ কমেন্ট বক্সে চলেছে প্রবল হাসিঠাট্টা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরস্কারপ্রাপ্তির পর এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari reacts on her Sahitya Akademi Award)৷ পরপর টুইট করে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন তিনি ৷ টুইটে শুভেন্দু লিখেছেন, "সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আজ আমাদের মধ্যে উপস্থিত থাকলে হয়তো লিখতেন: 'বাংলার সাহিত্য সমাজ, তুমি চেতনা হারাইয়াছ?' পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির পুরস্কার বাংলার বিশিষ্ট্য সাহিত্যিকদের সঙ্গে পরামর্শ করে মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়েছে তাঁর ‘কবিতা বিতান’ কাব্যগ্রন্থের জন্য ।"

  • সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আজ আমাদের মধ্যে উপস্থিত থাকলে হয়তো লিখতেন:
    “বাংলার সাহিত্য সমাজ, তুমি চেতনা হারাইয়াছ?”

    পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির পুরস্কার বাংলার বিশিষ্ঠ সাহিত্যিকদের সঙ্গে পরামর্শ করে মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়েছে তাঁর ‘কবিতা বিতান’ কাব্যগ্রন্থের জন্য।

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Mamata Bandyopadhyay : প্রশাসন সামলে সাহিত্য সাধনা, বিশেষ সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

শ্রীলেখা মিত্র মুখ্যমন্ত্রীর যে কবিতা দুটি পাঠ করেছেন, সেই দুটি কবিতাকেই আবার টুইটে তুলে ধরেছেন বিরোধী দলনেতা ৷ কটাক্ষের সুরে তার ক্যাপশনে লিখেছেন, "শিল্প কলা সংস্কৃতিতে মুনশিয়ানাই তো আমাদের পরিচয় বিশ্বের কাছে । সেই অহংবোধ কি না রবীন্দ্র জয়ন্তীর দিনে ধূলিসাৎ হলো । বাঙালির সত্ত্বা আজ লুণ্ঠিত ! ধিক্কার জানাই তাদের, যারা এই প্রক্রিয়ায় জড়িত । চাটুকারিতা কোন স্তরে পৌঁছলে এই ছড়া/কবিতার স্রষ্টাকে পুরস্কৃত করা হয় ৷"

  • শিল্প কলা সংস্কৃতিতে মুনশিয়ানাই তো আমাদের পরিচয় বিশ্বের কাছে। সেই অহংবোধ কিনা রবীন্দ্র জয়ন্তীর দিনে ধূলিসাৎ হলো। বাঙালির সত্ত্বা আজ লুণ্ঠিত !
    ধিক্কার জানাই তাদের, যারা এই প্রক্রিয়ায় জড়িত।
    চাটুকারিতা কোন স্তরে পৌঁছালে এই ছড়া/কবিতার স্রষ্টাকে পুরস্কৃত করা হয়: pic.twitter.com/HYsM2ctZ9r

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, সোমবার কবিগুরুর স্মরণে ‘কবি প্রণাম’ অনুষ্ঠানের আয়োজন করে রাজ্যের 'তথ্য ও সংস্কৃতি' দফতর । শিক্ষামন্ত্রী তথা বাংলা আকাদেমির চেয়ারম্যান ব্রাত্য বসু বলেন, ‘‘সমাজের অন্যান্য ক্ষেত্রে কাজের পাশাপাশি যাঁরা নিরলস সাহিত্য সাধনা তথা সারস্বত সাধনা করে চলেছেন, তাঁদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলা আকাদেমি । প্রথম বছর বাংলার শ্রেষ্ঠ সাহিত্যিকের মতামত নিয়ে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তাঁর ‘কবিতা বিতান’ কাব্যগ্রন্থর কথা মাথায় রেখে সার্বিক ভাবে তাঁর সাহিত্য কীর্তির জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে ।’’

এই পুরস্কার মাননীয়া মুখ্যমন্ত্রী নিজের হাতে নেননি । তাঁর তরফে সেই পুরস্কার গ্রহণ করেন শিক্ষামন্ত্রী তথা বাংলা আকাদেমির চেয়ারম্যান ব্রাত্য বসু । ব্রাত্য বসুর হাতে এই পুরস্কার তুলে দেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন ।

কলকাতা, 10 মে: নিরলস সাহিত্য সাধনার জন্য 'বাংলা আকাদেমি'র তরফে পুরস্কার পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এ বার তাঁর লেখা কবিতা পাঠ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বামপন্থী অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha-Suvendu on Mamata's poem)। সেই ভিডিয়ো দেখে হাসিঠাট্টায় সামিল নেট নাগরিকরা ৷ মুখ্যমন্ত্রীর কবিতাকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ৷

টলিউডের জনপ্রিয় নায়িকা শ্রীলেখা মিত্র'র অভিনয়শৈলী নিয়ে প্রশ্ন তোলা বাতুলতার সমান । বড় এবং ছোটপর্দা দুই ক্ষেত্রেই নিজের অভিনয় সৌকর্যের স্বাক্ষর রেখেছেন তিনি । তাঁর প্রতিবাদী কণ্ঠ, স্পষ্টভাষণ নিয়ে লেখালেখি হয় প্রায়ই । উত্তাল হয় সোশ্যাল মিডিয়া । বামপন্থী এই অভিনেত্রী এ বার পাঠ করলেন মুখ্যমন্ত্রীর লেখা দুটি কবিতা (Sreelekha Mitra recites Mamata Banerjees poem)।

উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাব্যচর্চার প্রতি অনুরাগ কারও অজানা নয় ৷ তাঁর রচিত কবিতা বাংলাবাসী আগেও পড়েছে । বাংলা আকাদেমি থেকে এ বার তাঁকে পুরস্কার দেওয়া হল । 'বাংলা আকাদেমি'র নামাঙ্কিত ‘রিট্রিভার্সিপ’ পুরস্কার দেওয়া চালু হল চলতি বছর থেকে । বাংলার সাহিত্যিকদের সঙ্গে পরামর্শ করে মুখ্যমন্ত্রীকে তাঁর ‘কবিতা বিতান’ কাব্যগ্রন্থের জন্য এই পুরস্কার দেওয়া হয় ।

মুখ্যমন্ত্রী এই পুরস্কার পাওয়ার পরই তাঁর লেখা কবিতা পাঠ করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র । এ দিন অভিনেত্রী নিজের সামাজিক মাধ্যমে এসে পাঠ করেন মুখ্যমত্রীর লেখা 'এপাং ওপাং ঝপাং', 'হাম্বা' শীর্ষক দুটি কবিতা ।

আরও পড়ুন: Suvendu Criticises Mamata : আপাং-ঝপাং-বাপাং লিখে পুরস্কার পেয়েছেন মুখ্যমন্ত্রী ! কটাক্ষ শুভেন্দুর

কবিতা পাঠের পর শ্রীলেখা বলেন, "বাংলা আকাদেমি নিশ্চয়ই বুঝেছেন তাঁর এই লেখার মর্ম, তাই তাঁরা তাঁকে পুরষ্কৃত করেছেন । এত সুন্দর কবিতার আমি সঠিক মূল্যায়ণ করতে পারলাম কি না জানি না । আজ এই দুটোই থাক । পরে বাকিগুলো শোনাব ।"

বলাবাহুল্য, শাসক দলের বিপরীতপন্থী শ্রীলেখার এই কবিতা পাঠের কারণ রাজনৈতিক সচেতন জনতার অজানা নয় । যার প্রভাব ইতিমধ্যেই পড়েছে সামাজিক মাধ্যমে ৷ অনেকেই শ্রীলেখার এই ভিডিয়ো পোস্ট শেয়ার করেছেন ৷ কমেন্ট বক্সে চলেছে প্রবল হাসিঠাট্টা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরস্কারপ্রাপ্তির পর এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari reacts on her Sahitya Akademi Award)৷ পরপর টুইট করে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন তিনি ৷ টুইটে শুভেন্দু লিখেছেন, "সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আজ আমাদের মধ্যে উপস্থিত থাকলে হয়তো লিখতেন: 'বাংলার সাহিত্য সমাজ, তুমি চেতনা হারাইয়াছ?' পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির পুরস্কার বাংলার বিশিষ্ট্য সাহিত্যিকদের সঙ্গে পরামর্শ করে মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়েছে তাঁর ‘কবিতা বিতান’ কাব্যগ্রন্থের জন্য ।"

  • সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আজ আমাদের মধ্যে উপস্থিত থাকলে হয়তো লিখতেন:
    “বাংলার সাহিত্য সমাজ, তুমি চেতনা হারাইয়াছ?”

    পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির পুরস্কার বাংলার বিশিষ্ঠ সাহিত্যিকদের সঙ্গে পরামর্শ করে মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়েছে তাঁর ‘কবিতা বিতান’ কাব্যগ্রন্থের জন্য।

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Mamata Bandyopadhyay : প্রশাসন সামলে সাহিত্য সাধনা, বিশেষ সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

শ্রীলেখা মিত্র মুখ্যমন্ত্রীর যে কবিতা দুটি পাঠ করেছেন, সেই দুটি কবিতাকেই আবার টুইটে তুলে ধরেছেন বিরোধী দলনেতা ৷ কটাক্ষের সুরে তার ক্যাপশনে লিখেছেন, "শিল্প কলা সংস্কৃতিতে মুনশিয়ানাই তো আমাদের পরিচয় বিশ্বের কাছে । সেই অহংবোধ কি না রবীন্দ্র জয়ন্তীর দিনে ধূলিসাৎ হলো । বাঙালির সত্ত্বা আজ লুণ্ঠিত ! ধিক্কার জানাই তাদের, যারা এই প্রক্রিয়ায় জড়িত । চাটুকারিতা কোন স্তরে পৌঁছলে এই ছড়া/কবিতার স্রষ্টাকে পুরস্কৃত করা হয় ৷"

  • শিল্প কলা সংস্কৃতিতে মুনশিয়ানাই তো আমাদের পরিচয় বিশ্বের কাছে। সেই অহংবোধ কিনা রবীন্দ্র জয়ন্তীর দিনে ধূলিসাৎ হলো। বাঙালির সত্ত্বা আজ লুণ্ঠিত !
    ধিক্কার জানাই তাদের, যারা এই প্রক্রিয়ায় জড়িত।
    চাটুকারিতা কোন স্তরে পৌঁছালে এই ছড়া/কবিতার স্রষ্টাকে পুরস্কৃত করা হয়: pic.twitter.com/HYsM2ctZ9r

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, সোমবার কবিগুরুর স্মরণে ‘কবি প্রণাম’ অনুষ্ঠানের আয়োজন করে রাজ্যের 'তথ্য ও সংস্কৃতি' দফতর । শিক্ষামন্ত্রী তথা বাংলা আকাদেমির চেয়ারম্যান ব্রাত্য বসু বলেন, ‘‘সমাজের অন্যান্য ক্ষেত্রে কাজের পাশাপাশি যাঁরা নিরলস সাহিত্য সাধনা তথা সারস্বত সাধনা করে চলেছেন, তাঁদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলা আকাদেমি । প্রথম বছর বাংলার শ্রেষ্ঠ সাহিত্যিকের মতামত নিয়ে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তাঁর ‘কবিতা বিতান’ কাব্যগ্রন্থর কথা মাথায় রেখে সার্বিক ভাবে তাঁর সাহিত্য কীর্তির জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে ।’’

এই পুরস্কার মাননীয়া মুখ্যমন্ত্রী নিজের হাতে নেননি । তাঁর তরফে সেই পুরস্কার গ্রহণ করেন শিক্ষামন্ত্রী তথা বাংলা আকাদেমির চেয়ারম্যান ব্রাত্য বসু । ব্রাত্য বসুর হাতে এই পুরস্কার তুলে দেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.