ETV Bharat / city

Sree Bhumi Sporting Club Durga Puja : নবমী থেকে দর্শনার্থীদের জন্য বন্ধ শ্রীভূমির বুর্জ খলিফা - শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বুর্জ খলিফা

শেষ পর্যন্ত বন্ধই করতে হল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো দর্শন ৷ বুর্জ খলিফা দেখতে আসা দর্শনার্থীদের ভিড় সামলানো মুশকিল হচ্ছে ৷ তাই এই সিদ্ধান্ত ৷ লেজার আলোকজ্জার পর এবার মণ্ডপে দর্শনার্থী প্রবেশও বন্ধ হল ৷

Durga Puja
Sree Bhumi Sporting Club
author img

By

Published : Oct 14, 2021, 9:45 AM IST

Updated : Oct 14, 2021, 4:52 PM IST

কলকাতা, 14 অক্টোবর : ভিড়ের চোটে শেষ পর্যন্ত বন্ধই করতে হল বুর্জ খলিফার দরজা । রাজ্যের মন্ত্রী সুজিত বসুর পুজো নামে পরিচিত শ্রীভূমির পুজো প্যান্ডেল দেখার জন্য কাতারে কাতারে মানুষ ভিড় জমাচ্ছিলেন ৷ করোনা পরিস্থিতিতে অমন ভিড়ের বন্যা ঠেকাতে শেষ পর্যন্ত শ্রীভূমিতে দর্শক প্রবেশ বন্ধ করে দেওয়া হল ৷ বৃহস্পতিবার সকালে বিধাননগর পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন ক্লাব কর্তারা ৷ বৈঠকের পর আপাতত এ বছরের জন্য মণ্ডপে দর্শক প্রবেশ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ অর্থাৎ, নবমী থেকে 'বুর্জ খলিফা'র দর্শন করতে পারবেন না আম বাঙালি ৷

এছাড়া রেলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিধাননগর স্টেশনে কোনও ডাউন ট্রেন দাঁড়াবে না ৷ ভিড়ে রাশ টানতে পুলিশের অনুরোধ মেনে এই সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ । তার সঙ্গেই এবছর নজিরবিহীন সিদ্ধান্ত নিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবও ।

বিধাননগর সিটি পুলিশ সূত্রে খবর, বুধবার গভীর রাত থেকেই দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয় শ্রীভূমির দরজা । ভিড় ঠেকাতেই এই সিদ্ধান্ত ৷ নবমী থেকে কোনও দর্শনার্থী শ্রীভূমি পুজো মণ্ডপে ঢুকতে পারবেন না বলে জানানো হয়েছে পুলিশের তরফে । নবমীর সকালে ফের পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে বসে ক্লাব কর্তৃপক্ষ ৷ সেই বৈঠকে স্থির হয়, এ বছরের জন্য শ্রীভূমির স্পোর্টিংয়ের পুজো মণ্ডপ জনসাধারণের জন্য বন্ধ রাখা হবে ৷ তবে দর্শনার্থী ঢুকতে না পারলেও পুজো কি চলবে ? সেই প্রশ্নে ক্লাবের তরফে জানানো হয়, পুজোর অন্যান্য উপাচার স্বাভাবিক নিয়মেই চলবে । শুধু মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে ৷

এর আগে সপ্তমীর রাতে মণ্ডপের লেজারের আলো নেভাতে হয় ৷ কারণ মণ্ডপের আলোক সজ্জার জন্য বিমান পরিষেবা ব্যাহত হচ্ছিল ৷ লেজার আলোর জন্য বিমানচালকদের অসুবিধায় পড়তে হচ্ছিল ৷ সেদিন রাত আটটা নাগাদ থেকে আলোকসজ্জা বন্ধ রাখতে হয় ৷ আলো বন্ধের কিছু আগেই শ্রীভূমি পুজো মণ্ডপের পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন পুলিশ-প্রশাসনের কর্তারা । তারপরও দর্শনার্থীদের ভিড় অব্যাহত ছিলই ৷ ভিড়ের ঠেলায় এবার মণ্ডপে সাধারণের প্রবেশও বন্ধ করতে হল ৷

আরও পড়ুন : Puja Parikrama : বুর্জ খলিফা দেখতে ভিড় শ্রীভূমিতে, পাইলটদের আপত্তিতে নিভল আলো

কলকাতা, 14 অক্টোবর : ভিড়ের চোটে শেষ পর্যন্ত বন্ধই করতে হল বুর্জ খলিফার দরজা । রাজ্যের মন্ত্রী সুজিত বসুর পুজো নামে পরিচিত শ্রীভূমির পুজো প্যান্ডেল দেখার জন্য কাতারে কাতারে মানুষ ভিড় জমাচ্ছিলেন ৷ করোনা পরিস্থিতিতে অমন ভিড়ের বন্যা ঠেকাতে শেষ পর্যন্ত শ্রীভূমিতে দর্শক প্রবেশ বন্ধ করে দেওয়া হল ৷ বৃহস্পতিবার সকালে বিধাননগর পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন ক্লাব কর্তারা ৷ বৈঠকের পর আপাতত এ বছরের জন্য মণ্ডপে দর্শক প্রবেশ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ অর্থাৎ, নবমী থেকে 'বুর্জ খলিফা'র দর্শন করতে পারবেন না আম বাঙালি ৷

এছাড়া রেলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিধাননগর স্টেশনে কোনও ডাউন ট্রেন দাঁড়াবে না ৷ ভিড়ে রাশ টানতে পুলিশের অনুরোধ মেনে এই সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ । তার সঙ্গেই এবছর নজিরবিহীন সিদ্ধান্ত নিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবও ।

বিধাননগর সিটি পুলিশ সূত্রে খবর, বুধবার গভীর রাত থেকেই দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয় শ্রীভূমির দরজা । ভিড় ঠেকাতেই এই সিদ্ধান্ত ৷ নবমী থেকে কোনও দর্শনার্থী শ্রীভূমি পুজো মণ্ডপে ঢুকতে পারবেন না বলে জানানো হয়েছে পুলিশের তরফে । নবমীর সকালে ফের পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে বসে ক্লাব কর্তৃপক্ষ ৷ সেই বৈঠকে স্থির হয়, এ বছরের জন্য শ্রীভূমির স্পোর্টিংয়ের পুজো মণ্ডপ জনসাধারণের জন্য বন্ধ রাখা হবে ৷ তবে দর্শনার্থী ঢুকতে না পারলেও পুজো কি চলবে ? সেই প্রশ্নে ক্লাবের তরফে জানানো হয়, পুজোর অন্যান্য উপাচার স্বাভাবিক নিয়মেই চলবে । শুধু মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে ৷

এর আগে সপ্তমীর রাতে মণ্ডপের লেজারের আলো নেভাতে হয় ৷ কারণ মণ্ডপের আলোক সজ্জার জন্য বিমান পরিষেবা ব্যাহত হচ্ছিল ৷ লেজার আলোর জন্য বিমানচালকদের অসুবিধায় পড়তে হচ্ছিল ৷ সেদিন রাত আটটা নাগাদ থেকে আলোকসজ্জা বন্ধ রাখতে হয় ৷ আলো বন্ধের কিছু আগেই শ্রীভূমি পুজো মণ্ডপের পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন পুলিশ-প্রশাসনের কর্তারা । তারপরও দর্শনার্থীদের ভিড় অব্যাহত ছিলই ৷ ভিড়ের ঠেলায় এবার মণ্ডপে সাধারণের প্রবেশও বন্ধ করতে হল ৷

আরও পড়ুন : Puja Parikrama : বুর্জ খলিফা দেখতে ভিড় শ্রীভূমিতে, পাইলটদের আপত্তিতে নিভল আলো

Last Updated : Oct 14, 2021, 4:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.