ETV Bharat / city

আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ টোল ফ্রি নম্বর, কন্ট্রোল রুম - কন্ট্রোল রুম

উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত, পেটের টানে বহু শ্রমিক থাকেন ভিন রাজ্যে। কোরোনার জেরে লকডাউনে তাঁদের অবস্থা রীতিমতো বিপর্যস্ত। অনেকের ন্যূনতম অন্নসংস্থান অবধি হয়ে উঠছে না। তাঁরা চাইছেন যে কোনওভাবে এরাজ্যে ফিরে আসতে। কিন্তু এতদিন পর্যন্ত কোনও উপায় ছিল না। সম্প্রতি কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য চালানো হবে বিশেষ ট্রেন। সংশ্লিষ্ট রাজ্যগুলির সঙ্গে যোগ রেখে এই ট্রেনগুলি চলবে। আর তারপরেই উদ্যোগী হল নবান্ন।

migrant workers
পরিযায়ী শ্রমিক
author img

By

Published : May 3, 2020, 11:15 PM IST

কলকাতা, 3 মে: এ রাজ্যে আটকে আছেন বহু পরিযায়ী শ্রমিক। ফিরতে চাইছেন নিজেদের রাজ্যে। আবার ভিন রাজ্য বহু বাঙালি শ্রমিক আটকে আছেন। সঠিক সংখ্যার তথ্য কারও কাছেই ঠিকভাবে নেই। এবার সেই তথ্য তৈরিতে মন দিল নবান্ন। প্রকাশ করা হলো একটি বিশেষ টোল ফ্রি নম্বর। সঙ্গে খোলা হল কন্ট্রোল রুম।

উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত, পেটের টানে বহু শ্রমিক থাকেন ভিন রাজ্যে। কোরোনার জেরে লকডাউনে তাদের অবস্থা রীতিমতো বিপর্যস্ত। অনেকের ন্যূনতম অন্নসংস্থান অবধি হয়ে উঠছে না। আর তাঁরা চাইছেন যে কোনওভাবে এরাজ্যে ফিরে আসতে। কিন্তু এতদিন পর্যন্ত কোনও উপায় ছিল না। সম্প্রতি কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য চালানো হবে বিশেষ ট্রেন। সংশ্লিষ্ট রাজ্যগুলির সঙ্গে যোগ রেখে এই ট্রেনগুলি চলবে। আর তারপরেই উদ্যোগী হল নবান্ন। ভিন রাজ্যে বাঙালি কতজন শ্রমিক আটকে আছেন তা জানার জন্য চালু করা হলো টোল ফ্রি নম্বর। নম্বরটি হল 1070। যে কন্ট্রোল রুম রাজ্যের তরফে খোলা হয়েছে তার নম্বর 033-22143625।

এরাজ‍্যে আটকে থাকা ভিন রাজ্যের শ্রমিক কিংবা ভিন রাজ্যে আটকে থাকা এই রাজ্যের শ্রমিকরা এই নম্বর গুলিতে ফোন করে তথ্য দিতে পারবেন। রাজ্যে ফেরার জন্য এন্ট্রি পাশের জন্য আবেদন করা যাবে https://wb.gov.in এই ওয়েবসাইটে। আর এগজ়িট পাসের জন্য আবেদন করা যাবে http://202.61.117.163/interstatepass/aspx/signin.aspx পেজে। এন্ট্রি পাস আগামী 5 মে থেকে পাওয়া যাবে। 1 থেকে 4 জনের ছোট গ্রুপ নিজেদের দায়িত্বে ফিরতে চাইলে তাঁরাও এন্ট্রি পাশের জন্য আবেদন করতে পারবেন।

কলকাতা, 3 মে: এ রাজ্যে আটকে আছেন বহু পরিযায়ী শ্রমিক। ফিরতে চাইছেন নিজেদের রাজ্যে। আবার ভিন রাজ্য বহু বাঙালি শ্রমিক আটকে আছেন। সঠিক সংখ্যার তথ্য কারও কাছেই ঠিকভাবে নেই। এবার সেই তথ্য তৈরিতে মন দিল নবান্ন। প্রকাশ করা হলো একটি বিশেষ টোল ফ্রি নম্বর। সঙ্গে খোলা হল কন্ট্রোল রুম।

উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত, পেটের টানে বহু শ্রমিক থাকেন ভিন রাজ্যে। কোরোনার জেরে লকডাউনে তাদের অবস্থা রীতিমতো বিপর্যস্ত। অনেকের ন্যূনতম অন্নসংস্থান অবধি হয়ে উঠছে না। আর তাঁরা চাইছেন যে কোনওভাবে এরাজ্যে ফিরে আসতে। কিন্তু এতদিন পর্যন্ত কোনও উপায় ছিল না। সম্প্রতি কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য চালানো হবে বিশেষ ট্রেন। সংশ্লিষ্ট রাজ্যগুলির সঙ্গে যোগ রেখে এই ট্রেনগুলি চলবে। আর তারপরেই উদ্যোগী হল নবান্ন। ভিন রাজ্যে বাঙালি কতজন শ্রমিক আটকে আছেন তা জানার জন্য চালু করা হলো টোল ফ্রি নম্বর। নম্বরটি হল 1070। যে কন্ট্রোল রুম রাজ্যের তরফে খোলা হয়েছে তার নম্বর 033-22143625।

এরাজ‍্যে আটকে থাকা ভিন রাজ্যের শ্রমিক কিংবা ভিন রাজ্যে আটকে থাকা এই রাজ্যের শ্রমিকরা এই নম্বর গুলিতে ফোন করে তথ্য দিতে পারবেন। রাজ্যে ফেরার জন্য এন্ট্রি পাশের জন্য আবেদন করা যাবে https://wb.gov.in এই ওয়েবসাইটে। আর এগজ়িট পাসের জন্য আবেদন করা যাবে http://202.61.117.163/interstatepass/aspx/signin.aspx পেজে। এন্ট্রি পাস আগামী 5 মে থেকে পাওয়া যাবে। 1 থেকে 4 জনের ছোট গ্রুপ নিজেদের দায়িত্বে ফিরতে চাইলে তাঁরাও এন্ট্রি পাশের জন্য আবেদন করতে পারবেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.