ETV Bharat / city

PAC Issue : বিধানসভার কাজে হস্তক্ষেপ বরদাস্ত নয়, পিএসি নিয়ে রাজ্যপালের চিঠির জবাব বিমানের

author img

By

Published : Sep 6, 2021, 3:58 PM IST

Updated : Sep 6, 2021, 5:03 PM IST

গত বৃহস্পতিবার বিধানসভার অধ্যক্ষকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নিয়ে চিঠি দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । সেখানে তিনি বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে পরামর্শ দিয়েছিলেন, ‘সংসদীয় ব্যবস্থার মর্যাদা ধরে রাখতে সঠিক সিদ্ধান্ত’ করা হোক ।

speaker-biman-banerjee-gave-reply-of-governor-jagdeep-dhankhar-letter-on-pac-issue
PAC Issue : পিএসির নিয়ে রাজ্যপালের চিঠির জবাবে বিমান জানালেন, বিধানসভার কাজে হস্তক্ষেপ বরদাস্ত নয়

কলকাতা, 6 সেপ্টেম্বর : বিধানসভার (West Bengal Legislative Assembly) কাজে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagadeep Dhankhar) হস্তক্ষেপ করছেন বলে ফের অভিযোগ করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Bandopadhyay) । কিছুদিন আগেই লোকসভার (Loksabha) অধ্যক্ষ ওম বিড়লাকে (Om Birla) রাজ্যপালের ভূমিকা নিয়ে নালিশ জানিয়েছিলেন তিনি । এবার সরাসরি রাজ্যপাল ধনকরকেই চিঠি লিখলেন এই নিয়ে ৷

আরও পড়ুন : Dilip Ghosh : ভবানীপুরের উপনির্বাচন নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলীপের

জানা গিয়েছে, আগেরবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বিধানসভার কাজে হস্তক্ষেপের অধিকার রাজ্যের সাংবিধানিক প্রধানের নেই । অথচ তারপরও একাধিক বিষয়ে হস্তক্ষেপ করতে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে (West Bengal Governor) । যার সাম্প্রতিকতম উদাহরণ হল বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান (PAC Chairman) নিয়ে রাজ্যপালের পাঠানো চিঠি ৷ বিমান বন্দ্যোপাধ্যায় এই চিঠির পালটা উত্তর দিয়েছেন ধনকরকে ৷

সোমবার বিমানবাবু বলেন, ‘‘এই বিষয়ে মাননীয় রাজ্যপালকে আমি চিঠির জবাব দিয়েছি । জানিয়েছি, আপনি বিধানসভার কাজে হস্তক্ষেপ করতে পারেন না । পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের বিষয়টি সম্পূর্ণভাবে অধ্যক্ষের এক্তিয়ারভুক্ত একটি বিষয় । এতে হস্তক্ষেপ করে তিনি বিধানসভার গরিমাকেই নষ্ট করছেন ।’’

আরও পড়ুন : uvendu Adhikari : গ্রেফতার করা যাবে না শুভেন্দুকে, নির্দেশ হাইকোর্টের

এর পরেই একরাশ বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, ‘‘বারবার বলা সত্ত্বেও কেন রাজ্যপাল বিধানসভার কাজে হস্তক্ষেপ করছেন বুঝতে পারছি না । তবে আশা করছি তিনি বিষয়টি বুঝতে পারবেন, আগামিদিনে বিধানসভার কাজে হস্তক্ষেপ করার চেষ্টা করবেন না ।’’

তিনি বলেন, ‘‘রাজ্যপাল যে ভাষায় চিঠি-চাপাটি করছেন, তাতে সংবিধানিক পদের সম্মান থাকে না । সেটা রাজ্যপাল হিসেবে ওঁর বোঝা উচিত । আশা করি উনি নিজেকে সংযত করবেন । এবং বিধানসভার আভ্যন্তরীণ বিষয়ে অন্তত তিনি হস্তক্ষেপ করবেন না ।’’

আরও পড়ুন : TMC Leader Arrest : আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার ত্রিপুরার তৃণমূল নেত্রী

উল্লেখ্য, গত বৃহস্পতিবারই বিধানসভার অধ্যক্ষকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নিয়ে চিঠি দিয়েছিলেন রাজ্যপাল জাগদীপ ধনকড় । সেখানে তিনি বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে পরামর্শ দিয়েছিলেন, ‘সংসদীয় ব্যবস্থার মর্যাদা ধরে রাখতে সঠিক সিদ্ধান্ত’ করা হোক । বিষয়টি বিচারাধীন থাকায় নির্দিষ্ট কোনও মন্তব্য করতে চাননি স্পিকার । তবে হাইকোর্টে মামলা থাকা সত্ত্বেও পিএসি নিয়ে রাজ্যপালের চিঠিতে বিস্মিত হয় বিধানসভার সচিবালয় ।

বিধানসভার নিয়ম অনুযায়ী, পিএসি বা তার চেয়ারম্যান পদে মনোনয়নের ক্ষেত্রে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত । তাই মুকুল রায়কে (Mukul Roy) মনোনীত করেছেন বিমানবাবু । বিজেপির (BJP) প্রতীকে জিতে মুকুল রায় তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) চলে গিয়েছেন । তাই ওই পদে তাঁর মনোনয়নকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেছে বিজেপি ।

আরও পড়ুন : By-election : তিন কেন্দ্রে প্রার্থী ঘোষণা তৃণমূলের, ভবানীপুরে ‘খেলবেন’ মমতা

বিজেপির অভিযোগ, পিএসির চেয়ারম্যান পদে সবসময় বিরোধী বিধায়কই থাকেন । মুকুল তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় সেই পদে তাঁর মনোনয়ন সংসদীয় ব্যবস্থার মূল উদ্দেশ্য নষ্ট হচ্ছে । হাইকোর্টে মামলা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং বিজেপি বিধায়ক অম্বিকা রায় (Ambika Roy) ।

কলকাতা, 6 সেপ্টেম্বর : বিধানসভার (West Bengal Legislative Assembly) কাজে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagadeep Dhankhar) হস্তক্ষেপ করছেন বলে ফের অভিযোগ করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Bandopadhyay) । কিছুদিন আগেই লোকসভার (Loksabha) অধ্যক্ষ ওম বিড়লাকে (Om Birla) রাজ্যপালের ভূমিকা নিয়ে নালিশ জানিয়েছিলেন তিনি । এবার সরাসরি রাজ্যপাল ধনকরকেই চিঠি লিখলেন এই নিয়ে ৷

আরও পড়ুন : Dilip Ghosh : ভবানীপুরের উপনির্বাচন নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলীপের

জানা গিয়েছে, আগেরবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বিধানসভার কাজে হস্তক্ষেপের অধিকার রাজ্যের সাংবিধানিক প্রধানের নেই । অথচ তারপরও একাধিক বিষয়ে হস্তক্ষেপ করতে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে (West Bengal Governor) । যার সাম্প্রতিকতম উদাহরণ হল বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান (PAC Chairman) নিয়ে রাজ্যপালের পাঠানো চিঠি ৷ বিমান বন্দ্যোপাধ্যায় এই চিঠির পালটা উত্তর দিয়েছেন ধনকরকে ৷

সোমবার বিমানবাবু বলেন, ‘‘এই বিষয়ে মাননীয় রাজ্যপালকে আমি চিঠির জবাব দিয়েছি । জানিয়েছি, আপনি বিধানসভার কাজে হস্তক্ষেপ করতে পারেন না । পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের বিষয়টি সম্পূর্ণভাবে অধ্যক্ষের এক্তিয়ারভুক্ত একটি বিষয় । এতে হস্তক্ষেপ করে তিনি বিধানসভার গরিমাকেই নষ্ট করছেন ।’’

আরও পড়ুন : uvendu Adhikari : গ্রেফতার করা যাবে না শুভেন্দুকে, নির্দেশ হাইকোর্টের

এর পরেই একরাশ বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, ‘‘বারবার বলা সত্ত্বেও কেন রাজ্যপাল বিধানসভার কাজে হস্তক্ষেপ করছেন বুঝতে পারছি না । তবে আশা করছি তিনি বিষয়টি বুঝতে পারবেন, আগামিদিনে বিধানসভার কাজে হস্তক্ষেপ করার চেষ্টা করবেন না ।’’

তিনি বলেন, ‘‘রাজ্যপাল যে ভাষায় চিঠি-চাপাটি করছেন, তাতে সংবিধানিক পদের সম্মান থাকে না । সেটা রাজ্যপাল হিসেবে ওঁর বোঝা উচিত । আশা করি উনি নিজেকে সংযত করবেন । এবং বিধানসভার আভ্যন্তরীণ বিষয়ে অন্তত তিনি হস্তক্ষেপ করবেন না ।’’

আরও পড়ুন : TMC Leader Arrest : আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার ত্রিপুরার তৃণমূল নেত্রী

উল্লেখ্য, গত বৃহস্পতিবারই বিধানসভার অধ্যক্ষকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নিয়ে চিঠি দিয়েছিলেন রাজ্যপাল জাগদীপ ধনকড় । সেখানে তিনি বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে পরামর্শ দিয়েছিলেন, ‘সংসদীয় ব্যবস্থার মর্যাদা ধরে রাখতে সঠিক সিদ্ধান্ত’ করা হোক । বিষয়টি বিচারাধীন থাকায় নির্দিষ্ট কোনও মন্তব্য করতে চাননি স্পিকার । তবে হাইকোর্টে মামলা থাকা সত্ত্বেও পিএসি নিয়ে রাজ্যপালের চিঠিতে বিস্মিত হয় বিধানসভার সচিবালয় ।

বিধানসভার নিয়ম অনুযায়ী, পিএসি বা তার চেয়ারম্যান পদে মনোনয়নের ক্ষেত্রে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত । তাই মুকুল রায়কে (Mukul Roy) মনোনীত করেছেন বিমানবাবু । বিজেপির (BJP) প্রতীকে জিতে মুকুল রায় তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) চলে গিয়েছেন । তাই ওই পদে তাঁর মনোনয়নকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেছে বিজেপি ।

আরও পড়ুন : By-election : তিন কেন্দ্রে প্রার্থী ঘোষণা তৃণমূলের, ভবানীপুরে ‘খেলবেন’ মমতা

বিজেপির অভিযোগ, পিএসির চেয়ারম্যান পদে সবসময় বিরোধী বিধায়কই থাকেন । মুকুল তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় সেই পদে তাঁর মনোনয়ন সংসদীয় ব্যবস্থার মূল উদ্দেশ্য নষ্ট হচ্ছে । হাইকোর্টে মামলা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং বিজেপি বিধায়ক অম্বিকা রায় (Ambika Roy) ।

Last Updated : Sep 6, 2021, 5:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.