ETV Bharat / city

চাইলে বিনা শর্তে দলে ফিরতে পারেন, শোভনকে বার্তা তৃণমূলের

শোভন চট্টোপাধ্যায় আদৌ BJP-তে সক্রিয় হবেন না কি তৃণমূলে ফিরবেন, তা পরিষ্কার নয় শাসক দলের নেতাদের কাছে । কার্যত তাঁকে ঘিরে চলছে দড়ি টানাটানির খেলা । এর নিষ্পত্তি চাইছে তৃণমূল কংগ্রেস ।

শোভন চট্টোপাধ্যায়
শোভন চট্টোপাধ্যায়
author img

By

Published : Aug 29, 2020, 9:28 PM IST

কলকাতা, 29 অগাস্ট : এবারে শোভন চট্টোপাধ্যায়কে নিঃশর্তে দলে ফেরানোর বার্তা দিল তৃণমূল । সূত্রের খবর, শীর্ষ নেতৃত্বের তরফে একাধিক ফোন যায় শোভনবাবুর কাছে । তৃণমূলে যোগ দেবেন কি না তা নিয়ে সরাসরি জানতে চান তাঁরা । তবে এটাও জানিয়ে দেওয়া হয়, যদি তিনি তৃণমূলে যোগ দেন তাহলে কোনও প্রকার শর্ত মানা হবে না ।

শোভন চট্টোপাধ্যায় আদৌ BJP-তে সক্রিয় হবেন না কি তৃণমূলে ফিরবেন, তা পরিষ্কার নয় শাসক দলের নেতাদের কাছে । কার্যত তাঁকে ঘিরে চলছে দড়ি টানাটানির খেলা । এর নিষ্পত্তি চাইছে তৃণমূল কংগ্রেস । কিছুদিন আগেই তৃণমূলের একাংশ দাবি করেছিল, কিছু শর্তে তিনি দলে ফিরবেন । সেইমতো শুরু হয়েছিল কাজ । কলকাতার 131 নম্বর ওয়ার্ডের সাংগঠনিক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল রত্না চট্টোপাধ্যায়কে । কিন্তু BJP নেতৃত্বের সঙ্গে শোভনের বৈঠকের পর বদলে ছিল প্রেক্ষাপট । সিদ্ধান্ত বদলে ছিলেন তিনি । তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের পর আবারও শোভন চট্টোপাধ্যায়কে দলে নেওয়ার বিষয়টি সামনে এসেছে । ফোন গেছে শীর্ষ নেতৃত্বের তরফ থেকে ।

আরও পড়ুন : দায়িত্ব থেকে অব্যাহতি রত্নাকে, শাসকদলে শোভনের প্রত্যাবর্তন নিয়ে জল্পনা

জানা গেছে, এবারে বেশ কঠোর মনোভাব নিয়েছে তৃণমূল নেতৃত্ব । কোনও কিছুর বিনিময়ে বা শর্তে নয়, একদম সাধারণ কর্মীর মতো যোগ দিতে হবে তৃণমূলে । যদি রাজি থাকেন তবেই তিনি যোগ দিতে পারেন ।

রাজনৈতিক মহলের মতে, শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে টানাপোড়েন আর জিইয়ে রাখতে চাইছে না তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । 2021 এর বিধানসভা নির্বাচনের আগে একটা সিদ্ধান্তে আসতে চাইছে তারা । শীর্ষ নেতৃত্ব মনে করছে, তৃণমূলে না ফিরলেও কোনও সমস্যা নেই । তবে তার অবস্থান এই মুহূর্তে স্পষ্ট হওয়া উচিত । সেইমতোই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে ।

আরও পড়ুন : লকডাউনে নিজের ওয়ার্ডে পা রাখেননি শোভন, ক্ষোভ রত্নার

কলকাতা, 29 অগাস্ট : এবারে শোভন চট্টোপাধ্যায়কে নিঃশর্তে দলে ফেরানোর বার্তা দিল তৃণমূল । সূত্রের খবর, শীর্ষ নেতৃত্বের তরফে একাধিক ফোন যায় শোভনবাবুর কাছে । তৃণমূলে যোগ দেবেন কি না তা নিয়ে সরাসরি জানতে চান তাঁরা । তবে এটাও জানিয়ে দেওয়া হয়, যদি তিনি তৃণমূলে যোগ দেন তাহলে কোনও প্রকার শর্ত মানা হবে না ।

শোভন চট্টোপাধ্যায় আদৌ BJP-তে সক্রিয় হবেন না কি তৃণমূলে ফিরবেন, তা পরিষ্কার নয় শাসক দলের নেতাদের কাছে । কার্যত তাঁকে ঘিরে চলছে দড়ি টানাটানির খেলা । এর নিষ্পত্তি চাইছে তৃণমূল কংগ্রেস । কিছুদিন আগেই তৃণমূলের একাংশ দাবি করেছিল, কিছু শর্তে তিনি দলে ফিরবেন । সেইমতো শুরু হয়েছিল কাজ । কলকাতার 131 নম্বর ওয়ার্ডের সাংগঠনিক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল রত্না চট্টোপাধ্যায়কে । কিন্তু BJP নেতৃত্বের সঙ্গে শোভনের বৈঠকের পর বদলে ছিল প্রেক্ষাপট । সিদ্ধান্ত বদলে ছিলেন তিনি । তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের পর আবারও শোভন চট্টোপাধ্যায়কে দলে নেওয়ার বিষয়টি সামনে এসেছে । ফোন গেছে শীর্ষ নেতৃত্বের তরফ থেকে ।

আরও পড়ুন : দায়িত্ব থেকে অব্যাহতি রত্নাকে, শাসকদলে শোভনের প্রত্যাবর্তন নিয়ে জল্পনা

জানা গেছে, এবারে বেশ কঠোর মনোভাব নিয়েছে তৃণমূল নেতৃত্ব । কোনও কিছুর বিনিময়ে বা শর্তে নয়, একদম সাধারণ কর্মীর মতো যোগ দিতে হবে তৃণমূলে । যদি রাজি থাকেন তবেই তিনি যোগ দিতে পারেন ।

রাজনৈতিক মহলের মতে, শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে টানাপোড়েন আর জিইয়ে রাখতে চাইছে না তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । 2021 এর বিধানসভা নির্বাচনের আগে একটা সিদ্ধান্তে আসতে চাইছে তারা । শীর্ষ নেতৃত্ব মনে করছে, তৃণমূলে না ফিরলেও কোনও সমস্যা নেই । তবে তার অবস্থান এই মুহূর্তে স্পষ্ট হওয়া উচিত । সেইমতোই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে ।

আরও পড়ুন : লকডাউনে নিজের ওয়ার্ডে পা রাখেননি শোভন, ক্ষোভ রত্নার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.