কলকাতা, 21 ডিসেম্বর : একুশের কলকাতা পৌরভোটে তৃণমূলের বিপুল জয় (TMC Victory in KMC Election 2021) আদতে তাঁরই কর্মকাণ্ডের ফল ! মঙ্গলবার পৌর নির্বাচনের ফল (KMC Election 2021 Result) সামনে আসতেই কার্যত এই দাবি করলেন কলকাতা পৌরনিগমের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্য়ায় (Sovan Chatterjee on KMC Election 2021 Result) ৷ ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, মেয়র পদে থাকাকালীন তিনি যে সমস্ত উন্নয়নমূলক কাজ করেছিলেন, আজ তারই সুফল পাচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ একইসঙ্গে শোভনের আক্ষেপ, তাঁর আমলে শুরু হওয়া প্রকল্পগুলি রূপায়নের কাজ আরও দ্রুত সেরে ফেলা উচিত ছিল ৷
আরও পড়ুন : KMC Election 2021 Result : বিদায়ী পৌরবোর্ডের কাজের ফল, তৃণমূলের একচ্ছত্র আধিপত্য নিয়ে প্রতিক্রিয়া অতীনের
দীর্ঘ রাজনৈতিক ইনিংসে শোভন চট্টোপাধ্য়ায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) অন্যতম বিশ্বস্ত সৈনিক ৷ দিদি তাঁকে স্নেহভরে ‘কানন’ বলে ডাকতেন ৷ সেই সুদিন আজ অতীত ৷ স্ত্রী ও বান্ধবীর সঙ্গে সম্পর্কে টানাপোড়েনের মাঝে শোভনের রাজনৈতিক জীবনের আকস্মিক অন্ধকার এখন আর কারও অজানা নয় ৷ পরিবারের সঙ্গে আজ আর তাঁর কোনও সম্পর্ক নেই ৷ যদিও শোভনের দাবি, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশেই বাড়ি ছেড়েছিলেন তিনি ৷ মাঝখানে বিজেপির হাত ধরে রাজনীতির আঙিনায় ফেরার চেষ্টা করলেও অচেনা আবহে খুব বেশিদিন টিকতে পারেননি তৃণমূলের একসময়ের দোর্দণ্ডপ্রতাপ এই নেতা ৷
জননেতা হিসাবে শোভন নিজের জন্য যে জায়গা তৈরি করেছিলেন, তা মোটেই সহজ ছিল না ৷ অথচ আজ সেই তিনিই রাজনীতি থেকে যোজন দূরত্ব বজায় রাখছেন ৷ ইদানীংকালে কলকাতার সফলতম মেয়রদের কথা বলতে গেলে প্রয়াত সুব্রত মুখোপাধ্য়ায়েরই পরই শোভন চট্টোপাধ্য়ায়ের নাম নিতে হয় ৷ 2010 থেকে 2018 সাল পর্যন্ত কলকাতা পৌরনিগমের মেয়র ছিলেন তিনি ৷ এই আট বছরে শহরের উন্নয়নের স্বার্থে অনেক কাজই করেছিলেন শোভন চট্টোপাধ্য়ায় ৷ তাঁর দাবি, শহর কলকাতায় উন্নয়নের যে ধারা তিনি শুরু করেছিলেন, তাকেই এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ এভাবে আদতে তাঁর সাফল্যকেই ঘাসফুল শিবির স্বীকৃতি দিয়েছে বলে মনে করেন প্রাক্তন মেয়র ৷
একসময় যিনি ছিলেন রাজনীতির পাকা খেলোয়াড়, আজ তিনিই ভোটদানে নিজেকে বিরত রেখেছেন ! কেন এই নির্লিপ্ততা ? জবাবে শোভন জানান, তিনি কলকাতার 131 নম্বর ওয়ার্ডের ভোটার ৷ এবছর ওই ওয়ার্ডে এমন কোনও প্রার্থী ছিলেন না, যাঁকে নিজের ভোট দেওয়া যায় ! প্রসঙ্গত, এবার 131 নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী ছিলেন শোভনের স্ত্রী রত্না ৷ ভোটে জয়ীও হয়েছেন তিনি ৷ তবে তাতে শোভনের মধ্যে আনন্দের লেশমাত্র নেই ৷ বরং রত্নার প্রসঙ্গ উঠতেই স্ত্রীর ‘স্বেচ্ছাচারিতা’ নিয়ে তেড়েফুঁড়ে ওঠেন শোভন ৷ কটাক্ষ করেন স্ত্রীর জীবনধারণের ধরন নিয়ে ৷
আরও পড়ুন : Suvendu on KMC Election 2021 Results : নির্বাচন কমিশনার বঙ্গবিভূষণ পাবেন, টুইটে কটাক্ষ শুভেন্দুর
শোভনের দাবি, নিজের বাড়িতে প্রাণ সংশয়ের আশঙ্কা ছিল বলেই তৃণমূল সুপ্রিমোর নির্দেশ মাফিক ভিটে ছেড়েছিলেন তিনি ৷ তবে এখনও তাঁর জীবন সংশয় কাটেনি বলে দাবি শোভনের ৷ তাঁর বিরুদ্ধে নাকি অনেক ষড়যন্ত্র করা হচ্ছে ৷ তবে এতকিছুর মধ্যেও তিনি লড়াই করে বেঁচে আছেন বলে জানিয়েছেন শোভন ৷ তাঁর দাবি, তিনি শান্তিতে আছেন ৷