ETV Bharat / city

অমিত শাহের সঙ্গে বৈঠক শোভন-বৈশাখির

এবছরের শুরুতেই কয়েকটি কর্মসূচি নিয়ে রাজ্য়ে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে BJP-র রাজ্য় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন মোদি ৷ সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য় কৈলাস বিজয়বর্গীয় এবং অরবিন্দ মেনন তাঁকে ব্য়ক্তিগতভাবে আমন্ত্রণ জানান ৷ কিন্তু, শরীর অসুস্থ জানিয়ে সেবার শীর্ষ নেতৃত্বকে এড়িয়ে যান শোভন ৷

sovan_baishakhi_meet_amit_shah_in_saltlake_hotel_and_does_a_meeting_over_night
অমিত শাহের সঙ্গে একান্ত সাক্ষাৎ করলেন শোভন-বৈশাখী
author img

By

Published : Nov 6, 2020, 1:05 PM IST

কলকাতা, 6 নভেম্বর : এবার কি তবে BJP-তে সক্রিয় হচ্ছেন শোভন চট্টোপাধ্য়ায়? বৃহস্পতিবার রাতে নিউটাউনে অমিত শাহর সঙ্গে শোভন ও বৈশাখির সাক্ষাতের পর সেই সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে ৷ বৃহস্পতিবার রাতে শোভন-বৈশাখিকে আলাদাভাবে সাক্ষাতের জন্য় ডেকে পাঠান অমিত শাহ ৷ BJP-র সর্বভারতীয় প্রাক্তন সভাপতির ডাক এবারে আর ফেরাতে পারেননি শোভন চট্টোপাধ্য়ায় ৷ রাতেই অমিত শাহ-র সঙ্গে দেখা করলেন তিনি ৷ তবে, সেই বৈঠকে কী আলোচনা হয়েছে তা জানা যায়নি ৷

BJP-তে যোগ দেওয়ার পর থেকে শোভন চট্টোপাধ্য়ায়কে কোনও কর্মসূচিতেই দেখা যায়নি ৷ এমনকী কেন্দ্রীয় নেতৃত্ব এরাজ্য়ে এলে তাঁকে আমন্ত্রণ জানানো হলেও, কৌশলে বারবার এড়িয়ে গিয়েছিলেন শোভন ও বৈশাখি ৷ এবছরের শুরুতেই কয়েকটি কর্মসূচি নিয়ে রাজ্য়ে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে BJP-র রাজ্য় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন মোদি ৷ সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য় কৈলাস বিজয়বর্গীয় এবং অরবিন্দ মেনন তাঁকে ব্য়ক্তিগতভাবে আমন্ত্রণ জানান ৷ কিন্তু, শরীর অসুস্থ জানিয়ে সেবার শীর্ষ নেতৃত্বকে এড়িয়ে যান শোভন ৷ সেখানেই শেষ নয়, BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সভাতেও দেখা যায়নি তাঁকে ৷ সেখানেও রাজ্য়ে না থাকার কারণ দেখিয়ে সেই কর্মসূচিতে গরহাজির ছিলেন শোভন ৷ রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল, তৃণমূল ছেড়ে BJP-তে গেলেও, সেভাবে নিজেকে গেরুয়া শিবিরের সদস্য় হিসেবে মেনে নিতে পারেননি শোভন চট্টোপাধ্য়ায় ৷ এমনও চর্চা শুরু হয়েছিল, আবারও মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে নিজের ভুল বোঝাবুঝি মিটিয়ে তৃণমূলে ফিরতে পারেন কাঞ্চন ৷ তবে, সেই সম্ভাবনা সত্য়ি হওয়ার আগেই মাস দু’য়েক আগে কোমর বেঁধে ময়দানে নামেন রাজ্য়ে BJP-র কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এবং কেন্দ্রীয় সম্পাদক অরবিন্দ মেনন ৷ রাজ্য় BJP-তে রদবদলের সময় শোভনের বাড়িতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা বৈঠক করেন অরবিন্দ মেনন ৷ জানা গিয়েছিল, সেখানে ফোনে জে পি নাড্ডার সঙ্গে শোভনের কথা বলিয়েছিলেন তিনি ৷ এমনকী সেই বৈঠকের পর BJP-র রাজ্য় কমিটির সদস্য়ও করা হয় শোভন চট্টোপাধ্য়ায় এবং বৈশাখি বন্দ্য়োপাধ্য়ায়কে ৷

তারপরও সেভাবে BJP-র হয়ে কোনও কর্মসূচিতে যোগ দেননি শোভন বা বৈশাখি কেউই ৷ এমনকী সল্টলেকে EZCC-তে BJP-র দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধনে অংশ নিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তাঁকে আমন্ত্রণ জানানো হলেও, তা উপেক্ষা করে যান তিনি ৷ তবে, এবার আর তা করতে পারলেন না শোভন চট্টোপাধ্য়ায় ৷ খোদ অমিত শাহ তাঁকে ডেকে পাঠান ৷ সেই ডাকে সাড়া দিয়ে নিউটাউনের হোটেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তিনি ৷ গতকাল রাতে শোভন ও বৈশাখি ছাড়াও, রাজ্য় BJP-র শীর্ষ নেতা নেত্রীরাও অমিত শাহর সঙ্গে আলাদাভাবে দেখা করেন ৷ তবে, শোভনের সঙ্গে বিশেষভাবে অনেকক্ষণ কথা বলেন অমিত শাহ ৷ যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ৷

কলকাতা, 6 নভেম্বর : এবার কি তবে BJP-তে সক্রিয় হচ্ছেন শোভন চট্টোপাধ্য়ায়? বৃহস্পতিবার রাতে নিউটাউনে অমিত শাহর সঙ্গে শোভন ও বৈশাখির সাক্ষাতের পর সেই সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে ৷ বৃহস্পতিবার রাতে শোভন-বৈশাখিকে আলাদাভাবে সাক্ষাতের জন্য় ডেকে পাঠান অমিত শাহ ৷ BJP-র সর্বভারতীয় প্রাক্তন সভাপতির ডাক এবারে আর ফেরাতে পারেননি শোভন চট্টোপাধ্য়ায় ৷ রাতেই অমিত শাহ-র সঙ্গে দেখা করলেন তিনি ৷ তবে, সেই বৈঠকে কী আলোচনা হয়েছে তা জানা যায়নি ৷

BJP-তে যোগ দেওয়ার পর থেকে শোভন চট্টোপাধ্য়ায়কে কোনও কর্মসূচিতেই দেখা যায়নি ৷ এমনকী কেন্দ্রীয় নেতৃত্ব এরাজ্য়ে এলে তাঁকে আমন্ত্রণ জানানো হলেও, কৌশলে বারবার এড়িয়ে গিয়েছিলেন শোভন ও বৈশাখি ৷ এবছরের শুরুতেই কয়েকটি কর্মসূচি নিয়ে রাজ্য়ে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে BJP-র রাজ্য় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন মোদি ৷ সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য় কৈলাস বিজয়বর্গীয় এবং অরবিন্দ মেনন তাঁকে ব্য়ক্তিগতভাবে আমন্ত্রণ জানান ৷ কিন্তু, শরীর অসুস্থ জানিয়ে সেবার শীর্ষ নেতৃত্বকে এড়িয়ে যান শোভন ৷ সেখানেই শেষ নয়, BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সভাতেও দেখা যায়নি তাঁকে ৷ সেখানেও রাজ্য়ে না থাকার কারণ দেখিয়ে সেই কর্মসূচিতে গরহাজির ছিলেন শোভন ৷ রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল, তৃণমূল ছেড়ে BJP-তে গেলেও, সেভাবে নিজেকে গেরুয়া শিবিরের সদস্য় হিসেবে মেনে নিতে পারেননি শোভন চট্টোপাধ্য়ায় ৷ এমনও চর্চা শুরু হয়েছিল, আবারও মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে নিজের ভুল বোঝাবুঝি মিটিয়ে তৃণমূলে ফিরতে পারেন কাঞ্চন ৷ তবে, সেই সম্ভাবনা সত্য়ি হওয়ার আগেই মাস দু’য়েক আগে কোমর বেঁধে ময়দানে নামেন রাজ্য়ে BJP-র কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এবং কেন্দ্রীয় সম্পাদক অরবিন্দ মেনন ৷ রাজ্য় BJP-তে রদবদলের সময় শোভনের বাড়িতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা বৈঠক করেন অরবিন্দ মেনন ৷ জানা গিয়েছিল, সেখানে ফোনে জে পি নাড্ডার সঙ্গে শোভনের কথা বলিয়েছিলেন তিনি ৷ এমনকী সেই বৈঠকের পর BJP-র রাজ্য় কমিটির সদস্য়ও করা হয় শোভন চট্টোপাধ্য়ায় এবং বৈশাখি বন্দ্য়োপাধ্য়ায়কে ৷

তারপরও সেভাবে BJP-র হয়ে কোনও কর্মসূচিতে যোগ দেননি শোভন বা বৈশাখি কেউই ৷ এমনকী সল্টলেকে EZCC-তে BJP-র দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধনে অংশ নিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তাঁকে আমন্ত্রণ জানানো হলেও, তা উপেক্ষা করে যান তিনি ৷ তবে, এবার আর তা করতে পারলেন না শোভন চট্টোপাধ্য়ায় ৷ খোদ অমিত শাহ তাঁকে ডেকে পাঠান ৷ সেই ডাকে সাড়া দিয়ে নিউটাউনের হোটেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তিনি ৷ গতকাল রাতে শোভন ও বৈশাখি ছাড়াও, রাজ্য় BJP-র শীর্ষ নেতা নেত্রীরাও অমিত শাহর সঙ্গে আলাদাভাবে দেখা করেন ৷ তবে, শোভনের সঙ্গে বিশেষভাবে অনেকক্ষণ কথা বলেন অমিত শাহ ৷ যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.