ETV Bharat / city

Mamata-Sourav Meeting : নবান্নে মমতা সাক্ষাতে সৌরভ - Mamata Sourav Meeting

দু'বছর পর ইডেনে ফিরতে চলেছে আইপিএল । 24 মে প্রথম কোয়ালিফায়ার হওয়ার কথা ইডেনে । পরের দিন অর্থাৎ 25 মে হবে এলিমেনেটর । তার আগে এদিন কথা হল মমতা বন্দ্যোপাধ্যায় ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly and Mamata Banerjee meeting)

Mamata Sourav Meeting
নবান্নে মমতা সাক্ষাতে বিসিসিআই সভাপতি সৌরভ
author img

By

Published : Apr 28, 2022, 4:00 PM IST

Updated : Apr 28, 2022, 5:20 PM IST

কলকাতা, 28 এপ্রিল : মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে নবান্নে দেখা করলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly and Mamata Banerjee meeting) । বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা মহারাজের এই সাক্ষাৎ নিয়ে জল্পনা ছড়িয়েছে ৷ প্রথমে মনে করা হয়েছিল, ইডেন গার্ডেন্সে আইপিএল-এর প্লে অফ ম্যাচের বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ । কিন্তু এদিন নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আইপিএল নিয়ে তাঁদের মধ্যে কোনও কথা হয়নি ৷ রাজ্যের তরফে সিএবিকে স্টেডিয়াম তৈরির জন্য জমি দেওয়া হয়েছে ৷ কিন্তু সেখানে জলাজমি থাকায় কিছু সমস্যা হচ্ছে, সেই বিষয়ে তাঁর সঙ্গে সৌরভের কিছু কথা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ ডুমুরজলায় রাজ্যের দেওয়া জমিতে সিএবির ক্রিকেট স্টেডিয়াম হওয়ার কথা ৷ তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে বসার পর এই প্রথম মুখোমুখি সাক্ষাৎ হল মমতা-সৌরভের ৷

আরও পড়ুন : মে-র প্রথম সপ্তাহে ভিজতে পারে দক্ষিণবঙ্গ

দু'বছর পর ইডেনে ফিরতে চলেছে আইপিএল । 24 মে প্রথম কোয়ালিফায়ার হওয়ার কথা ইডেনে । পরের দিন অর্থাৎ 25 মে হবে এলিমেনেটর । এই দুই ম্যাচেই ইডেনে 100 শতাংশ দর্শক আসন ভরাতে চাইছে বিসিসিআই ৷ রাজ্যের কোভিড পরিস্থিতি এখন অনেকটাই ভাল হলেও গোটা ইডেন ভরাতে হলে রাজ্য সরকারের অনুমোদন প্রয়োজন । এর আগে, সাম্প্রতিক সময়ে ইডেনে যে দু'টি আর্ন্তজাতিক ম্যাচ হয়েছে সেখানে 75 শতাংশ দর্শক নিয়ে খেলার অনুমতি ছিল ৷

ইতিমধ্যেই প্লে-অফের ম্যাচের জন্য ইডেনের পরিকাঠামো খতিয়ে দেখে গিয়েছেন বিসিসিআই-এর প্রতিনিধিরা । সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, যুগ্মসচিব দেবব্রত দাসের সঙ্গে বৈঠক করেন তাঁরা । অভিষেক ইতিমধ্যেই জানিয়েছেন, এই বৈঠক ফলপ্রসূ হয়েছে । দেশের কয়েকটি অংশে ফের কিছুটা বেড়েছে করোনা সংক্রমণ ৷ কোভিডের চতুর্থ ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে ৷ আইপিএলের অন্দরেও ছোবল মেরেছে করোনা । এই পরিস্থিতিতে সতর্ক থাকতে চাইছে বিসিসিআই ।

কলকাতা, 28 এপ্রিল : মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে নবান্নে দেখা করলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly and Mamata Banerjee meeting) । বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা মহারাজের এই সাক্ষাৎ নিয়ে জল্পনা ছড়িয়েছে ৷ প্রথমে মনে করা হয়েছিল, ইডেন গার্ডেন্সে আইপিএল-এর প্লে অফ ম্যাচের বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ । কিন্তু এদিন নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আইপিএল নিয়ে তাঁদের মধ্যে কোনও কথা হয়নি ৷ রাজ্যের তরফে সিএবিকে স্টেডিয়াম তৈরির জন্য জমি দেওয়া হয়েছে ৷ কিন্তু সেখানে জলাজমি থাকায় কিছু সমস্যা হচ্ছে, সেই বিষয়ে তাঁর সঙ্গে সৌরভের কিছু কথা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ ডুমুরজলায় রাজ্যের দেওয়া জমিতে সিএবির ক্রিকেট স্টেডিয়াম হওয়ার কথা ৷ তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে বসার পর এই প্রথম মুখোমুখি সাক্ষাৎ হল মমতা-সৌরভের ৷

আরও পড়ুন : মে-র প্রথম সপ্তাহে ভিজতে পারে দক্ষিণবঙ্গ

দু'বছর পর ইডেনে ফিরতে চলেছে আইপিএল । 24 মে প্রথম কোয়ালিফায়ার হওয়ার কথা ইডেনে । পরের দিন অর্থাৎ 25 মে হবে এলিমেনেটর । এই দুই ম্যাচেই ইডেনে 100 শতাংশ দর্শক আসন ভরাতে চাইছে বিসিসিআই ৷ রাজ্যের কোভিড পরিস্থিতি এখন অনেকটাই ভাল হলেও গোটা ইডেন ভরাতে হলে রাজ্য সরকারের অনুমোদন প্রয়োজন । এর আগে, সাম্প্রতিক সময়ে ইডেনে যে দু'টি আর্ন্তজাতিক ম্যাচ হয়েছে সেখানে 75 শতাংশ দর্শক নিয়ে খেলার অনুমতি ছিল ৷

ইতিমধ্যেই প্লে-অফের ম্যাচের জন্য ইডেনের পরিকাঠামো খতিয়ে দেখে গিয়েছেন বিসিসিআই-এর প্রতিনিধিরা । সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, যুগ্মসচিব দেবব্রত দাসের সঙ্গে বৈঠক করেন তাঁরা । অভিষেক ইতিমধ্যেই জানিয়েছেন, এই বৈঠক ফলপ্রসূ হয়েছে । দেশের কয়েকটি অংশে ফের কিছুটা বেড়েছে করোনা সংক্রমণ ৷ কোভিডের চতুর্থ ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে ৷ আইপিএলের অন্দরেও ছোবল মেরেছে করোনা । এই পরিস্থিতিতে সতর্ক থাকতে চাইছে বিসিসিআই ।

Last Updated : Apr 28, 2022, 5:20 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.