কলকাতা, 22 মে : ভোটে লড়ার টিকিট না পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মোহভঙ্গ হয়েছিল সোনালি গুহর ৷ যোগ দিয়েছিলেন বিজেপিতে ৷ এবার সেই সোনালি গুহর মুখে উল্টোসুর ৷ তিনি এখন বিজেপিতে মানিয়ে নিতে পারছেন না ৷ তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খোলা চিঠি দিলেন তৃণমূল নেত্রীকে ৷ ক্ষমা চাইলেন ৷ আর ফিরতে চাইলেন পুরনো দলে ৷
প্রসঙ্গত, গত মার্চে যেদিন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হয়, সেই দিন সংবাদমাধ্যমের সামনে কেঁদে ভাসিয়েছিলেন সোনালি গুহ ৷ গত দশ বছর ধরে বিধানসভায় ডেপুটি স্পিকারের দায়িত্ব সামলানো সোনালিকে এবার আর টিকিট দেয়নি তৃণমূল ৷ সেই নিয়ে ক্ষোভ ছিল না তাঁর ৷ কিন্তু তাঁকে টিকিট না দেওয়ার কথা জানানো হয়নি ৷ সেই কারণে অভিমান হয় তাঁর ৷
আর সেই অভিমান থেকেই তিনি যোগদেন বিজেপিতে ৷ তবে তিনি ভোটে লড়েননি ৷ এমনকী তাঁকে প্রচারেও সেভাবে দেখা যায়নি ৷ এবার ভোট মিটতেই তিনি কার্যত বোমা ফাটালেন রাজ্য রাজনীতিতে ৷ সরাসরি টুইটারে মাধ্যমে খোলা চিঠি পাঠালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ৷
-
প্রিয় দিদি @MamataOfficial @AITCofficial pic.twitter.com/ZOtiSvvUSO
— SONALI GUHA (BOSE) (@SONALIGUHABOSE) May 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">প্রিয় দিদি @MamataOfficial @AITCofficial pic.twitter.com/ZOtiSvvUSO
— SONALI GUHA (BOSE) (@SONALIGUHABOSE) May 22, 2021প্রিয় দিদি @MamataOfficial @AITCofficial pic.twitter.com/ZOtiSvvUSO
— SONALI GUHA (BOSE) (@SONALIGUHABOSE) May 22, 2021
ওই চিঠিতে সোনালি স্পষ্ট করে দিয়েছেন যে ভোটের আগে ‘আবেগপূর্ণ হয়ে চরম অভিমানে ভুল সিদ্ধান্ত’ নিয়েছিলেন ৷ বিজেপিতে যোগ দেওয়া তাঁর ‘চরম ভুল সিদ্ধান্ত’ বলেও উল্লেখ করেছেন দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়ার প্রাক্তন বিধায়ক ৷
তাই তিনি আবার তৃণমূল কংগ্রেসে ফিরতে চেয়েছেন ৷ কেন তিনি আবার তৃণমূলে ফিরতে চান, সেটাও উল্লেখ করতে ভোলেননি সোনালি গুহ ৷ চিঠিতে লিখেছেন, ‘‘মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তেমনই আমি আপনাকে ছাড়া বাঁচতে পারব না ৷’’
আরও পড়ুন : হোয়াটস অ্যাপে প্রতারণার ছক, সতর্ক করল কলকাতা পুলিশ
এর পর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চেয়েছেন ৷ মমতা ক্ষমা না করলে তিনি বাঁচবেন না বলেও দাবি করেছেন ৷ আর লিখেছেন, ‘‘আপনার আঁচল তলে আমাকে টেনে নিয়ে, বাকি জীবনটা আপনার স্নেহতলে থাকার সুযোগ করে দিন ৷’’