ETV Bharat / city

পুজোর আগেই কার্যকর হতে পারে ষষ্ঠ বেতন কমিশন, ইঙ্গিত শুভেন্দুর

তৃণমূল প্রভাবিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের বর্ধিত বৈঠকে যোগ দিয়েছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ সেখানে তিনি জানান আগামী 13 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠক করবেন ৷ পুজোর আগেই কার্যকর হতে পারে ষষ্ঠ বেতন কমিশন ৷

ফাইল ছবি
author img

By

Published : Sep 1, 2019, 4:47 PM IST

কলকাতা, 1 সেপ্টেম্বর : সরকারি কর্মচারীদের জন্য সুখবর ৷ পুজোর আগেই কার্যকর হতে পারে ষষ্ঠ বেতন কমিশন ৷ ইঙ্গিত রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর ৷

গতকাল কসবায় তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের বর্ধিত বৈঠকে যোগ দিয়ে এই ইঙ্গিত দেন শুভেন্দু ৷ বলেন, "মুখ্যমন্ত্রী বেতন কমিশনের সুপারিশ হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছেন । হাতে পেলেই ইতিবাচক সিদ্ধান্ত নেবেন । আপনাদের একটা ভালো খবর দিচ্ছি । আগামী 13 সেপ্টেম্বর সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী । বেশ কিছু ঘোষণা করবেন তিনি ।"

অর্থনীতিবীদ অভিরূপ সরকারের নেতৃত্বে 2015 সালে গঠিত হয়েছিল ষষ্ঠ বেতন কমিশন । কিন্তু এখনও পর্যন্ত তা কার্যকর হয়নি । এই নিয়ে ক্ষোভ রয়েছে কর্মচারী মহলে । ইতিমধ্যেই SAT রায় দিয়েছে যে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হওয়ার আগেই রাজ্যকে বকেয়া DA মেটাতে হবে । গতকাল শুভেন্দু বলেন, "মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে । তিনি চাইছেন সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠক করতে । আগামী 13 সেপ্টেম্বর বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সেই বৈঠক করার জন্য চেষ্টা চালানো হচ্ছে । সেই বৈঠক থেকে বেশকিছু ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী ।"

কলকাতা, 1 সেপ্টেম্বর : সরকারি কর্মচারীদের জন্য সুখবর ৷ পুজোর আগেই কার্যকর হতে পারে ষষ্ঠ বেতন কমিশন ৷ ইঙ্গিত রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর ৷

গতকাল কসবায় তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের বর্ধিত বৈঠকে যোগ দিয়ে এই ইঙ্গিত দেন শুভেন্দু ৷ বলেন, "মুখ্যমন্ত্রী বেতন কমিশনের সুপারিশ হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছেন । হাতে পেলেই ইতিবাচক সিদ্ধান্ত নেবেন । আপনাদের একটা ভালো খবর দিচ্ছি । আগামী 13 সেপ্টেম্বর সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী । বেশ কিছু ঘোষণা করবেন তিনি ।"

অর্থনীতিবীদ অভিরূপ সরকারের নেতৃত্বে 2015 সালে গঠিত হয়েছিল ষষ্ঠ বেতন কমিশন । কিন্তু এখনও পর্যন্ত তা কার্যকর হয়নি । এই নিয়ে ক্ষোভ রয়েছে কর্মচারী মহলে । ইতিমধ্যেই SAT রায় দিয়েছে যে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হওয়ার আগেই রাজ্যকে বকেয়া DA মেটাতে হবে । গতকাল শুভেন্দু বলেন, "মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে । তিনি চাইছেন সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠক করতে । আগামী 13 সেপ্টেম্বর বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সেই বৈঠক করার জন্য চেষ্টা চালানো হচ্ছে । সেই বৈঠক থেকে বেশকিছু ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী ।"

Intro:





১৩ সেপ্টেম্বর ষষ্ঠ বেতন কমিশন কার্যকরের ঘোষণা ? ইঙ্গিত দিলেন শুভেন্দু

কলকাতা, ১ সেপ্টেম্বর: পুজোর আগেই ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হতে পারে বলে সরকারি কর্মচারীদের সভায় ইঙ্গিত দিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বেতন কমিশনের সুপারিশ হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছেন। সেই সুপারিশ হাতে পেলেই ইতিবাচক সিদ্ধান্ত নেবেন তিনি। আপনাদের একটা ভালো খবর দিচ্ছি। আগামী ১৩ সেপ্টেম্বর সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সরকারের চিন্তাভাবনার বিষয়ে বেশকিছু ঘোষণা করবেন তিনি।











Body:

অর্থনীতিবীদ অভিরূপ সরকারের নেতৃত্বে ২০১৫ সালে গঠন হয়েছিল ষষ্ঠ বেতন কমিশন। কিন্তু এখনও পর্যন্ত তা দিনের আলো দেখেনি। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি কার্যকর না হওয়া নিয়ে ক্ষোভ সব মহলে। ইতিমধ্যেই স্যাট রায় দিয়েছে যে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হওয়ার আগেই রাজ্যকে বকেয়া ডিএ মেটাতে হবে। সরকারি কর্মচারীদের ক্ষোভ প্রশমন করতেই বৈঠকে বসেছিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেস প্রভাবিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের বর্ধিত বৈঠকে যোগ দিয়ে শুভেন্দু বলেন, 'আপনাদের একটা ভালো খবর দিচ্ছি। এখানে আসার আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি চাইছেন সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠক করতে। আগামী ১৩ সেপ্টেম্বর বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সেই সভা করার জন্য চেষ্টা চালানো হচ্ছে। বিশেষ এই বৈঠক থেকে সরকারের চিন্তাভাবনার বেশকিছু ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। বলবেন তার দায়িত্বের কথাও।'






Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.