ETV Bharat / city

Post Poll Violence : ভোট-পরবর্তী হিংসা মামলায় অভিযোগ নেওয়া হচ্ছে না, হাইকোর্টে জানালেন মামলাকারীরা - একুশের বিধানসভা ভোটের পর রাজ্যজুড়ে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ তুলে সরব হয় বিরোধীরা

একুশের বিধানসভা ভোটের (Assembly Election 2021) পর রাজ্যজুড়ে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ তুলে সরব হয় বিরোধীরা ৷ এই ঘটনায় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) একাধিক মামলা রুজু করা হয় ৷ সেগুলির তদন্ত করছে সিবিআই ও সিট ৷

Post Poll Violence
ভোট-পরবর্তী হিংসা মামলায় অভিযোগ নেওয়া হচ্ছে না, হাইকোর্টে জানালেন মামলাকারীরা
author img

By

Published : Jan 25, 2022, 2:10 PM IST

কলকাতা, 25 জানুয়ারি : ভোট-পরবর্তী হিংসা মামলায় অভিযোগ গ্রহণ করা হচ্ছে না ৷ কলকাতা হাইকোর্টে জানালেন মামলাকারীরা । এরপরেই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ মামলাকারীদের উপযুক্ত তথ্যপ্রমাণ-সহ হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে । 28 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি ।

আজ ভোট-পরবর্তী হিংসা মামলায় তৃতীয় দফায় তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করে সিট (Special Investigation Team) ও সিবিআই (Central Bureau of Investigation) । সিটের তরফে আইনজীবী অয়ন ভট্টাচার্য বলেন, ‘‘সিটের হাতে মোট 689টি অভিযোগ ছিল । তারমধ্যে 1টির তদন্ত বাকি ছিল । পাশাপাশি আরেকটি মামলা নতুন করে সিবিআই সিটকে পাঠিয়েছে । ফলে তাদের হাতে 2টি মামলার তদন্ত বাকি রয়েছে । এছাড়াও মোট 323টি রিট পিটিশন দায়ের হয়েছিল ভোট-পরবর্তী হিংসা মামলায় ৷ একই মামলা একাধিকবার রয়েছে দেখে তা বাদ দিয়ে 290টি মামলা হয় । তারমধ্যে 138টি মামলা ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে । 104টি মামলায় এফআইআর দায়ের হয়েছিল । 62টিতে চার্জশিট দেওয়া হয়েছে । আর 8টির তদন্ত চলছে । 23টি মামলা সিবিআইয়ের কাছে তদন্তের জন্য পাঠানো হয়েছে ।’’

সিবিআই-এর তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর বলেন, ‘‘জাতীয় মানবাধিকার কমিশন মোট 48টি মামলা হস্তান্তর করেছিল ৷ এছাড়া ব্যক্তিগত তিনটি আলাদা অভিযোগ এসেছিল তাদের কাছে ৷ তার মধ্যে 20টিতে চার্জশিট দেওয়া হয়েছে । এরমধ্যে 18টি মামলায় আর তদন্তের প্রয়োজন নেই বলে মনে করছে সিবিআই । 28টি মামলায় তদন্ত এখনও বাকি রয়েছে । 4টি মামলা সিটকে পাঠানো হয়েছে ৷’’

আরও পড়ুন : প্রেসিডেন্সি জেল থেকে নিখোঁজ বন্দি সংক্রান্ত মামলা, রিপোর্টে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট

মামলাকারী প্রিয়াঙ্কা টিবরেওয়াল, অনিন্দ্যসুন্দর দাস আদালতে জানান, তাঁদের অভিযোগের কোনও সুরাহা করছে না পুলিশ ৷ এমনকী নতুন করে অভিযোগও নেওয়া হচ্ছে না । রাজ্য অভিযোগ গ্রহণ করলেও কোনও ব্যবস্থা নিচ্ছে না ।

পাল্টা রাজ্যের এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, ‘‘মামলাকারীদের হলফনামা থেকে মোট 243টি অভিযোগ পেয়েছিল রাজ্য ৷ তার মধ্যে 22টিতে ফোন নম্বর পাওয়া যায়নি ৷ 86টি ক্ষেত্রে তাঁরা অন্য কোথাও চলে গিয়েছে ৷ অনেকগুলো অভিযোগের পুনরাবৃত্তি হয়েছে ।’’

আরও পড়ুন : ভোট পরবর্তী হিংসার মামলায় তদন্ত রিপোর্ট পেশ করল সিবিআই, সিট

এরপরেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলাকারীদের উপযুক্ত তথ্যপ্রমাণ-সহ 28 ফেব্রুয়ারির মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে । উল্লেখ্য, রাজ্য বিধানসভা নির্বাচনের পর রাজ্যে ভোট-পরবর্তী হিংসা ও ব্যাপক সন্ত্রাসের অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল একাধিক জনস্বার্থ মামলা । সেই মামলায় কলকাতা হাইকোর্ট খুন, ধর্ষণের মতো গুরুতর অভিযোগের তদন্তভার দিয়েছিল সিবিআইয়ের হাতে ৷ পাশাপাশি অন্যান্য কম গুরুতর অভিযোগের ক্ষেত্রে সিটকে তদন্ত করার নির্দেশ দিয়েছিল ।

কলকাতা, 25 জানুয়ারি : ভোট-পরবর্তী হিংসা মামলায় অভিযোগ গ্রহণ করা হচ্ছে না ৷ কলকাতা হাইকোর্টে জানালেন মামলাকারীরা । এরপরেই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ মামলাকারীদের উপযুক্ত তথ্যপ্রমাণ-সহ হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে । 28 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি ।

আজ ভোট-পরবর্তী হিংসা মামলায় তৃতীয় দফায় তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করে সিট (Special Investigation Team) ও সিবিআই (Central Bureau of Investigation) । সিটের তরফে আইনজীবী অয়ন ভট্টাচার্য বলেন, ‘‘সিটের হাতে মোট 689টি অভিযোগ ছিল । তারমধ্যে 1টির তদন্ত বাকি ছিল । পাশাপাশি আরেকটি মামলা নতুন করে সিবিআই সিটকে পাঠিয়েছে । ফলে তাদের হাতে 2টি মামলার তদন্ত বাকি রয়েছে । এছাড়াও মোট 323টি রিট পিটিশন দায়ের হয়েছিল ভোট-পরবর্তী হিংসা মামলায় ৷ একই মামলা একাধিকবার রয়েছে দেখে তা বাদ দিয়ে 290টি মামলা হয় । তারমধ্যে 138টি মামলা ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে । 104টি মামলায় এফআইআর দায়ের হয়েছিল । 62টিতে চার্জশিট দেওয়া হয়েছে । আর 8টির তদন্ত চলছে । 23টি মামলা সিবিআইয়ের কাছে তদন্তের জন্য পাঠানো হয়েছে ।’’

সিবিআই-এর তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর বলেন, ‘‘জাতীয় মানবাধিকার কমিশন মোট 48টি মামলা হস্তান্তর করেছিল ৷ এছাড়া ব্যক্তিগত তিনটি আলাদা অভিযোগ এসেছিল তাদের কাছে ৷ তার মধ্যে 20টিতে চার্জশিট দেওয়া হয়েছে । এরমধ্যে 18টি মামলায় আর তদন্তের প্রয়োজন নেই বলে মনে করছে সিবিআই । 28টি মামলায় তদন্ত এখনও বাকি রয়েছে । 4টি মামলা সিটকে পাঠানো হয়েছে ৷’’

আরও পড়ুন : প্রেসিডেন্সি জেল থেকে নিখোঁজ বন্দি সংক্রান্ত মামলা, রিপোর্টে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট

মামলাকারী প্রিয়াঙ্কা টিবরেওয়াল, অনিন্দ্যসুন্দর দাস আদালতে জানান, তাঁদের অভিযোগের কোনও সুরাহা করছে না পুলিশ ৷ এমনকী নতুন করে অভিযোগও নেওয়া হচ্ছে না । রাজ্য অভিযোগ গ্রহণ করলেও কোনও ব্যবস্থা নিচ্ছে না ।

পাল্টা রাজ্যের এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, ‘‘মামলাকারীদের হলফনামা থেকে মোট 243টি অভিযোগ পেয়েছিল রাজ্য ৷ তার মধ্যে 22টিতে ফোন নম্বর পাওয়া যায়নি ৷ 86টি ক্ষেত্রে তাঁরা অন্য কোথাও চলে গিয়েছে ৷ অনেকগুলো অভিযোগের পুনরাবৃত্তি হয়েছে ।’’

আরও পড়ুন : ভোট পরবর্তী হিংসার মামলায় তদন্ত রিপোর্ট পেশ করল সিবিআই, সিট

এরপরেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলাকারীদের উপযুক্ত তথ্যপ্রমাণ-সহ 28 ফেব্রুয়ারির মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে । উল্লেখ্য, রাজ্য বিধানসভা নির্বাচনের পর রাজ্যে ভোট-পরবর্তী হিংসা ও ব্যাপক সন্ত্রাসের অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল একাধিক জনস্বার্থ মামলা । সেই মামলায় কলকাতা হাইকোর্ট খুন, ধর্ষণের মতো গুরুতর অভিযোগের তদন্তভার দিয়েছিল সিবিআইয়ের হাতে ৷ পাশাপাশি অন্যান্য কম গুরুতর অভিযোগের ক্ষেত্রে সিটকে তদন্ত করার নির্দেশ দিয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.