ETV Bharat / city

কোরোনা আক্রান্ত সন্দেহে বেলেঘাটা ID-তে ভরতি সিডনির বাসিন্দা - corona story

সিডনির বাসিন্দা 76 বছরের এক বৃদ্ধা সম্প্রতি কলকাতায় এসেছেন । অস্ট্রেলিয়ার এই বাসিন্দা শহরে বেড়াতে এসেছেন । এই শহরে বেড়াতে এসে তিনি জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত হন । মঙ্গলবার তাঁকে নিয়ে যাওয়া হয় আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে । সেখানে পরীক্ষার পর চিকিৎসকরা বৃদ্ধাকে বেলেঘাটা ID হাসপাতালে পাঠান । স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, বৃদ্ধাকে গত সন্ধ্যায় 7টা 30 মিনিটে বেলেঘাটা ID হাসপাতালে ভরতি করা হয় ।

beliaghata
বেলেঘাটা
author img

By

Published : Feb 20, 2020, 3:53 AM IST

কলকাতা, 20 ফেব্রুয়ারি : জ্বর-সর্দি-কাশির সমস্যা নিয়ে নভেল কোরোনা ভাইরাসের সংক্রমণ সন্দেহে গতকাল দুই জনকে ভরতি করানো হয়েছে কলকাতার ইনফেকশাস ডিজিজেস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (ID & BG) হসপিটালে । এঁদের মধ্যে একজন কলকাতার বাসিন্দা । অন্যজন অস্ট্রেলিয়ার সিডনির বাসিন্দা বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে ।

সিডনির বাসিন্দা 76 বছরের এক বৃদ্ধা সম্প্রতি কলকাতায় এসেছেন । অস্ট্রেলিয়ার এই বাসিন্দা শহরে বেড়াতে এসেছেন । এই শহরে বেড়াতে এসে তিনি জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত হন । মঙ্গলবার তাঁকে নিয়ে যাওয়া হয় আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে । সেখানে পরীক্ষার পর চিকিৎসকরা বৃদ্ধাকে বেলেঘাটা ID হাসপাতালে পাঠান । স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, বৃদ্ধাকে গত সন্ধ্যায় 7টা 30 মিনিটে বেলেঘাটা ID হাসপাতালে ভরতি করা হয় । সিডনির বাসিন্দা এই বৃদ্ধা যে বিমানে এদেশে এসেছেন, সেই বিমান সিঙ্গাপুর হয়ে এসেছে । সিঙ্গাপুরে তিন ঘন্টা ছিল এই বিমান । তিনিও সেখানে তিন ঘন্টা ছিলেন । তাই এই ক্ষেত্রে চিকিৎসকরা ঝুঁকি নিতে চাননি ।

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, বৃদ্ধা জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত হয়েছেন । তাকে নভেল কোরোনা ভাইরাস সংক্রমণ নয় বলেই মনে করছেন চিকিৎসকরা । যেহেতু এই বৃদ্ধা সিঙ্গাপুরে তিন ঘণ্টা ছিলেন,তাই চিকিৎসকরা ঝুঁকি নিতে চাননি । হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন তিনি । আজ তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হতে পারে । এই মুহূর্তে বৃদ্ধার শারীরিক অবস্থা স্থিতিশীল । স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, বৃদ্ধার সোয়াবের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হবে কি না আজ এই বৃদ্ধার স্বাস্থ্য পরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে ।

নভেল কোরোনা ভাইরাসের সংক্রমণ সন্দেহে কলকাতার বাসিন্দা 36 বছরের এক যুবককে বুধবার ID&BG হাসপাতালে ভরতি করানো হয়েছে । এই যুবকের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য এদিন সংগ্রহ করা হয়েছে । স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়, এই যুবক সিঙ্গাপুর থেকে ফিরেছেন ।

কলকাতা, 20 ফেব্রুয়ারি : জ্বর-সর্দি-কাশির সমস্যা নিয়ে নভেল কোরোনা ভাইরাসের সংক্রমণ সন্দেহে গতকাল দুই জনকে ভরতি করানো হয়েছে কলকাতার ইনফেকশাস ডিজিজেস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (ID & BG) হসপিটালে । এঁদের মধ্যে একজন কলকাতার বাসিন্দা । অন্যজন অস্ট্রেলিয়ার সিডনির বাসিন্দা বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে ।

সিডনির বাসিন্দা 76 বছরের এক বৃদ্ধা সম্প্রতি কলকাতায় এসেছেন । অস্ট্রেলিয়ার এই বাসিন্দা শহরে বেড়াতে এসেছেন । এই শহরে বেড়াতে এসে তিনি জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত হন । মঙ্গলবার তাঁকে নিয়ে যাওয়া হয় আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে । সেখানে পরীক্ষার পর চিকিৎসকরা বৃদ্ধাকে বেলেঘাটা ID হাসপাতালে পাঠান । স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, বৃদ্ধাকে গত সন্ধ্যায় 7টা 30 মিনিটে বেলেঘাটা ID হাসপাতালে ভরতি করা হয় । সিডনির বাসিন্দা এই বৃদ্ধা যে বিমানে এদেশে এসেছেন, সেই বিমান সিঙ্গাপুর হয়ে এসেছে । সিঙ্গাপুরে তিন ঘন্টা ছিল এই বিমান । তিনিও সেখানে তিন ঘন্টা ছিলেন । তাই এই ক্ষেত্রে চিকিৎসকরা ঝুঁকি নিতে চাননি ।

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, বৃদ্ধা জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত হয়েছেন । তাকে নভেল কোরোনা ভাইরাস সংক্রমণ নয় বলেই মনে করছেন চিকিৎসকরা । যেহেতু এই বৃদ্ধা সিঙ্গাপুরে তিন ঘণ্টা ছিলেন,তাই চিকিৎসকরা ঝুঁকি নিতে চাননি । হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন তিনি । আজ তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হতে পারে । এই মুহূর্তে বৃদ্ধার শারীরিক অবস্থা স্থিতিশীল । স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, বৃদ্ধার সোয়াবের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হবে কি না আজ এই বৃদ্ধার স্বাস্থ্য পরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে ।

নভেল কোরোনা ভাইরাসের সংক্রমণ সন্দেহে কলকাতার বাসিন্দা 36 বছরের এক যুবককে বুধবার ID&BG হাসপাতালে ভরতি করানো হয়েছে । এই যুবকের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য এদিন সংগ্রহ করা হয়েছে । স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়, এই যুবক সিঙ্গাপুর থেকে ফিরেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.