কলকাতা, 10 জুন : বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ এক পুলিশকর্মীর বিরুদ্ধে (Shootout at Park Circus) ৷ এই ঘটনায় একজন মহিলা গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন বলে জানা গিয়েছে ৷ পরে ওই পুলিশ কর্মী নিজেও গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন বলে খবর (Shootout Near Bangladesh High Commission in Kolkata Claims Two Lives) ৷ ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ৷
পুলিশ সূত্রে খবর, সি লেপচা নামে কলকাতা পুলিশের ওই কনস্টেবল বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে কর্মরত ছিলেন ৷ কিছুদিন আগেই তিনি কাজে যোগ দিয়েছিলেন ৷ এ দিন দুপুরে কমিশনের বাইরে ডিউটিতে ছিলেন তিনি ৷ সেই সময় আচমকাই নিজের সার্ভিস বন্দুক থেকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন ৷ সেই সময় হাইকমিশনের সামনে দিয়ে যাওয়া বাইক আরোহী এক মহিলা গুলিবদ্ধ হন ৷ পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলেই মারা যান তিনি ৷ এর পর ওই কনস্টেবল নিজেকে সার্ভিস এসএলআর দিয়ে গুলি করেন বলে জানা গিয়েছে ৷ তিনিও ঘটনাস্থলেই মারা গিয়েছেন বলে খবর ৷
আরও পড়ুন : Magrahat Shoot Out : মগরাহাটে শুট আউটে মূল অভিযুক্তের গ্রেফতারির দাবিতে পথ অবরোধ
পুরো ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে ৷ বেনিয়াপুকুর ও কড়েয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দু’টি উদ্ধার করেছে ৷ মৃত কনস্টেবলের সার্ভিস এসএলআর-টি উদ্ধার করেছে পুলিশ ৷ কেন তিনি এই কাজ করলেন ? তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ ঘটনাস্থলে লালবাজারের গোয়েন্দাবিভাগের আধিকারিকরাও পৌঁছেছেন ৷ তাঁরা পুরো ঘটনাস্থলে ঘুরে দেখছেন ৷ সেই সঙ্গে পুলিশের তরফে স্থানীয়দের সঙ্গেও কথা বলা হচ্ছে বলে জানা গিয়েছে ৷