ETV Bharat / city

Shootout at Entally: সিন্ডিকেট বিবাদে এন্টালিতে চলল গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে জখম মূক-বধির ব্যক্তি - এনআরএস হাসপাতাল

সিন্ডিকেট বিবাদের (Syndicate Clash) জেরে চলা গুলিতে আহত হলেন এক মূক ও বধির ব্যক্তি ৷ ঘটনাটি ঘটেছে এন্টালি থানা এলাকায় (Shootout at Entally) ৷ আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

Shootout at Entally Over Syndicate Clash One Deaf and Dumb Man Injured
Shootout at Entally Over Syndicate Clash One Deaf and Dumb Man Injured
author img

By

Published : Oct 12, 2022, 10:58 AM IST

Updated : Oct 12, 2022, 11:17 AM IST

কলকাতা, 12 অক্টোবর: সিন্ডিকেট দৌরাত্ম্যে (Syndicate Clash) ফের কলকাতা শহরে গুলি চলল (Shootout at Entally) ৷ আর সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে জখম হয়েছেন মূক ও বধির এক ব্যক্তি ৷ তিনি এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ ঘটনাটি ঘটেছে এন্টালি থানার পটারি রোডে ৷ মঙ্গলবার রাতে ইমারতি ব্যবসার দখল এবং এলাকার প্রভাব খাটানো নিয়ে দুই ব্যক্তির ঝামেলার জেরেই এই ঘটনা বলে জানা গিয়েছে ৷

জানা গিয়েছে, দীপক দাস এবং তাপস নস্কর নামে দুই ইমারতি ব্যবসায়ীর মধ্যে এলাকায় প্রভাব খাটানো নিয়ে দশমীর রাতে বচসা হয় ৷ অভিযোগ, সেই বচসার পর মঙ্গলবার রাতে দীপক দাসকে লক্ষ্য করে গুলি চালান তাপস নস্কর ৷ ঘটনার সময় এন্টালি থানা এলাকার পটারি রোড ধরে বাইকে করে যাচ্ছিলেন দীপক দাস ৷ তখনই তাপস নস্কর তাঁকে লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ ৷ কিন্তু, বিপদ বুঝতে পেরে দীপক দাস দ্রুত বাইক চালিয়ে সেখান থেকে পালিয়ে যান ৷

আরও পড়ুন: ঘাতক সিআইএসএফ কনস্টেবলকে তাঁর ঘুমিয়ে থাকার ছবি দেখিয়ে রাগাতেন রঞ্জিত

কিন্তু, গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে রাস্তার পাশে এক মূক ও বধির ব্যক্তির পেটের ডানদিকে লাগে (Deaf and Dumb Man Injured in Entally Shootout) ৷ স্থানীয়রা সেখানে ছুটে আসলে, তাপস ঘটনাস্থল থেকে পালিয়ে যান ৷ স্থানীয়রাই আহত ব্যক্তিকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে ওই ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন ৷ রাতেই ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের ডিসি ইএসডি প্রিয়ব্রত রায় ৷ তিনি জানিয়েছেন, সঠিক কী ঘটনা ঘটেছে, তা পুলিশ তদন্ত করে দেখছে ৷ এর পিছনে সিন্ডিকেটের হাত রয়েছে, নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

কলকাতা, 12 অক্টোবর: সিন্ডিকেট দৌরাত্ম্যে (Syndicate Clash) ফের কলকাতা শহরে গুলি চলল (Shootout at Entally) ৷ আর সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে জখম হয়েছেন মূক ও বধির এক ব্যক্তি ৷ তিনি এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ ঘটনাটি ঘটেছে এন্টালি থানার পটারি রোডে ৷ মঙ্গলবার রাতে ইমারতি ব্যবসার দখল এবং এলাকার প্রভাব খাটানো নিয়ে দুই ব্যক্তির ঝামেলার জেরেই এই ঘটনা বলে জানা গিয়েছে ৷

জানা গিয়েছে, দীপক দাস এবং তাপস নস্কর নামে দুই ইমারতি ব্যবসায়ীর মধ্যে এলাকায় প্রভাব খাটানো নিয়ে দশমীর রাতে বচসা হয় ৷ অভিযোগ, সেই বচসার পর মঙ্গলবার রাতে দীপক দাসকে লক্ষ্য করে গুলি চালান তাপস নস্কর ৷ ঘটনার সময় এন্টালি থানা এলাকার পটারি রোড ধরে বাইকে করে যাচ্ছিলেন দীপক দাস ৷ তখনই তাপস নস্কর তাঁকে লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ ৷ কিন্তু, বিপদ বুঝতে পেরে দীপক দাস দ্রুত বাইক চালিয়ে সেখান থেকে পালিয়ে যান ৷

আরও পড়ুন: ঘাতক সিআইএসএফ কনস্টেবলকে তাঁর ঘুমিয়ে থাকার ছবি দেখিয়ে রাগাতেন রঞ্জিত

কিন্তু, গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে রাস্তার পাশে এক মূক ও বধির ব্যক্তির পেটের ডানদিকে লাগে (Deaf and Dumb Man Injured in Entally Shootout) ৷ স্থানীয়রা সেখানে ছুটে আসলে, তাপস ঘটনাস্থল থেকে পালিয়ে যান ৷ স্থানীয়রাই আহত ব্যক্তিকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে ওই ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন ৷ রাতেই ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের ডিসি ইএসডি প্রিয়ব্রত রায় ৷ তিনি জানিয়েছেন, সঠিক কী ঘটনা ঘটেছে, তা পুলিশ তদন্ত করে দেখছে ৷ এর পিছনে সিন্ডিকেটের হাত রয়েছে, নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

Last Updated : Oct 12, 2022, 11:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.