কলকাতা, 30 জানুয়ারি : অমিত শাহের হাত থেকে পদ্মফুল-পতাকা নিয়ে ভারতীয় জনতা পার্টিতে নাম লিখিয়েছিলেন শুভেন্দু অধিকারী৷ তার পর তৃণমূল কংগ্রেসের আরও এক হেভিওয়েট মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়েরও অমিত শাহের হাত থেকেই পতাকা গেরুয়া শিবিরে নাম লেখানোর কথা ছিল৷ সেই মঞ্চও প্রস্তুত হয়ে গিয়েছিল হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে৷
কিন্তু শুক্রবার রাতে আচমকাই বাতিল হয়ে যায় অমিত শাহের সফর৷ দিল্লিতে ইজ়রায়েলের দূতাবাসের সামনে বিস্ফোরণের জেরে সফর বাতিল হয়ে যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর৷ তাই তড়িঘড়ি দিল্লি ছুটলেন সদ্য তৃণমূল ত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায়৷ তবে তিনি একা নন, তাঁর সঙ্গেই দিল্লি যাচ্ছেন তৃণমূল থেকে বহিষ্কৃত বালির বিধায়ক বৈশালী ডালমিয়া৷ উত্তরপাড়ায় তৃণমূলের ‘বেসুরো’ বিধায়ক প্রবীর ঘোষাল ও হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী৷ অভিনেতা রুদ্রনীল ঘোষও রয়েছেন তাঁদের সঙ্গে৷
বালির বিধায়ক বৈশালী ডালমিয়া ইটিভি ভারতকে জানিয়েছেন যে শুক্রবার রাতে তাঁর সঙ্গে ফোনে কথা হয় বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷ তখনই তাঁকে অমিত শাহ জানান যে তিনি শনিবার কলকাতায় বিশেষ চার্টার্ড বিমান পাঠাচ্ছেন ৷ সেই বিমানেই তিনি ও অন্যরা দিল্লি যাবেন ৷ তার পর অমিত শাহ ও জেপি নাড্ডার উপস্থিতিতে বিজেপিতে যোগদান করবেন ৷
যদিও রবিবার হাওড়ার ডুমুরজলায় বিজেপির তরফে যে যোগদান মেলার আয়োজন করা হয়েছিল, তা বাতিল হচ্ছে না৷ বরং সেখানে থাকছেন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী তথা বিজেপির অন্যতম হেভিওয়েট নেত্রী স্মৃতি ইরানি৷ রবিবার সকালে কলকাতায় ফিরে রাজীব-বৈশালী-সহ অন্যরা সরাসরি চলে যাবেন হাওড়ার ডুমুরজলায়৷ সেখানে তাঁরা বিজেপির যোগদান মেলায় অংশগ্রহণ করবেন৷ সেখানেই তৃণমূল কংগ্রেস ও অন্য দল ছেড়ে আরও অনেকে বিজেপিতে আসবেন৷
আর এখান থেকেই প্রশ্ন উঠছে যে কেন এত তাড়াহুড়ো? কারণ, রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে দিয়েছেন৷ বৈশালী ডালমিয়াকে তৃণমূল বহিষ্কার করেছে৷ প্রবীর ঘোষালকে তৃণমূলের তরফে শোকজ় করা হয়েছে৷ ফলে এটা পরিষ্কার যে তাঁদের আপাতত তৃণমূলে ফেরার রাস্তা বন্ধ৷ তাহলে কেন ডুমুরজলায় যোগদান করলেন না? সেখানে যোগদান করলে তো নিজেদের শক্তি অনেকটাই প্রদর্শন করা যেত৷
আরও পড়ুন : অমিতের পাঠানো চার্টার্ড বিমানে দিল্লি যাচ্ছেন রাজীব-বৈশালীরা, আজই বিজেপিতে যোগদান
রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করেন অমিত শাহের হাত ধরে৷ তাই রাজীব বন্দ্যোপাধ্যায়রা অন্য কোনও নেতার হাত থেকে পতাকা নিলে, তার গুরুত্ব অনেকটাই কমে যেত৷ তাই একেবারে সর্বোচ্চ নেতৃত্বের হাত ধরে দলে যোগদান করতে চাইছেন তাঁরা৷ সেই কারণেই দিল্লি যাত্রা৷
আবার কেউ বলছেন, অমিত শাহর সভায় যোগদান করায় শুভেন্দু বিজেপিতে যথেষ্ট গুরুত্ব পাচ্ছেন । রাজীবরাও সেটাই চান । তাই, অমিত শাহর সফর বাতিল হলেও দিল্লি গিয়েই তাঁর উপস্থিতিতে গেরুয়া শিবিরে নাম লেখাতে চান রাজীবরা ।