কলকাতা, 25 এপ্রিল : কারফিউ বা লকডাউন, মগজের পক্ষে ভালো না কোনওটাই। রাজনৈতিক চর্চা সহ অন্যান্য বিভিন্ন বিষয়ের পড়াশোনায় উৎসাহিত করতে SFI-র নতুন উদ্যোগ "বই তরণী"। সর্বসাধারণের জন্য সেখানে একটি pdf লিঙ্ক দেওয়া হয়েছে। সেখানে যেমন SFI কর্মীদের জন্য অবশ্য পাঠ্য লেখা থাকছে, তেমনই সর্বসাধারণের পড়ার প্রচুর বইয়ের সম্ভার থাকছে। শুধু বর্তমানে নয়। অতীত এবং ভবিষ্যৎকে নিয়েও নানা সমৃদ্ধ লেখা থাকছে এই pdf ফাইল গুলিতে।
https://drive.google.com/folderview?id=1HafX5hyEoykKvLr8xz4nMgFMOyYwCXnS-এই লিঙ্কটি ক্লিক করলে চোখের সামনে ভেসে উঠবে অসংখ্য মার্কসীয় সাহিত্য। এছাড়াও বিভিন্ন বিষয়ের পড়ুয়াদের প্রয়োজনীয় বই। বিনা খরচে ঘরে বসে পড়া যাবে বইগুলি।
জয়দেব বসুর লেনিন, প্রভাত পট্টনায়কের সাম্রাজ্যবাদ একটি পুনঃপাঠ, রাষ্ট্র ও বিপ্লব, ইরফান হাবিবের ভারত ভাবনার উৎস সন্ধানে, মার্কসীয় দর্শনের পটভূমিতে ভাববাদ খন্ডন, ফ্যাসিবাদের উত্থান, বি টি রণদিভের জাত, বর্ণ, শ্রেণি ও সম্পত্তিগত সম্পর্ক, ছোটোদের রাজনীতি, ভারতের ইতিহাসে জাত ধর্ম সাম্প্রদায়িকতা নিয়ে সীতারাম ইয়েচুরির প্রবন্ধ স্থান পেয়েছে এখানে। সঙ্গে থাকছে আরও কিছু মননশীল মার্কসীয় সাহিত্য। মোট কুড়িটি বই এবং একটি বিশেষ প্রবন্ধ অনলাইনে পড়া যাবে ঘরে বসে ৷
SFI-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য জানিয়েছেন, "এই ছোট্ট লাইব্রেরি ছড়িয়ে যাক প্রতিটি জায়গায়, বাম কর্মী সমর্থক সহ পড়ুয়াদের ঘরে ঘরে। যাঁদের নিয়মিত মিছিলে দেখা যায় না, এমন কেউ নেড়েচেড়ে দেখতে পারেন লেখাগুলো। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মানবতাবিরোধী বিষয় নিয়ে পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বিস্তারিত প্রবন্ধ লিখেছেন।"