ETV Bharat / city

SFI Rally: "শুনুন শুনুন শুনুন, তৃণমূল চোর !" ঢ্যাঁরা পিটিয়ে প্রচার করল এসএফআই - Bikash Ranjan Bhattacharya

শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee) গ্রেফতারি এবং অর্পিতা মুখোপাধ্যায়ের(Arpita Mukherjee) বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা ইডি উদ্ধার করতেই ময়দানে নেমে পড়ে বিরোধী রাজনৈতিক দলগুলি । বাদ যাইনি বামেদের ছাত্র সংগঠন এসএফআই-ও(SFI protests against TMC in Kolkata) ।

SFI Rally
SFI Rally
author img

By

Published : Jul 24, 2022, 9:32 PM IST

কলকাতা, 24 জুলাই: নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee) গ্রেফতার ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের(Arpita Mukherjee)বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় ময়দানে নেমে পড়ল বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই । রবিবার শিয়ালদহ, মৌলালি, এন্টালী এলাকায় ঢ্যাঁরা পিটিয়ে রাজ্যের মানুষের কাছে দুর্নীতির কথা তুলে ধরল তারা (SFI) । এনআরএস, শিয়ালদা স্টেশন, এন্টালি বাজার ছাড়াও চলন্ত বাসে উঠে যাত্রীদের কাছে পার্থ চট্টোপাধ্যায়ের ছবি নিয়ে প্রচার করেন এই সংগঠনের সদস্যরা ।

এসএফআই রাজ্য সভাপতি প্রতিকুর রহমানের বলেন, "পার্থ চট্টোপাধ্যায়ের ছবি দেখিয়ে সাধারণ মানুষকে আমরা প্রশ্ন করেছি , তাঁরা ওঁকে (প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়) চেনেন কিনা ৷ এই প্রশ্নের একটাই উত্তর পেয়েছি- 'আরে উনিতো চোর' । এখানেই আক্ষেপ ! রাজ্যের মন্ত্রীকে কেউ মন্ত্রী হিসেবে চিনল না । চিনল চোর হিসেবে। বাংলার সম্মান এইভাবেই ধুলোয় লুটিয়ে দিল তৃণমূল । আমরা আগেই বলেছি রাজ্যে তিনটে পি-তে শিক্ষায় দুর্নীতি হচ্ছে । ইতিমধ্যে সেই তিনটে পি-এর বিষয়ে সকলেই জানেন । পরেশ অধিকারীর মাঝপথে ট্রেন থেকে নেমে পড়েন । পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন । তিন নম্বর পি 'পিসি'ও গ্রেফতার হবেন । তার জন্য আমরা লড়াই আন্দোলন চালিয়ে যাব ।"

শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি এবং অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা ইডি উদ্ধার করতেই ময়দানে নেমে পড়ে বিরোধী রাজনৈতিক দলগুলি । বাদ যাইনি বামেদের ছাত্র সংগঠন এসএফআই-ও । শনিবারই তারা রাজ্য জুড়ে 'চোর ধরো জেল ভরো' অভিযানে নামে । সিপিএম কলকাতায় মহামিছিলের পাশাপাশি জেলায় জেলায় এই ইসুতে মিছিল করে(SFI protests against TMC in Kolkata) ।

আরও পড়ুন: 'যাঁদের লড়াই করার হিম্মত নেই, তাঁরা জেরায় অসুস্থ হয়ে পড়েন', পার্থকে কটাক্ষ সুজনের

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া আক্রমণ করেন সিপিএম রাজ্য সম্পাদক মোহম্মদ সেলিম(Md Salim), সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য(Bikash Ranjan Bhattacharya), সুজন চক্রবর্তী(Sujan Chakraborty)-সহ একাধিক বাম নেতৃত্ব । একইভাবে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপিও ৷ দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরব হয়েছেন সকলেই ৷

কলকাতা, 24 জুলাই: নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee) গ্রেফতার ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের(Arpita Mukherjee)বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় ময়দানে নেমে পড়ল বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই । রবিবার শিয়ালদহ, মৌলালি, এন্টালী এলাকায় ঢ্যাঁরা পিটিয়ে রাজ্যের মানুষের কাছে দুর্নীতির কথা তুলে ধরল তারা (SFI) । এনআরএস, শিয়ালদা স্টেশন, এন্টালি বাজার ছাড়াও চলন্ত বাসে উঠে যাত্রীদের কাছে পার্থ চট্টোপাধ্যায়ের ছবি নিয়ে প্রচার করেন এই সংগঠনের সদস্যরা ।

এসএফআই রাজ্য সভাপতি প্রতিকুর রহমানের বলেন, "পার্থ চট্টোপাধ্যায়ের ছবি দেখিয়ে সাধারণ মানুষকে আমরা প্রশ্ন করেছি , তাঁরা ওঁকে (প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়) চেনেন কিনা ৷ এই প্রশ্নের একটাই উত্তর পেয়েছি- 'আরে উনিতো চোর' । এখানেই আক্ষেপ ! রাজ্যের মন্ত্রীকে কেউ মন্ত্রী হিসেবে চিনল না । চিনল চোর হিসেবে। বাংলার সম্মান এইভাবেই ধুলোয় লুটিয়ে দিল তৃণমূল । আমরা আগেই বলেছি রাজ্যে তিনটে পি-তে শিক্ষায় দুর্নীতি হচ্ছে । ইতিমধ্যে সেই তিনটে পি-এর বিষয়ে সকলেই জানেন । পরেশ অধিকারীর মাঝপথে ট্রেন থেকে নেমে পড়েন । পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন । তিন নম্বর পি 'পিসি'ও গ্রেফতার হবেন । তার জন্য আমরা লড়াই আন্দোলন চালিয়ে যাব ।"

শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি এবং অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা ইডি উদ্ধার করতেই ময়দানে নেমে পড়ে বিরোধী রাজনৈতিক দলগুলি । বাদ যাইনি বামেদের ছাত্র সংগঠন এসএফআই-ও । শনিবারই তারা রাজ্য জুড়ে 'চোর ধরো জেল ভরো' অভিযানে নামে । সিপিএম কলকাতায় মহামিছিলের পাশাপাশি জেলায় জেলায় এই ইসুতে মিছিল করে(SFI protests against TMC in Kolkata) ।

আরও পড়ুন: 'যাঁদের লড়াই করার হিম্মত নেই, তাঁরা জেরায় অসুস্থ হয়ে পড়েন', পার্থকে কটাক্ষ সুজনের

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া আক্রমণ করেন সিপিএম রাজ্য সম্পাদক মোহম্মদ সেলিম(Md Salim), সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য(Bikash Ranjan Bhattacharya), সুজন চক্রবর্তী(Sujan Chakraborty)-সহ একাধিক বাম নেতৃত্ব । একইভাবে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপিও ৷ দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরব হয়েছেন সকলেই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.