কলকাতা, 29 জানুয়ারি: বিধ্বংসী আগুনে সর্বস্ব হারিয়েছেন বাগবাজারের বস্তির বাসিন্দারা। মূল্যবান সামগ্রী তো বটেই পুড়ে ছাড়খার হয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ নথি, পড়াশোনার যাবতীয় জিনিসও। মাথার ছাদ হারিয়ে আপাতত তাঁদের ঠাঁই বাগবাজার উইমেন্স কলেজ। আজ সেখানেই গিয়ে সর্বস্ব হারানো পড়ুয়াদের পাশে দাঁড়াল বাম ছাত্র সংগঠন এসএফআই। এসএফআই-এর কলকাতা জেলা কমিটির তরফে ২০০ জন পড়ুয়ার হাতে খাতা, পেন-সহ পড়াশোনার বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হল তাঁদের তরফে।
শুক্রবার বাগবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর কর্মসূচি নেয় এসএফআই। বাম ছাত্র সংগঠনের কলকাতা জেলা কমিটির নেতা অর্জুন রায় বলেন, "ওখানকার পড়ুয়াদের পড়াশোনার সমস্ত জিনিস পুড়ে গিয়েছে। আমরা পড়াশোনার বিভিন্ন জিনিসপত্র দিলাম, প্রাথমিকভাবে যাতে ওরা পড়াশোনাটা শুরু করতে পারে। আগামীতে প্রয়োজন হলে আমরা এসএফআই-এর কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে ওদের হাতে বই বা খাতা তুলে দেব।"
আরও পড়ুন: মায়ের বাড়িতে তাপ, 27 ইঞ্জিনের চেষ্টায় শান্ত হল বাগবাজারের আগুন
আজ যে ২০০ জন ছাত্র-ছাত্রীর পাশে দাঁড়ানো হয়, তাদের মধ্যে ১২ জন এ বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। অর্জুন জানাচ্ছেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা কিছু বইয়ের রিক্যুইজিশন দিয়েছে। সেই অনুযায়ী তাঁদের বই কিনে পরে দেওয়া হবে। পাশাপাশি, ওই পরীক্ষার্থীরা যাতে ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট পায়, তার জন্যও সাহায্য করা হচ্ছে এসএফআই-এর তরফে।