ETV Bharat / city

Student Leader Anish Khan Death : পার্ক সার্কাসে মানববন্ধন, মিছিল আটকানোয় মহাকরণের রুট বদল পড়ুয়াদের - seeking justice in Anish Khan death SFI and Aliah University students agitation in Kolkata

আনিশ খানের হত্যার বিচার চেয়ে এদিন আলিয়া বিশ্ববিদ্যালয় এবং এসএফআই'য়ের মহাকরণ অভিযানে উত্তাল হল কলকাতার রাজপথ (Seeking justice in Anish Khan death SFI and Aliah University students agitation in Kolkata) ৷ মঙ্গলবার ব্যস্ত সময় পার্ক সার্কাস সেভেন পয়েন্ট অবরোধ করে তারা ৷ রাস্তা বসে পড়েও বিক্ষোভ দেখায় তারা ৷

Student Leader Anish Khan Death
পার্ক সার্কাসে মানববন্ধন, মিছিল আটকানোয় মহাকরণের রুট বদল পড়ুয়াদের
author img

By

Published : Feb 22, 2022, 4:47 PM IST

কলকাতা, 22 ফেব্রুয়ারি : আনিশ খান না কি তাদেরই ছেলে ৷ নির্বাচনে তৃণমূলের হয়েই কাজ করেছে সে ৷ এমনই দাবি করে আমতার ছাত্রনেতার মৃত্যু তদন্তে গতকালই বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee directed to build a SIT in Anish Khan death case) ৷ 15 দিনের মধ্যে খুঁজে বের করা হবে আনিশের হত্যাকারীদের ৷ সোমবার নবান্নে বলেছিলেন মুখ্যমন্ত্রী ৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই প্রতিশ্রুতিতে চিড়ে ভেজেনি ৷ আনিশ খান হত্যাকাণ্ডের কিনারা না-হওয়া পর্যন্ত বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি আগেই দিয়েছিল বাম ছাত্র সংগঠন ৷ মঙ্গলবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে পূর্ব নির্ধারিত সূচি মেনে মহাকরণ অভিযানে সামিল হয় তারা ৷

আনিশ খানের হত্যার বিচার চেয়ে এদিন আলিয়া বিশ্ববিদ্যালয় এবং এসএফআই'য়ের মহাকরণ অভিযানে উত্তাল হল কলকাতার রাজপথ (Seeking justice in Anish Khan death SFI and Aliah University students agitation in Kolkata) ৷ মঙ্গলবার ব্যস্ত সময় পার্ক সার্কাস সেভেন পয়েন্ট অবরোধ করে তারা ৷ রাস্তা বসে পড়েও বিক্ষোভ দেখায় তারা ৷ সেখান থেকেই মহাকরণ অভিযান শুরু করে পড়ুয়ারা ৷

আরও পড়ুন : আমতা থানার তিন পুলিশকর্মী সাসপেন্ড, আনিশ খান খুনের তদন্তে নয়া মোড়

অভিঘাত আগাম টের পেয়ে মিছিল আটকাতে পুলিশের তরফেও ত্রিস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত ছিল। প্রস্তুত জল কামানও। দফায় দফায় রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখায় তারা ৷ কিন্তু মৌলালিতে মিছিল আটকে দেয় পুলিশ ৷ কিন্তু না দমে রুট বদলায় পড়ুয়ারা ৷ মিছিল শিয়ালদহ থেকে কলেজস্ট্রিটের রাস্তা নেয় ৷ তৎপর পুলিশ কলেজস্ট্রিটেও পড়ুয়াদের আটকালে অবস্থানে বসে পড়ে তারা। অবস্থানে বসেই তারা পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানাচ্ছে পড়ুয়ারা ৷ প্রয়োজনে পুলিশের ব্যারিকেড তারা ভেঙে দেব, কিন্তু গন্তব্যে পৌঁছবই ৷ বলছেন বিক্ষোভকারীরা ৷

কলকাতা, 22 ফেব্রুয়ারি : আনিশ খান না কি তাদেরই ছেলে ৷ নির্বাচনে তৃণমূলের হয়েই কাজ করেছে সে ৷ এমনই দাবি করে আমতার ছাত্রনেতার মৃত্যু তদন্তে গতকালই বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee directed to build a SIT in Anish Khan death case) ৷ 15 দিনের মধ্যে খুঁজে বের করা হবে আনিশের হত্যাকারীদের ৷ সোমবার নবান্নে বলেছিলেন মুখ্যমন্ত্রী ৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই প্রতিশ্রুতিতে চিড়ে ভেজেনি ৷ আনিশ খান হত্যাকাণ্ডের কিনারা না-হওয়া পর্যন্ত বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি আগেই দিয়েছিল বাম ছাত্র সংগঠন ৷ মঙ্গলবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে পূর্ব নির্ধারিত সূচি মেনে মহাকরণ অভিযানে সামিল হয় তারা ৷

আনিশ খানের হত্যার বিচার চেয়ে এদিন আলিয়া বিশ্ববিদ্যালয় এবং এসএফআই'য়ের মহাকরণ অভিযানে উত্তাল হল কলকাতার রাজপথ (Seeking justice in Anish Khan death SFI and Aliah University students agitation in Kolkata) ৷ মঙ্গলবার ব্যস্ত সময় পার্ক সার্কাস সেভেন পয়েন্ট অবরোধ করে তারা ৷ রাস্তা বসে পড়েও বিক্ষোভ দেখায় তারা ৷ সেখান থেকেই মহাকরণ অভিযান শুরু করে পড়ুয়ারা ৷

আরও পড়ুন : আমতা থানার তিন পুলিশকর্মী সাসপেন্ড, আনিশ খান খুনের তদন্তে নয়া মোড়

অভিঘাত আগাম টের পেয়ে মিছিল আটকাতে পুলিশের তরফেও ত্রিস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত ছিল। প্রস্তুত জল কামানও। দফায় দফায় রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখায় তারা ৷ কিন্তু মৌলালিতে মিছিল আটকে দেয় পুলিশ ৷ কিন্তু না দমে রুট বদলায় পড়ুয়ারা ৷ মিছিল শিয়ালদহ থেকে কলেজস্ট্রিটের রাস্তা নেয় ৷ তৎপর পুলিশ কলেজস্ট্রিটেও পড়ুয়াদের আটকালে অবস্থানে বসে পড়ে তারা। অবস্থানে বসেই তারা পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানাচ্ছে পড়ুয়ারা ৷ প্রয়োজনে পুলিশের ব্যারিকেড তারা ভেঙে দেব, কিন্তু গন্তব্যে পৌঁছবই ৷ বলছেন বিক্ষোভকারীরা ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.