ETV Bharat / city

Kolkata Metro Rail : পুজোয় পাতালপথের নিরাপত্তায় একাধিক ঘোষণা মেট্রো কর্তৃপক্ষের

পুজোর চারদিন যাত্রীদের মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি পালন বাধ্যতামূলক বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

Kolkata Metro Rail
পুজোয় পাতাল পথের নিরাপত্তায় একাধিক ঘোষণা মেট্রো কর্তৃপক্ষের
author img

By

Published : Oct 8, 2021, 7:35 PM IST

কলকাতা, 8 অক্টোবর : পুজোর দিনগুলিতে যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রো রেলের তরফে ৷

দুর্গাপুজোর ক'দিন ঠাসাঠাসি ভিড়ে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মেট্রোয় বাড়ানো হচ্ছে নিরাপত্তা। যেসব স্টেশনগুলিতে অনেক বেশি ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে সেই স্টেশনগুলিতে মোতায়েন করা হবে অতিরিক্ত আরপিএফ বাহিনী ৷ থাকবে সহায়তা কেন্দ্রও। দক্ষিণেশ্বর, দমদম, শোভাবাজার-সুতানুটি, সেন্ট্রাল, যতীন দাস পার্ক, কালীঘাট, রবীন্দ্র সরোবর ও গীতাঞ্জলি মেট্রো স্টেশনে থাকছে এই ব্যবস্থা। যেকোনও রকমের আপৎকালীন পরিস্থিতি এড়াতে বিভিন্ন স্টেশনে মোতায়েন থাকবে পাঁচটি কুইক রেসপন্স টিম ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷

আরও পড়ুন : Women Security: উৎসব মরশুমে আসানসোল-দুর্গাপুরে মহিলাদের সুরক্ষায় ‘শক্তি’ বাহিনী

এছাড়াও, মেট্রোয় ভিড়ের মধ্যে মহিলাদের যাতে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, সে কারণে কামরার ভিতরে ও স্টেশন চত্বরে মোতায়েন থাকবে মহিলা আরপিএফ। স্টেশন ও কোচের মধ্যে যাতে যেকোনও রকম দুর্ঘটনা এড়ানো যায়, তার জন্য থাকবে ব়্যান্ডম ট্রেন এস্কর্টিং ব্যবস্থাও (Random Train Escorting)। এছাড়াও স্নিফার ডগ ও নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন গ্যাজেট বা যন্ত্র দিয়ে মেট্রো স্টেশন ও কোচের ভিতরে তল্লাশি চালানো হবে। যদি কোনও যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, তার জন্য বিভিন্ন মেট্রো স্টেশনে থাকছে মেডিক্যাল বুথ। দমদম, শোভাবাজার-সুতানুটি ও কালীঘাট স্টেশনে করা হচ্ছে এই মেডিক্যাল বুথ। পাশাপাশি, যাত্রীদের সাহায্য করার জন্য মেট্রো স্টেশনে থাকবেন আধিকারিক ও কর্মীরাও।

পুজোর চারদিন যাত্রীদের মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি পালন বাধ্যতামূলক বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

কলকাতা, 8 অক্টোবর : পুজোর দিনগুলিতে যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রো রেলের তরফে ৷

দুর্গাপুজোর ক'দিন ঠাসাঠাসি ভিড়ে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মেট্রোয় বাড়ানো হচ্ছে নিরাপত্তা। যেসব স্টেশনগুলিতে অনেক বেশি ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে সেই স্টেশনগুলিতে মোতায়েন করা হবে অতিরিক্ত আরপিএফ বাহিনী ৷ থাকবে সহায়তা কেন্দ্রও। দক্ষিণেশ্বর, দমদম, শোভাবাজার-সুতানুটি, সেন্ট্রাল, যতীন দাস পার্ক, কালীঘাট, রবীন্দ্র সরোবর ও গীতাঞ্জলি মেট্রো স্টেশনে থাকছে এই ব্যবস্থা। যেকোনও রকমের আপৎকালীন পরিস্থিতি এড়াতে বিভিন্ন স্টেশনে মোতায়েন থাকবে পাঁচটি কুইক রেসপন্স টিম ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷

আরও পড়ুন : Women Security: উৎসব মরশুমে আসানসোল-দুর্গাপুরে মহিলাদের সুরক্ষায় ‘শক্তি’ বাহিনী

এছাড়াও, মেট্রোয় ভিড়ের মধ্যে মহিলাদের যাতে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, সে কারণে কামরার ভিতরে ও স্টেশন চত্বরে মোতায়েন থাকবে মহিলা আরপিএফ। স্টেশন ও কোচের মধ্যে যাতে যেকোনও রকম দুর্ঘটনা এড়ানো যায়, তার জন্য থাকবে ব়্যান্ডম ট্রেন এস্কর্টিং ব্যবস্থাও (Random Train Escorting)। এছাড়াও স্নিফার ডগ ও নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন গ্যাজেট বা যন্ত্র দিয়ে মেট্রো স্টেশন ও কোচের ভিতরে তল্লাশি চালানো হবে। যদি কোনও যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, তার জন্য বিভিন্ন মেট্রো স্টেশনে থাকছে মেডিক্যাল বুথ। দমদম, শোভাবাজার-সুতানুটি ও কালীঘাট স্টেশনে করা হচ্ছে এই মেডিক্যাল বুথ। পাশাপাশি, যাত্রীদের সাহায্য করার জন্য মেট্রো স্টেশনে থাকবেন আধিকারিক ও কর্মীরাও।

পুজোর চারদিন যাত্রীদের মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি পালন বাধ্যতামূলক বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.