কলকাতা, 22 নভেম্বর: কোভিডকে নিতান্তই হাল্কাভাবে দেখছে মানুষ ! রাস্তায় বেরোলেই বোঝা যায়, অনেকের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে, কোভিড 19-কে জয় করে ফেলেছি আমরা ৷ সে জন্যই উধাও হচ্ছে মাস্ক, শিকেয় উঠছে দূরত্ববিধি ৷ সংক্রমণ কমতে থাকায় মানুষ যে এক লহমায় চরম আতঙ্কের দিনগুলিকে ভুলতে বসেছে, তারই ইঙ্গিত মিলেছে রাজ্যের একটি সমীক্ষায় ৷ যেখানে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ায় মানুষের অনীহা লক্ষ্য করা গিয়েছে ৷
সম্প্রতি স্বাস্থ্য দফতরের (Bengal Health Department) একটি সমীক্ষায় দেখা গিয়েছে, রাজ্যের প্রায় 18 লাখ মানুষ কোভিড 19-এর দ্বিতীয় টিকা (Second COVID-19 vaccine dose) নিতে স্বাস্থ্যকেন্দ্রে যাননি ৷ কারণ হিসেবে কেউ বলছেন, প্রথম ডোজ নেওয়ার পর তিনি সংক্রমিত হয়েছেন, কারও কথায় তিনি কাজে যোগ দিতে অন্য রাজ্যে চলে গিয়েছেন ৷ আবার কারও পরিবারের থেকে বলা হচ্ছে, যাঁর দ্বিতীয় ডোজ নেওয়ার কথা তিনি প্রয়াত হয়েছেন ৷
23টি জেলায় সমীক্ষা চালিয়েছিল স্বাস্থ্য দফতর ৷ দেখা গিয়েছে কোভ্যাকসিন ও কোভিশিল্ড (Covaxin and Covishield Second Dose) উভয় ক্ষেত্রেই দ্বিতীয় ডোজ (Second COVID-19 Vaccine Dose Overdue) নিতে যাননি বহু মানুষ ৷ এক শীর্ষ আধিকারিকের কথায়, "প্রায় 18 লাখ মানুষ টিকার দ্বিতীয় ডোজ নিতে হাজির হননি ৷ এটা খুবই উদ্বেগের ৷"
আরও পড়ুন: Corona in India : দৈনিক সংক্রমণ কমে 8 হাজারের ঘরে, কমল মৃ্ত্যুও
এই তালিকায় সবার উপরে রয়েছে হুগলি ৷ সেখানে 1,40,403 জন টিকার দ্বিতীয় ডোজ নেননি ৷ তালিকায় সবার নিচে উত্তরের রাজ্য কালিম্পং ৷ সেখানে দ্বিতীয় ডোজ নেননি 11,746 জন ৷ এক আধিকারিকের কথায়, "দ্বিতীয় ডোজের আগেই অনেকে মারা গিয়েছেন ৷ অনেকে আবার প্রথম ডোজ নেওয়ার পর ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷ সেই কারণে তাঁরা দ্বিতীয় ডোজ নিতে পারেননি ৷"
আরও পড়ুন: Corona Update in Bengal : রাজ্যে সামান্য বাড়ল দৈনিক করোনা সংক্রমণ, কমল মৃত্যু
অপর এক আধিকারিক জানালেন, লকডাউন উঠে যাওয়ার পর কাজের খোঁজে অন্য রাজ্যে যাওয়া অনেক শ্রমিকও দ্বিতীয় ডোজ নিতে পারেননি ৷ তবে যাঁরা টিকার দ্বিতীয় ডোজ নেননি, তাঁদের ব্যক্তিগত ভাবে ফোন করে টিকা নেওয়ার জন্য অনুরোধ করার নির্দেশ দিয়েছেন রাজ্যের পরিবার কল্যাণ আধিকারিক (State Family Welfare Officer) অসীম দাস মালাকার ৷ কেন দ্বিতীয় ডোজ নিতে যাননি তা জানার জন্য বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়ার ব্যবস্থা করছে স্বাস্থ্য দফতর ৷ যাঁদের দ্বিতীয় ডোজ নেওয়ার সময় পেরিয়ে গিয়েছে, এখনও তাঁদের টিকাকরণ হবে বলে জানিয়েছেন এক স্বাস্থ্য আধিকারিক ৷
রাজ্যে এখনও পর্যন্ত অন্তত একটি ডোজের টিকাকরণ হয়েছে 6,14,43,875 জনের ৷