ETV Bharat / city

Sayan Deb Chatterjee Tweet : তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হতেই ইঙ্গিতবাহী টুইট শোভনদেবের ছেলের - মমতা বন্দ্যোপাধ্যায়

আসন্ন কলকাতা পৌর নির্বাচনের (Kolkata Corporation Election 2021) জন্য তৃণমূলের প্রার্থী তালিকা (TMC Candidate List for Municipal Election) প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টা পরই আবেগঘন টুইট শোভনদেব চট্টোপাধ্য়ায়ের (Sovandeb Chattopadhyay) ছেলে সায়নদেব চট্টোপাধ্য়ায়ের (Sayan Deb Chatterjee Tweet) ৷ পৌরভোটে প্রার্থী হতে না পেরেই কি ক্ষুণ্ণ তৃণমূলের এই যুব নেতা ? ‘ব্যক্তিগত পোস্ট’ বলে উত্তর এড়ালেন সায়ন ৷

sayan deb chatterjee tweet controversy
Sayan Deb Chatterjee Tweet : তৃণমূলের প্রার্থীতালিকা প্রকাশিত হতেই আবেঘন টুইট শোভনদেবের ছেলের
author img

By

Published : Nov 27, 2021, 3:16 PM IST

Updated : Nov 27, 2021, 3:47 PM IST

কলকাতা, 27 নভেম্বর : দলের একনিষ্ঠ সৈনিকরা কি প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছেন তৃণমূলের অন্দরে ? একটি টুইট ঘিরে শুরু হয়েছে এই জল্পনা ৷ যিনি এই টুইট করেছেন, তিনি তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক (Secretary of West Bengal Trinamool Youth Congress) সায়নদেব চট্টোপাধ্য়ায় (Sayan Deb Chatterjee Tweet) ৷ তাঁর অন্য পরিচয় হল তিনি রাজ্যের মন্ত্রী এবং অন্যতম প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্য়ায়ের (Sovandeb Chattopadhyay) ছেলে ৷ শুক্রবার নিজের টুইটার অ্যাকাউন্টে ইংরাজিতে একটি টুইট করেছেন সায়ন ৷ যার ভাষা অত্যন্ত আবেগঘন এবং ইঙ্গিতবাহী বলেই মত ওয়াকিবহাল মহলের ৷ যদিও তাঁর নিজের বক্তব্য হল, ‘‘একেবারে ব্যক্তিগত কারণেই’’ এই টুইট ৷

আরও পড়ুন : Kolkata Corporation Election 2021: পরিবারতন্ত্রের অভিযোগ, পৌর নির্বাচনের প্রার্থী তালিকা ঘিরে ক্ষোভ তৃণমূলের অন্দরে

‘‘যখন ওঁদের ওঁর বলিদান প্রয়োজন ছিল, ওঁরা প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ যখন বলিদান দেওয়া হয়ে গেল, ওঁরা বললেন, এখনও সময় আসেনি ৷ মোদ্দা কথা হল, যতক্ষণ তোমার সময় না আসছে, ততক্ষণ অন্যদের জন্য তালি বাজিয়ে যাও ৷’’ 26 নভেম্বর রাত 10 টা বেজে 29 মিনিটে ইংরেজিতে ঠিক এই টুইটটিই করেছেন সায়ন ৷ আর তা নিয়েই শুরু হয়েছে কাটাছেঁড়া ৷

26 নভেম্বর অর্থাৎ শুক্রবার বিকেলেই (সায়নের টুইটের কয়েক ঘণ্টা আগে) কলকাতায় আসন্ন পৌরভোটের (Kolkata Corporation Election 2021) প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস (TMC Candidate List for Municipal Election) ৷ তাতে মহিলা এবং তরুণ প্রার্থীদের প্রাধান্য দেওয়া হয়েছে ৷ ছেঁটে ফেলা হয়েছে অনেক হেভিওয়েটকে ৷ তাৎপর্যপূর্ণ বিষয় হল, তৃণমূলের এই প্রার্থী তালিকায় এমন বেশ কয়েকটি নাম রয়েছে, যাঁরা কোনও মন্ত্রী বা বিধায়কের ছেলে বা মেয়ে ৷ এবং, তাঁদের কয়েকজন রাজনীতিতে রীতিমতো আনকোরা ৷ এক্ষেত্রে চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌম্যজিৎ বসু, শশী পাঁজার মেয়ে পূজা পাঁজার নাম উল্লেখ করা যেতে পারে ৷

  • When they needed his sacrifice, they assured, when the sacrifice was made, they said—- Its not yet time.
    Moral of the Story - until its your time, keep clapping for others.

    — Sayan Deb Chatterjee (@sayangalaxy) November 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সায়নদেব চট্টোপাধ্য়ায়ের সঙ্গে এঁদের (সৌম্যজিৎ বসু, পূজা পাঁজাদের) একটা ফারাক আছে ৷ সায়ন দীর্ঘদিন ধরেই সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ৷ দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছেন তিনি ৷ বর্তমানে যুব রাজনীতির একজন রাজ্যস্তরের নেতা ৷ সবথেকে বড় বিষয় হল, একুশের বিধানসভা নির্বাচনে (West Bengla Assembly Election 2021) দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) জন্য বড় বলিদান দিয়েছেন তাঁর বাবা ৷ ভবানীপুর আসনে জয়ী হয়েছিলেন শোভনদেব ৷ কিন্তু, মমতা নন্দীগ্রামে হেরে যাওয়ায় উপনির্বাচনে তাঁর জিতে আসা দরকার ছিল ৷ আর তার জন্য ভবানীপুরের থেকে নিরাপদ আসন আর ছিল না ৷ তাই বিধায়ক পদে ইস্তফা দেন শোভনদেব ৷ পরে অবশ্য খড়দা থেকে জিতে ফের বিধায়ক হন তিনি ৷

আরও পড়ুন : Suvendu-Babul : পিসি-ভাইপোর সঙ্গে কীসের চুক্তি ? বাবুলকে আক্রমণ শুভেন্দু'র

এই প্রেক্ষাপটে রাজনীতির সঙ্গে যুক্ত থেকেও পৌর নির্বাচনে প্রার্থী হতে পারলেন না সায়ন ৷ অথচ যাঁদের রাজনীতিতে সেভাবে হাতেখড়িও হয়নি, তাঁরা তৃণমূলের টিকিট পেয়ে গেলেন ৷ ওয়াকিবহাল মহলের অনুমান, দলীয় নেতৃত্বের এই আচরণেই আহত হয়েছেন সায়ন ৷ হয়তো সেই কারণেই এমন আবেগঘন পোস্ট ৷ কিন্তু, সায়ন নিজে সেকথা মানতে নারাজ ৷ ইটিভি ভারতের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি ৷ তাঁর দাবি, এটা পুরোটাই তাঁর ব্যক্তিগত বিষয় ৷ এমনকী, এর পিছনে রাজনীতির কোনও সম্পর্ক রয়েছে কিনা, তারও কোনও উত্তর দেননি সায়নদেব চট্টোপাধ্য়ায় ৷

কলকাতা, 27 নভেম্বর : দলের একনিষ্ঠ সৈনিকরা কি প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছেন তৃণমূলের অন্দরে ? একটি টুইট ঘিরে শুরু হয়েছে এই জল্পনা ৷ যিনি এই টুইট করেছেন, তিনি তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক (Secretary of West Bengal Trinamool Youth Congress) সায়নদেব চট্টোপাধ্য়ায় (Sayan Deb Chatterjee Tweet) ৷ তাঁর অন্য পরিচয় হল তিনি রাজ্যের মন্ত্রী এবং অন্যতম প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্য়ায়ের (Sovandeb Chattopadhyay) ছেলে ৷ শুক্রবার নিজের টুইটার অ্যাকাউন্টে ইংরাজিতে একটি টুইট করেছেন সায়ন ৷ যার ভাষা অত্যন্ত আবেগঘন এবং ইঙ্গিতবাহী বলেই মত ওয়াকিবহাল মহলের ৷ যদিও তাঁর নিজের বক্তব্য হল, ‘‘একেবারে ব্যক্তিগত কারণেই’’ এই টুইট ৷

আরও পড়ুন : Kolkata Corporation Election 2021: পরিবারতন্ত্রের অভিযোগ, পৌর নির্বাচনের প্রার্থী তালিকা ঘিরে ক্ষোভ তৃণমূলের অন্দরে

‘‘যখন ওঁদের ওঁর বলিদান প্রয়োজন ছিল, ওঁরা প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ যখন বলিদান দেওয়া হয়ে গেল, ওঁরা বললেন, এখনও সময় আসেনি ৷ মোদ্দা কথা হল, যতক্ষণ তোমার সময় না আসছে, ততক্ষণ অন্যদের জন্য তালি বাজিয়ে যাও ৷’’ 26 নভেম্বর রাত 10 টা বেজে 29 মিনিটে ইংরেজিতে ঠিক এই টুইটটিই করেছেন সায়ন ৷ আর তা নিয়েই শুরু হয়েছে কাটাছেঁড়া ৷

26 নভেম্বর অর্থাৎ শুক্রবার বিকেলেই (সায়নের টুইটের কয়েক ঘণ্টা আগে) কলকাতায় আসন্ন পৌরভোটের (Kolkata Corporation Election 2021) প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস (TMC Candidate List for Municipal Election) ৷ তাতে মহিলা এবং তরুণ প্রার্থীদের প্রাধান্য দেওয়া হয়েছে ৷ ছেঁটে ফেলা হয়েছে অনেক হেভিওয়েটকে ৷ তাৎপর্যপূর্ণ বিষয় হল, তৃণমূলের এই প্রার্থী তালিকায় এমন বেশ কয়েকটি নাম রয়েছে, যাঁরা কোনও মন্ত্রী বা বিধায়কের ছেলে বা মেয়ে ৷ এবং, তাঁদের কয়েকজন রাজনীতিতে রীতিমতো আনকোরা ৷ এক্ষেত্রে চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌম্যজিৎ বসু, শশী পাঁজার মেয়ে পূজা পাঁজার নাম উল্লেখ করা যেতে পারে ৷

  • When they needed his sacrifice, they assured, when the sacrifice was made, they said—- Its not yet time.
    Moral of the Story - until its your time, keep clapping for others.

    — Sayan Deb Chatterjee (@sayangalaxy) November 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সায়নদেব চট্টোপাধ্য়ায়ের সঙ্গে এঁদের (সৌম্যজিৎ বসু, পূজা পাঁজাদের) একটা ফারাক আছে ৷ সায়ন দীর্ঘদিন ধরেই সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ৷ দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছেন তিনি ৷ বর্তমানে যুব রাজনীতির একজন রাজ্যস্তরের নেতা ৷ সবথেকে বড় বিষয় হল, একুশের বিধানসভা নির্বাচনে (West Bengla Assembly Election 2021) দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) জন্য বড় বলিদান দিয়েছেন তাঁর বাবা ৷ ভবানীপুর আসনে জয়ী হয়েছিলেন শোভনদেব ৷ কিন্তু, মমতা নন্দীগ্রামে হেরে যাওয়ায় উপনির্বাচনে তাঁর জিতে আসা দরকার ছিল ৷ আর তার জন্য ভবানীপুরের থেকে নিরাপদ আসন আর ছিল না ৷ তাই বিধায়ক পদে ইস্তফা দেন শোভনদেব ৷ পরে অবশ্য খড়দা থেকে জিতে ফের বিধায়ক হন তিনি ৷

আরও পড়ুন : Suvendu-Babul : পিসি-ভাইপোর সঙ্গে কীসের চুক্তি ? বাবুলকে আক্রমণ শুভেন্দু'র

এই প্রেক্ষাপটে রাজনীতির সঙ্গে যুক্ত থেকেও পৌর নির্বাচনে প্রার্থী হতে পারলেন না সায়ন ৷ অথচ যাঁদের রাজনীতিতে সেভাবে হাতেখড়িও হয়নি, তাঁরা তৃণমূলের টিকিট পেয়ে গেলেন ৷ ওয়াকিবহাল মহলের অনুমান, দলীয় নেতৃত্বের এই আচরণেই আহত হয়েছেন সায়ন ৷ হয়তো সেই কারণেই এমন আবেগঘন পোস্ট ৷ কিন্তু, সায়ন নিজে সেকথা মানতে নারাজ ৷ ইটিভি ভারতের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি ৷ তাঁর দাবি, এটা পুরোটাই তাঁর ব্যক্তিগত বিষয় ৷ এমনকী, এর পিছনে রাজনীতির কোনও সম্পর্ক রয়েছে কিনা, তারও কোনও উত্তর দেননি সায়নদেব চট্টোপাধ্য়ায় ৷

Last Updated : Nov 27, 2021, 3:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.