ETV Bharat / city

Durga Puja Theme song : সন্তোষ মিত্র স্কোয়ারের থিম সং 'গৌরী এসেছে'

সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের পুজোর থিম সং 'গৌরী এসেছে' ৷ মহালয়ার দিন সন্ধ্যায় থিম সং প্রকাশ অনুষ্ঠানে পুজো কমিটির মহিলা সংগঠন দুর্গা বাহিনীর পাশাপাশি গলা মেলালেন এলাকার বাসিন্দারাও ৷

author img

By

Published : Oct 7, 2021, 8:32 AM IST

Updated : Oct 8, 2021, 6:23 AM IST

Santosh Mitra Square
Santosh Mitra Square

কলকাতা, 7 অক্টোবর : প্রকাশিত হল সন্তোষ মিত্র স্কোয়ারের (Santosh Mitra Square) দুর্গাপুজোর থিম সং ৷ এবছরের থিম সঙ্গীত হল 'গৌরী এসেছে' । গীতিকার ও সুরকার প্রবীর মিশ্র । গানটি গেয়েছেন চিরবসন্ত । নৃত্যনাট্য প্রযোজনায় রয়েছেন শিল্পা দে‌ ।

সাধারণের কাছে এই পুজো লেবুতলা পার্কের পুজো নামে পরিচিত । মধ্য কলকাতার পুরানো এবং জনপ্রিয় একটি পুজো হল সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ৷ প্রতিবছর বহুদূর থেকে মানুষ আসেন এই পুজো দেখতে ৷ মহালয়ার দিন সন্ধ্যায় সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপুজো কমিটির মহিলা সংগঠন দুর্গা বাহিনী ও এলাকার বাসিন্দারা মিলে এক সঙ্গে গলা মেলালেন থিম সঙ্গীতের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে ।

রাজস্থানের জয়পুরের লক্ষ্মী নারায়ণের মন্দির, যা বিড়লা মন্দির নামে পরিচিত, সেই মন্দিরের আদলে এবছর লেবুতলা পার্কে তৈরি হচ্ছে মণ্ডপ । এবছর পুজো 86তম বর্ষে পদার্পণ করল । প্রতিমা তৈরি করছেন শিল্পী মিন্টু পাল । নজরকাড়া মণ্ডপ সজ্জার জন্য বিখ্যাত সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজোয় প্রতিবছরই থাকে চমক ৷ স্বাভাবিকভাবেই মধ্য কলকাতার পুজোগুলির মধ্যে অন্যতম হয়ে দাঁড়ায় এই পুজো ৷

সন্তোষ মিত্র স্কোয়ারের থিম সং প্রকাশ

পুজোর বাকি আর হাতে গোনা কয়েকটা দিন । প্রস্তুতি পর্বের চরম ব্যস্ততায় নিমজ্জিত গোটা চত্বর ৷ কোভিড পরিস্থিতিতে এবছরও মণ্ডপ জনশূন্য রেখে পুজো করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট । তবে এবছরও চমক থাকছে তবে অন্যভাবে । মণ্ডপের ভিতরে প্রবেশ না করলেও মণ্ডপের বাইরে দাঁড়িয়ে মণ্ডপের ভিতরে দৃশ্য দেখা যাবে । রাস্তার ওপর দাঁড়িয়ে মণ্ডপের ভিতরের অনুভূতি নিতে পারবেন দর্শনার্থীরা । রাস্তার দু'ধারে থ্রি-ডাইমেনশন টেকনোলজি ব্যবহার করার পরিকল্পনা নিয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপুজো কমিটি । এছাড়াও তাদের ফেসবুক পেজেও পুজোর চারদিন সরাসরি দেখা যাবে প্রতিমা এবং মণ্ডপ সজ্জা । সেখানে পাওয়া যাবে মণ্ডপ এবং প্রতিমা ভিডিয়ো ৷

আরও পড়ুন : Mahalaya Special : মহালয়ায় আগমনী দুর্গা পুজোতেই বিদায়ের সুর ধেনুয়ায়

কলকাতা, 7 অক্টোবর : প্রকাশিত হল সন্তোষ মিত্র স্কোয়ারের (Santosh Mitra Square) দুর্গাপুজোর থিম সং ৷ এবছরের থিম সঙ্গীত হল 'গৌরী এসেছে' । গীতিকার ও সুরকার প্রবীর মিশ্র । গানটি গেয়েছেন চিরবসন্ত । নৃত্যনাট্য প্রযোজনায় রয়েছেন শিল্পা দে‌ ।

সাধারণের কাছে এই পুজো লেবুতলা পার্কের পুজো নামে পরিচিত । মধ্য কলকাতার পুরানো এবং জনপ্রিয় একটি পুজো হল সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ৷ প্রতিবছর বহুদূর থেকে মানুষ আসেন এই পুজো দেখতে ৷ মহালয়ার দিন সন্ধ্যায় সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপুজো কমিটির মহিলা সংগঠন দুর্গা বাহিনী ও এলাকার বাসিন্দারা মিলে এক সঙ্গে গলা মেলালেন থিম সঙ্গীতের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে ।

রাজস্থানের জয়পুরের লক্ষ্মী নারায়ণের মন্দির, যা বিড়লা মন্দির নামে পরিচিত, সেই মন্দিরের আদলে এবছর লেবুতলা পার্কে তৈরি হচ্ছে মণ্ডপ । এবছর পুজো 86তম বর্ষে পদার্পণ করল । প্রতিমা তৈরি করছেন শিল্পী মিন্টু পাল । নজরকাড়া মণ্ডপ সজ্জার জন্য বিখ্যাত সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজোয় প্রতিবছরই থাকে চমক ৷ স্বাভাবিকভাবেই মধ্য কলকাতার পুজোগুলির মধ্যে অন্যতম হয়ে দাঁড়ায় এই পুজো ৷

সন্তোষ মিত্র স্কোয়ারের থিম সং প্রকাশ

পুজোর বাকি আর হাতে গোনা কয়েকটা দিন । প্রস্তুতি পর্বের চরম ব্যস্ততায় নিমজ্জিত গোটা চত্বর ৷ কোভিড পরিস্থিতিতে এবছরও মণ্ডপ জনশূন্য রেখে পুজো করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট । তবে এবছরও চমক থাকছে তবে অন্যভাবে । মণ্ডপের ভিতরে প্রবেশ না করলেও মণ্ডপের বাইরে দাঁড়িয়ে মণ্ডপের ভিতরে দৃশ্য দেখা যাবে । রাস্তার ওপর দাঁড়িয়ে মণ্ডপের ভিতরের অনুভূতি নিতে পারবেন দর্শনার্থীরা । রাস্তার দু'ধারে থ্রি-ডাইমেনশন টেকনোলজি ব্যবহার করার পরিকল্পনা নিয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপুজো কমিটি । এছাড়াও তাদের ফেসবুক পেজেও পুজোর চারদিন সরাসরি দেখা যাবে প্রতিমা এবং মণ্ডপ সজ্জা । সেখানে পাওয়া যাবে মণ্ডপ এবং প্রতিমা ভিডিয়ো ৷

আরও পড়ুন : Mahalaya Special : মহালয়ায় আগমনী দুর্গা পুজোতেই বিদায়ের সুর ধেনুয়ায়

Last Updated : Oct 8, 2021, 6:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.