কলকাতা, 19 সেপ্টেম্বর : পাঁচদিনের সফরে আজ রাজ্যে আসছেন সংঘচালক মোহন ভাগবত ৷ আজ রাত 8টা 10 মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে তাঁর নামার কথা ৷ সেখান থেকে সরাসরি যাবেন রাজ্যে RSS-র সদর কার্যালয় কেশব ভবনে ।
দু'মাসের মধ্যে RSS প্রধান এই নিয়ে তৃতীয়বার কলকাতায় পা রাখছেন ৷ এর আগে 1 অগাস্ট এবং 31 অগাস্ট শহরে এসেছিলেন তিনি ৷ সূত্রের খবর, এবার মোহন ভাগবত গোলপার্কের রামকৃষ্ণ মঠে সন্ন্যাসীদের সঙ্গে বৈঠক করবেন । রামকৃষ্ণ মিশনের সংস্কৃতি সেলের সঙ্গে ওই বৈঠক হওয়ার কথা ।
এই সংক্রান্ত খবর : সংগঠন কতটা তৈরি ? দিলীপদের কাছ থেকে রিপোর্ট নিতে রাজ্য সফরে ভাগবত
RSS সূত্রের খবর, সংঘচালক আজ ও আগামীকাল কলকাতায় থাকবেন । 21-22 সেপ্টেম্বর উলুবেড়িয়ায় RSS-এর একটি প্রশিক্ষণ শিবিরে BJP-র সঙ্গে সমন্বয় বৈঠক করবেন । এই দুই দিন বৈঠকে BJP-র 10 জন নেতাকে তলব করা হয়েছে । এই প্রশিক্ষণ শিবিরে টানা 2 দিন থাকতে হবে BJP-র রাজ্য নেতৃত্বকে । 23 সেপ্টেম্বর সংঘচালক দিল্লি ফিরে যাবেন ।
অগাস্টে দু’বার শহরে এসেছিলেন তিনি । সংঘচালকের ঘনঘন রাজ্য সফর নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে ৷ তবে RSS-এর দক্ষিণবঙ্গের সম্পাদক জিষ্ণু বসু বলেন, "এটা মোহন ভাগবতের রুটিং সফর । মূলত, সাংগঠনিক কাজেই তাঁর রাজ্য সফর ৷"
জানা গেছে, রাজ্যে BJP-র সাংগঠনিক অবস্থা কেমন, এই সফরে তার রিপোর্ট নেবেন ভাগবত । রাজ্য BJP-র সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় ও রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গেও আলাদা বৈঠক করবেন ।