কলকাতা, 28 জুলাই: টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া প্রায় 50 কোটি টাকা পার্থ চট্টোপাধ্যায়ের (Recovered money belongs to Partha Chatterjee)। ইডি-র জেরায় এমনই দাবি করলেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)৷ তিনি জানিয়েছেন, ওই টাকার সঙ্গে তাঁর কোনও যোগ নেই ।
জানা গিয়েছে, অর্পিতা মুখোপাধ্যায়ের ডায়মন্ড সিটির ফ্ল্যাটে মাঝেমধ্যেই পার্থ চট্টোপাধ্যায় যেতেন । সপ্তাহের প্রায় তিন থেকে চার দিন পার্থ চট্টোপাধ্যায় ওই ফ্ল্যাটে যেতেন এবং তাঁর সঙ্গে যেতেন অপর এক ব্যক্তি । অর্পিতা জানিয়েছেন, তাঁর ফ্ল্যাটের একটি ঘরে টাকা রাখা হত ৷ সেখানে পার্থও যেতেন ৷ তবে সেই সময় তাঁর সেই ঘরে যাওয়ার অনুমতি ছিল না বলে দাবি করেছেন অর্পিতা ৷
ইডি সূত্রে খবর, জেরায় অর্পিতা দাবি করেছেন যে, তৃতীয় একজন ব্যক্তিকে নিয়ে বেডরুমে চলে যেতেন পার্থ চট্টোপাধ্যায় ৷ সেই বেডরুমে ঢোকার অনুমতি ছিল না অর্পিতার । দীর্ঘক্ষণ ওই ব্যক্তির সঙ্গে বৈঠক করতেন বর্তমান শিল্প ও বাণিজ্য মন্ত্রী ৷ এরপর বেশ কিছু কাগজপত্র এবং নথিপত্র অর্পিতার হাতে দিয়ে সেই ফ্ল্যাট ছেড়ে চলে যেতেন পার্থ ।
জানা গিয়েছে, এ দিন সকাল থেকেই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে পৃথক পৃথক ভাবে জেরা শুরু করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । জেরার মুখে অর্পিতা মুখোপাধ্যায় স্বীকার করে নেন যে, তাঁর দুই ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া সব টাকা পার্থ চট্টোপাধ্যায়ের ৷
আরও পড়ুন: এক সঙ্গীকে নিয়ে অর্পিতার ফ্ল্যাটে সপ্তাহে 3 থেকে 5 দিন আসতেন পার্থ
বুধবারই এই খবর সবার সামনে এনেছিল ইটিভি ভারত ৷ ইডি সূত্র থেকে পাওয়া খবরে পার্থর সঙ্গে তৃতীয় এক ব্যক্তির অর্পিতার বাড়িতে যাওয়ার কথা উঠে এসেছিল ৷ জানা যায়, অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাটে পার্থ চট্টোপাধ্যায় (Bengal Minister Partha Chatterjee) সপ্তাহে অন্তত তিনবার যেতেন ৷ কোনও কোনও সপ্তাহে পাঁচবারও যেতেন রাজ্যের শিল্পমন্ত্রী ৷ প্রতিবার পার্থর সঙ্গে আরও একজন থাকতেন ৷ ওই ব্যক্তিকে নিয়ে পার্থ অর্পিতার বেডরুমে দীর্ঘক্ষণ মিটিং করতেন ৷ ওই ঘর থেকেই প্রায় 22 কোটি টাকা উদ্ধার করে ইডি ৷
কে ওই ব্যক্তি ? কাকে নিয়ে অর্পিতার ফ্ল্যাটে বারবার যেতেন পার্থ ? শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে ওই ব্যক্তির কী সম্পর্ক ? আপাতত এই প্রশ্নগুলির উত্তর খুঁজছে ইডি ৷ তদন্তকারীদের একটি সূত্রে জানা গিয়েছে, অর্পিতা মুখোপাধ্যায়ের কাছ থেকে এই প্রশ্নগুলির উত্তর মেলেনি ৷ কারণ তিনি জানিয়েছেন যে, তাঁকে এই বিষয়ে কিছু জানানো হত না ৷ তাঁকে শুধু কিছু নথি বা অন্য কিছু জিনিস রাখতে দেওয়া হত, কোথায় রাখা হবে তা বলে দেওয়া হত ৷ তিনি সেই নির্দেশ পালন করতেন ৷